![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কাউকে টিপ উপহার দিলে সম্পর্ক ভেঙে যায়!
তথ্যটা আমার জানা ছিল না।
জানলাম আমার বন্ধু পারুলকে অনেকগুলো টিপ উপহার দেয়ার পর।
টিপ উপহার পেয়ে কোথায় তার মুখে হাসি ফুটে উঠবে, চোখ দুটি আনন্দে চকচক করে উঠবে, ‘ওয়াও! থ্যাংকু থ্যাংকু থ্যাংকু’ বলে চিৎকার করে উঠবে, তা না, প্যাকেটটা খোলার পর ভেতরে টিপের দেখা পেয়ে তার কপালে ভাঁজ ফুটে উঠলো। চোখ বড় বড় করে আমার চোখে তাকালো। অনেকক্ষন তাকিয়ে থাকলো যেন বা আমি চোখের ভেতর কোন কিছু লুকিয়ে ফেলার চেষ্টা করছি। তারপর বলল, রাজু, তুই এবার আসতে পারিস। আমার মেজাজ গরম হয়ে গেছে।
আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কেন, কী হয়েছে?
-কোন কথা না। বাসা থেকে এক্ষুনি চলে যা। আর কখনো আসবি না।
পারুল কখনো আমার সাথে এতোটা রূঢ় ভাবে কথা বলেনি। ঘাবড়ে গিয়ে কথা না বলে বাসা থেকে বের হয়ে আসলাম।
ওটাই যে পারুলকে দেয়া আমার প্রথম গিফট তা কিন্তু না। এর আগেও অনেক কিছু উপহার দিয়েছি তাকে। তাকে দেয়া আমার প্রথম গিফট ছিল রবীন্দ্রনাথের গীতবিতান। বইটা পেয়ে সে খুব খুশি হয়েছিল। তবে সবচে বেশি খুশি হয়েছিল যখন তার জন্মদিনে একটা বড় পুতুল গিফট করেছিলাম। পুতুলটি হাতে নিয়ে সে বাচ্চা মেয়েদের মতো লাফ দিয়ে উঠেছিল। বলে উঠেছিল, তুই না আমার সবচে ভাল বন্ধু। ত্ইু জানিস আমি কিসে খুশি হই।
পারুলের সাথে আমার পরিচয় অনার্স ফাস্ট ইয়ারে ভর্তি হবার পর। প্রথম থেকেই টিচারদের প্রশ্নের ঝটপট উত্তর দিয়ে সবার দৃষ্টি কাড়তে সক্ষম হয়েছিলাম। সবাই আমাকে ভাল ছাত্র হিসেবে মেনে নিয়েছিল। পারুল ও এর ব্যতিক্রম ছিল না। ক্লাস শুরুর দ্বিতীয় সপ্তাহে সে আমার কাছে এসে পরিচয় দিয়ে একটা নোট চাইল। আমি তার দিকে তাকালাম আর কোথায় যেন হারিয়ে গেলাম। মনে হল আমি নি:শ্বাস নিতে পারছি না। বাতাসের প্রচন্ড অভাব বোধ করলাম। আমার মাথা চক্কর দিয়ে উঠল। বুকের ভেতর মনে হল কেউ একজন ড্রাম বাজানো শুরু করেছে। সেই শব্দ কানে লেগে কানে ভোঁ ভোঁ করতে থাকল। মনে হল আমি আমার মৃত্যুকালীন সময়ে পৌছে গেছি। একটু পরেই মারা যাব। কোন রকমে একটা ঢোঁক গেলার পর বাস্তবে ফিরে এসে তার প্রশ্নের জবাব দিলাম। পিঠে ঝোলানো ব্যাগ ঘেঁটে নোটটা তার হাতে তুলে দিয়েই সটকে পড়লাম তার সামনে থেকে। কলেজ থেকে বের হয়ে বুঝতে পারলাম আমি আসলে পারুলের প্রেমে পড়ে গেছি।
না, আমার এ প্রেমে পড়ার গল্প তার সাথে কখনো করিনি। অতোটা সাহস না থাকায় অথবা তাকে একেবারে হারিয়ে ফেলার ভয়ে সেটা আজো হয়ে উঠেনি। কেন জানি না তার সাথে বন্ধুত্ব গড়ে উঠার সাথে সাথে, তার ব্যক্তিত্বের সাথে পরিচিত হতে পেরে এটা মনে হচ্ছিল যে, সে আমার মতো করে দুম করে প্রেমে পড়ার মতো মেয়ে না । তার সাথে প্রেম করার চাইতে তাই তার বন্ধুত্বপূর্ণ সান্নিধ্যটাই ভাল লাগছিল বেশ।
কিন্তু আজ টিপ উপহার দিয়ে কী যে ভুল করে ফেললাম কিছুতেই বুঝতে পারছিলাম না। রাতে ঘুমানোর আগে তাকে কল দিয়ে কোন রাখঢাক না করেই জিজ্ঞেস করলাম,
-টিপ দেয়াতে কী এমন অন্যায় করে ফেললাম?
খানিক নিরবতা শেষে সে মুখ খুলল।
-রাজু, তুই কি আমাকে ভালবাসিস? বন্ধু হিসাবে না, অন্যরকম করে?
-এ প্রশ্ন কেন হঠাৎ?
-তোর টিপ উপহার দেয়াতে হঠাৎ সন্দেহ হল।
বুঝলাম এখন কোন কিছু লুকিয়ে রাখার সময় না।
-হু। তোর সন্দেহ ঠিক আছে।
-কবে থেকে আমার প্রেমে পড়লি?
তার এমন জিজ্ঞাসাবাদে আবার আমার সেই প্রথম দিনের মতো লাগা শুরু হল। হৃৎপিন্ডের কম্পন স্পষ্ট টের পাচ্ছিলাম।
-একেবারে প্রথম দিন থেকে। কোন অন্যায় হয়ে গেছে ম্যাডাম?
- না, অন্যায় সেটা না। অন্যায় হল প্রেমে পড়েও তুই বন্ধু হিসেবে আমার সান্নিধ্য যেভাবে আদায় করে নিচ্ছিস সেটাতে। তোকে হিপোক্রেট ছাড়া আর কিছু ভাবতে পারছি না।
- এখন আমাকে কি করতে হবে তবে?
-তুই আমার সাথে আর কখনো কোন যোগাযোগ রাখবি না।
পারুলের খুব ঠান্ডা মাথার এ কথাটা শুনে আমার দু চোখে যেন অন্ধকার দেখলাম। আমি জানি পারুল খুব একগুয়ে স্বভাবের। কোন কিছু একবার ঠিক করে নিলে আর তাকে ফেরানো যায় না।
-তুই কি আমাকে প্রেমিক হিসেবে মেনে নিতে পারছিস না?
-আগে হলে পারতাম কি না জানি না। কিন্তু এখন কিছুতেই পারছি না। পারবো ও না। যারা এমন করে বন্ধুতার আড়ালে প্রেম লুকিয়ে রাখে কেবল তার প্রিয় মানুষটার কাছে থাকার লোভে, আমি তাদেরকে দেখতে পারি না। স্যরি রাজু। তুই ভাল থাকিস।
পারুল কলটা কেটে দিল।
হায়! টিপ!!
০৭ ই মার্চ, ২০১৪ রাত ৯:৩৯
কয়েস সামী বলেছেন: তাই বুঝি?
২| ০৭ ই মার্চ, ২০১৪ রাত ৮:০৩
হেডস্যার বলেছেন:
সর্বনাশ !! মাইয়া মানুষ তো দেখি এক বিরাট আশ্চর্য আর রহস্য....
০৭ ই মার্চ, ২০১৪ রাত ৯:৩৯
কয়েস সামী বলেছেন: হ। ঠিক তাই।
৩| ০৭ ই মার্চ, ২০১৪ রাত ৮:০৯
নাজমুল হাসান মজুমদার বলেছেন: কি বলবো ভাবতেছি !!!!!!!!!!!
০৭ ই মার্চ, ২০১৪ রাত ৯:৪৩
কয়েস সামী বলেছেন: কিচ্ছু বলার দরকার নাই। খালি পইড়া যান।
৪| ০৭ ই মার্চ, ২০১৪ রাত ৮:০৯
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
আপনার শেষ লাইনটাই আমার মন্তব্য
দারুণ লিখেছেন.... প্রথম অনুচ্ছেদের আকর্ষণটি আকর্ষণীয় হয়েছে
০৭ ই মার্চ, ২০১৪ রাত ৯:৪৪
কয়েস সামী বলেছেন: আপনের কাছে মন্তব্য করার একখান কোর্স করতে হবে ভাইজান!
৫| ০৭ ই মার্চ, ২০১৪ রাত ৯:৩৪
এহসান সাবির বলেছেন: হায়! টিপ!!
০৭ ই মার্চ, ২০১৪ রাত ৯:৪৪
কয়েস সামী বলেছেন: টিপ সব সর্বনাশের মূল!
৬| ০৭ ই মার্চ, ২০১৪ রাত ৯:৪৬
মামুন রশিদ বলেছেন: হায়! টিপ!!
টিপ নিয়া আজকে এত মারামারি করলাম, ভাবলাম যাক টিপের কিছু প্রশংসা পড়ি! তা না, পুরো সম্পর্কটাই ভেঙ্গে গেল!
০৭ ই মার্চ, ২০১৪ রাত ৯:৪৯
কয়েস সামী বলেছেন: হ ভাইজান! বড়ই টেনশনের বিষয়!
ধন্যবাদ আপনেরে।
৭| ০৭ ই মার্চ, ২০১৪ রাত ১০:৫৩
সুমন কর বলেছেন: গল্প ভাল লেগেছে। গোছানো।
আচ্ছা, এই গল্পটা কি আগে পড়েছিলাম?
০৭ ই মার্চ, ২০১৪ রাত ১১:৪৫
কয়েস সামী বলেছেন: না এই গল্পটা আহগ পড়েন নাই। এটা আজকেই প্রথম লিখলাম! হাহাহাহা!
ধন্যবাদ সুমন। ভাল থাকুন।
৮| ০৭ ই মার্চ, ২০১৪ রাত ১১:১০
কান্ডারি অথর্ব বলেছেন:
টিপ নিয়া একটা জোকস মনে পরছে কিন্তু বলা যাবেনা ১৮ + জোকস। যাই হোক টিপের গল্প মন ভোলান হয়েছে।
আমিও টিপ নিয়ে আজকে একটি পোস্ট দিয়েছি কিন্তু পোস্ট দিয়ে শেষে মারামারি করতে হল অনর্থক। যদিও মারামারি করা ভালু না কিন্তু কিছু কিছু মারামারি বড়ই মধুর হয়। সব মারামারিতে সম্পর্ক ভাঙে না। কিছু টিপে সম্পর্ক মধুর হয়।
০৭ ই মার্চ, ২০১৪ রাত ১১:৪৬
কয়েস সামী বলেছেন: আপনের আজকের পোস্টটাতো ভাই এক্কেরে এপিক একখান পোস্ট। আমার খুব ভালা লাগছে। টিপ নিয়া এমন পোস্ট নেট ঘেঁটেও পাই নাই একটা!
৯| ০৮ ই মার্চ, ২০১৪ রাত ১২:৫৭
দিবা স্বপ্ন বলেছেন: এত অল্পতে এই গল্পটা শেষ হয়ে যাবে তা বুঝতে পারিনি। শেষ হওয়ার পর মনে হলো এভাবে শেষ না হয়ে অন্যকোন ভাবে হলে মনে হয় ভাল হতো। অসম্ভব সুন্দর হয়েছে।
বাই দ্য ওয়ে, মেয়েরা তো এমনই।
০৮ ই মার্চ, ২০১৪ সকাল ৮:১৬
কয়েস সামী বলেছেন: চমৎকার মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ। মেয়েরা আসলেই এমন!!
১০| ০৮ ই মার্চ, ২০১৪ দুপুর ২:০৬
মহামহোপাধ্যায় বলেছেন: এটা কি পড়লাম ভাই?? সব হিসেব নিকেশ তো গোলমাল পাকিয়ে গেলো
আবার নতুন করে ভাবতে হবে
বেশ কিছুদিন পর আপনার লেখা গল্প পড়লাম। ব্লগে তেমন আসা হয় না
আশা করি খুব দ্রুত ফিরে আসব আপনাদের মাঝে
০৮ ই মার্চ, ২০১৪ দুপুর ২:৪০
কয়েস সামী বলেছেন: আপনাকে আসলেই খুব মিস করি। অনেক দিন পর পেয়ে ভাল লাগছে। ভাল থাকবেন।
১১| ০৮ ই মার্চ, ২০১৪ রাত ১১:৩৫
আরিফ রুবেল বলেছেন: হায় টিপ ! হায় ভালোবাসা !
আচ্ছা টিপ না দিলে কি গল্পটা অন্যরকম হতে পারত ?
০৮ ই মার্চ, ২০১৪ রাত ১১:৪২
কয়েস সামী বলেছেন: টিপ না দিয়ে দেখতে হবে তবে!! হা হাহাহাহা। ভাল থাকুন।
১২| ০৯ ই মার্চ, ২০১৪ রাত ১১:৩১
অদ্বিতীয়া আমি বলেছেন: টিপ তো দেখছি ভারী সর্বনাশের !!
চমৎকার লেগেছে ।
১১ ই মার্চ, ২০১৪ সকাল ৯:১০
কয়েস সামী বলেছেন: পাঠ প্রতিক্রিয়া জানানোর জন্য আপনাকে অশেষ ধন্যবাদ।
১৩| ১৪ ই মার্চ, ২০১৪ ভোর ৪:২৫
শান্তির দেবদূত বলেছেন: এই গল্পটা বেশ ভালো লেগেছে। সম্পর্কটা এভাবে ভেঙ্গে গেলো! টিপ ছাড়া আর কিছু কি গিফট দেওয়া যেত না ! আহারে টিপ!
©somewhere in net ltd.
১|
০৭ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:৫৩
মিষ্টি বিষ বলেছেন: আরে ভাই, এটা কোন ব্যাপারনা। এবার ধরে নেন আপনার প্রেম সার্থক হচ্ছে। মেয়ে নিজেই আপনার সাথে যোগাযোগ করবে।