![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বউ-ছেলের যৌথ যন্ত্রনায় লেখালেখির বারোটা! প্রতিদিন গল্পের কতো কতো প্লট নিয়ে ঘুম ভাঙে। কিন্তু লিখতে বসার সময় কই? ভোর বেলা যতই নিরবে, সন্তর্পনে বিছানা থেকে নামার চেষ্টা করি না কেন আমার তেরো মাস বয়েসি ছেলেটা ঠিক টের পেয়ে যাবে। টের পাওয়া মাত্রই তার ঐতিহাসিক চিত্ত হরনকারী চ্যাওম্যাও ! কোলে না নেয়া পর্যন্ত সে কান্নার কোন বিরতি হবে না । তাই ল্যাপটপটা কোলে না নিয়ে বাবুটাকেই কোলে নিতে হয়। অফিসে বসে গল্পের প্লট গুলোকে মনে মনে সাজিয়ে নেই। ঘরে ফিরেই দুমাদুম কিবোর্ডে আঘাত করে লিখে ফেলবো অসাধারন কোন গল্প। কিন্তু এক বসাতে তা যেন কখনোই সম্ভব হয়ে উঠে না । একটা লেখা লিখতে এক ঘন্টার জায়গায় লেগে যায় দীর্ঘ এক মাস। এই সময়ের মধ্যে মাথায় খেলা করতে থাকা বাকি গল্পগুলো কোথায় যে পালিয়ে যায়! তাই লেখক হিসেবে আমার পরিচিতি অর্জনে বাঁধা হয়ে দাড়ায় আমার পরিবারের একান্ত আপন জনেরা। মানতে না পারলেও ঘটনাটা সত্যি। তাই অপেক্ষায় থাকি কখন তারা দু জন বেড়াতে যাবে আর আমি একটু স্বাধীন ভাবে মনের আনন্দে লেখালেখি করতে পারবো।কিন্তু হায়!
আজ এক সপ্তাহ হল তারা ছেলের নানা বাড়ি গেছে, আর আমিও ল্যাপটপ কোলে নিয়ে ঘন্টার পর ঘন্টা বসে থাকছি। কিন্তু লেখা? মনে হচ্ছে লেখালেখির মতো কঠিন আর কোন কাজ নাই।
তাই
ওহে আমার বউ আর ছেলে, তোমরা যেখানেই থাকো, শিগ্গির ফিরে আসো, আমাকে বিরক্ত করো- যন্ত্রনায় অতিষ্ট করো- আমাকে গল্প লিখতে সাহায্য করো। আমার মাথার ভেতরকার গল্পগুলো হারিয়ে যাবার আগেই।
২| ২৪ শে এপ্রিল, ২০১৪ সকাল ৮:৫৪
আজীব ০০৭ বলেছেন: ফিরে আসুক সবাই ।
৩| ২৫ শে এপ্রিল, ২০১৪ রাত ১২:৪৭
কান্ডারি অথর্ব বলেছেন:
ভাই আপনার মতো দেখি আমারও একই সেম অবস্থা !!!
৪| ২৬ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১২:১৪
হাসান মাহবুব বলেছেন: হাহা! বাটে পড়ছেন।
৫| ২৬ শে এপ্রিল, ২০১৪ রাত ১০:৪২
মহামহোপাধ্যায় বলেছেন: হা হা হা এ যে দেখি মধুর যন্ত্রণা
খুব দ্রুত অপেক্ষার অবসান ঘটুক সেই কামনা রইল
৬| ০৭ ই মে, ২০১৪ সকাল ৯:১১
উপপাদ্য বলেছেন: যন্ত্রনা উপভোগ করুন আর আমাদের নতুন লেখা উপহার দিন
©somewhere in net ltd.
১|
২৪ শে এপ্রিল, ২০১৪ রাত ১২:৩২
মামুন রশিদ বলেছেন: হ্যা, ফিরে আসুক সবাই । গল্প তো পরিবার-পরিজন থেকে আলাদা কিছু নয় ।