নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাংলা অামার তৃষ্ণার জল

কয়েস সামী

i m nothing in this huge world...

কয়েস সামী › বিস্তারিত পোস্টঃ

আমি একটা কবিতা লিখতে চাই (একটি অকবিতা)

২১ শে মে, ২০১৪ সকাল ৮:১৪

আমি একটা মনোহর কবিতা লিখতে চাই

বার বার চেষ্টা করি, শব্দ খুঁজে বেড়াই,

শব্দেরা আমার সাথে লুকোচুরি খেলে,

আমার কলমে তারা ধরা দিয়েও দেয় না।

আমি হতাশ হই। বুঝি, আমার কবিতা লেখার চেষ্টা করা উচিত না।

কিন্তু আবার যখন রুদ্রকে পড়ি, পড়ি রবি ঠাকুরকে

আবার মাথাচাড়া দিয়ে উঠে কবি হবার শখ।

আবার আমি চাইতে থাকি,

সবার ভিতর বাহিরে অন্তরে থাকার মতো কিছু একটা লিখে

সবাইকে একেবারে কাছে টেনে নেই।

আবার আমি চাই, আমার কবিতা পড়ে আমায় ছেড়ে যাওয়া সেই প্রিয়তমাটি ফিরে আসুক।

যে চলে গিয়েছিল কোন এক কবির প্রেমে পড়ে

আমি কবিতা লিখতে পারি না সেই অভিযোগে।

আমি কবিতার মতো করে কবিতা লিখতে চাই

কবিতা ছিল সেই মেয়ে যার দিকে একবার তাকালে

বারবার তাকাতে ইচ্ছে করে।

এমন একটা কবিতা লিখতে চাই

যা প্রখর খরায় বৃষ্টি নামিয়ে আনবে

এমন একটা কবিতা লিখতে চাই

যা হিটলারকে গান্ধীতে পরিণত করবে।

এমন একটা কবিতা চাই

যা ঐশীকে বাবা-মার অনুগত করে তুলবে

এমন কিছু চাই

যা পৃথিবী থেকে অস্ত্রের ঝনঝনানি তাড়িয়ে দেবে

এমন কিছু এমন কিছু এমন কিছু চাই

যা মানুষের মনটা ভালবাসায় ভরিয়ে দেবে

বাংলাদেশ থেকে গুম, হত্যা, ক্রসফায়ার, এনকাউন্টারের

মতো ঘটনাবলী বিলুপ্ত করবে।

সকল ঘৃণা ভালবাসায় পরিণত হবে।

ভালবাসার জন্ম হবে সেই নারীর মনেও

সেই নারী, যাকে ভুল করে ভুল সময়ে ভালবেসে ভুল করেছিলাম

আমি তার জন্য এমন একটি কবিতা লিখতে চাই

যে কবিতা পড়ে আমার ভালবাসা সব বাঁধা বিপত্তি পেরিয়ে

দাঁড়াবে এসে আমার জানালায়, আমাকে ডেকে বলবে-

এমন কবিতা যে লিখতে পারে তাকে না বেসে ভালো পারা যায়?

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২১ শে মে, ২০১৪ সকাল ৮:১৬

মামুন রশিদ বলেছেন: ভালোই ।

২| ২১ শে মে, ২০১৪ দুপুর ১২:০৫

আমারে তুমি অশেষ করেছ বলেছেন: ভালবাসার জন্ম হবে সেই নারীর মনেও
সেই নারী, যাকে ভুল করে ভুল সময়ে ভালবেসে ভুল করেছিলাম
আমি তার জন্য এমন একটি কবিতা লিখতে চাই

আমিও ঠিক তাই...

৩| ২২ শে মে, ২০১৪ রাত ৩:৩০

প্রোফেসর শঙ্কু বলেছেন: আমিও খুব করে একটা কবিতা লিখতে চাই।

৪| ২২ শে মে, ২০১৪ রাত ৯:৪৪

হাসান মাহবুব বলেছেন: আপনি অকবিতাতেই থাকুন বরং।

৫| ০৪ ঠা জুন, ২০১৪ রাত ১১:৪৭

আরজু পনি বলেছেন:

যে চলে গিয়েছিল কোন এক কবির প্রেমে পড়ে
আমি কবিতা লিখতে পারি না সেই অভিযোগে।
...

কখনো আপনার সাথে দেখা হলে এই লাইনদুটো নিয়ে অবশ্যই কথা বলবো ।


শুভকামনা রইল ।।

০৮ ই জুন, ২০১৪ রাত ১১:২৪

কয়েস সামী বলেছেন: অনেক দিন পর আপনাকে পেয়ে খুব ভাল্লাগছে আপি। কেমন আছেন? চাই খুব খুব দ্রুত আপনার সাথে দেখা হোক!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.