![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চাঁদের আলো
তোমায় বেসেছি ভালো,
তোমার আলো
আমার মন জুড়ালো।
তোমার অালো
দূরকে পথ দেখালো।
হায় চাঁদ,
তোমার বুক জুড়ে
এ কার আলো!
হায় চাঁদ,
তোমার অালো
আমার মন পুড়ালো, ঘর পুড়ালো
জীবন যৌবন, সব পুড়ালো।
চাঁদের আলো
তোমায় বেসেছি ভাল।
২| ১৩ ই জুন, ২০১৪ দুপুর ১২:৪৪
সুমন কর বলেছেন: মজার।
৩| ১৪ ই জুন, ২০১৪ দুপুর ১:০৯
আরজু পনি বলেছেন:
কবেকার লেখা এটা ?
©somewhere in net ltd.
১|
১৩ ই জুন, ২০১৪ দুপুর ১২:৩৬
মামুন রশিদ বলেছেন: কালকের চাঁদ সত্যিই খুব সুন্দর ছিল । সেটা দেখেই লিখেছেন নাকি!