নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাংলা অামার তৃষ্ণার জল

কয়েস সামী

i m nothing in this huge world...

কয়েস সামী › বিস্তারিত পোস্টঃ

গল্প- গল্পকার

০৮ ই অক্টোবর, ২০১৪ সকাল ৯:১৫

এভাবে আর কতোদিন? এবার গল্প লেখা ছেড়ে একটু থিতু হও। কিছু একটা কর।

তিথির এমন হঠাৎ প্রশ্নে সঞ্জয় অবাক হল। তিথির সাথে তার পরিচয় এবং প্রেম একটা গল্পের কারনেই। এলাকার একটা লিটল ম্যাগে সঞ্জয়ের লেখা পড়ে তিথি নিজেই আগ্রহী হয়ে উঠেছিল। সেই তিথি কখনো তাকে গল্প লেখা ছাড়তে বলবে এটা সঞ্জয়ের ভাবনাতেও ছিল না।

এ কথা তুমি কি করে বললে, তিথি? তুমি খুব ভাল করে জান, গল্প লেখার কাজটাই আমাকে বাঁচিয়ে রেখেছে। তোমাকে আগেও বলেছি, গল্প লেখাটাকেই আমার প্রফেশন হিসেবে নিতে চাই। আমি খুব বিখ্যাত একজন গল্পকার হতে চাই।

কিন্তু গল্প লিখে তুমি কয় টাকা রোজগার করতে পারবে, বলতো? এভাবে সারাদিন গল্প নিয়ে মেতে থাকলে তো কেউ তোমাকে কোন চাকরিও দিবে না। প্লিজ ওটা ছেড়ে দাও।

তিথি, আমি যেটা ভালবাসি সেটা ছাড়তে বলো না প্লিজ। আমি পারবো না। তাছাড়া বাবা আমার জন্য অনেক রেখে গেছেন। টাকা-পয়সার কোন অভাব আশা করি হবে না কখনো।

তুমি কি আমাকে ভালবাস না?

অবশ্যই বাসি। খুব ভালবাসি। কিন্তু ব্যক্তি তোমার সাথে একটা কাজের তুলনা চলে না। প্লিজ ব্যাপারটা বাদ দাও।

দেখো, ব্যাপারটা এখন আর বাদ দেয়া যাবে না। বিয়ের জন্য বাসা থেকে আমাকে চাপ দিচ্ছে। তোমার কথা মা কে বলতে চেয়েছি বারবার। কিন্তু তোমার কী পরিচয় দিবো ভেবে পাই নি। তুমি কোনকিছু না করলে আমি তোমার কথা কিভাবে বলবো?

যা সত্যি তাই বলে দাও। বলে দাও আমি একজন গল্পকার।

হু, বললেই হলো আর কি। আমার বাসার সবাই এমনিতেই কবি-সাহিত্যিক নিয়ে হাসাহাসি করে সবসময়। তাও তুমি যদি হুমায়ূন আহমেদ টাইপ কেউ হতে- একটা কথা ছিল।

হুমায়ূন আহমেদ? বলা তো যায় না, হয়েও যেতে পারি। আমার বিশ্বাস লেখালেখি চালিয়ে গেলে একসময় বাংলাদেশের সবাই আমাকে এক নামে চিনবে।

দেখো সঞ্জয়, দিবা-স্বপ্ন ছাড়ো। ওসব ছাইপাশ লেখালেখি বাদ দিয়ে সমাজের লোকের কাছে ভ্যালুয়েবল হবার মতো কিছু একটা করো।

এ আমি কখনো পারবো না তিথি। আমার দ্বারা যা হবার না, তা করার চেষ্টা আমি কখনো করতে পারব না।

তুমি আমাকে ভালবাস না তবে? আমাকে বিয়ে করতে চাও না?

অবশ্যই বাসি। তোমাকে যদি না পাই তিথি, সিঁদুর দিয়ে ছোঁবো না কারো সিঁথি!

হয়েছে, আর কাব্য করেত হবে না। আমি গেলাম।
সঞ্জয়কে বসিয়ে রেখে তিথি চলে গেল দূরে। সে রাতে সঞ্জয়ের মুঠোফোনে বার্তা এল- একজন ডাক্তার আমার জন্য প্রস্তাব পাঠিয়েছিল। তোমার জন্য এতোদিন আটকে রেখেছিলাম প্রস্তাবটা। আজ বিয়েতে আমার সম্মতি দিয়ে দিলাম। থাকো তুমি তোমার গল্প নিয়ে।
********************************************************************
পাঁচ বছর পর। তিথি টিভিতে চ্যানেল আই খুলে বসল।
হ্যালো ভিউয়ারস কেমন আছো সবাই। আজ আমাদের সাথে আড্ডায় যিনি আছেন তাকে তোমরা সকলেই চিনো। তিনি এ সময়ের জনপ্রিয় কথা সাহিত্যিক সঞ্জয় কুমার ভৌমিক। তোমরা তার সাথে কথা বলতে চাইলে কল করতে পারো ০২৮৮৫৩২৬১ এই নাম্বারে। ও মা!! বলতে না বলতেই কল!!
হ্যালো, দর্শক। গুড ইভিনিং। সঞ্জয়ের সাথে কথা বলুন।
হ্যালো, সঞ্জয়দা, আমি আপনার খুব বড় একজন ফ্যান। আপনার কাছে একটা ব্যাক্তিগত প্রশ্ন ছিল।
জ্বি প্রশ্নটা করে ফেলুন। সঞ্জয় গলা পরিস্কার করতে করতে বললেন।
জ্বি আপনি বিয়ে করছেন না কেন?
আমি যাকে বিয়ে করতে চেয়েছিলাম সে আমাকে বিয়ে করে নি বলে।

সঞ্জয়ের জবাব শুনে তিথির চোখে জল এসে গেল। সে তার হাসব্যান্ডকে ডেকে অনুষ্ঠানটি দেখতে বলল। সম্প্রতি ভুল চিকিৎসার জন্য তার হাসব্যান্ডের লাইসেন্স বাতিল হওয়ায় তিনি ঘরেই আছেন।


মন্তব্য ২৫ টি রেটিং +৬/-০

মন্তব্য (২৫) মন্তব্য লিখুন

১| ০৮ ই অক্টোবর, ২০১৪ সকাল ১১:০৩

মামুন রশিদ বলেছেন: জয়তু গল্পকার! চাক্রিবাক্রি বাদ দিয়ে দেব কিনা ভাবছি ;)

০৮ ই অক্টোবর, ২০১৪ রাত ৯:৫২

কয়েস সামী বলেছেন: আপনি তো ইতোমধ্যেই বিখ্যাত হয়ে গেছেন ভাইজান! চাকরি না ছাড়লেও চলবো!

২| ০৮ ই অক্টোবর, ২০১৪ দুপুর ১২:৫৬

ব্ল্যাক পাইরেট বলেছেন: ডাক্তারের মাথায় বাজ না বাঁশ B-) ভাল লাগলো

০৮ ই অক্টোবর, ২০১৪ রাত ৯:৫৩

কয়েস সামী বলেছেন: সকল ডাক্তারগোর মাথায় বাজ এইভাবেই পড়ুক! থুক্কু, এইটা আমার কথা না, গল্পকার সঞ্জয়ের কথা!

৩| ০৮ ই অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:১৯

কলমের কালি শেষ বলেছেন: হুম । সুন্দর গল্প । পড়ে ভাল লাগলো । :)

০৮ ই অক্টোবর, ২০১৪ রাত ৯:৫৪

কয়েস সামী বলেছেন: কলমের কালি যেন কখনো না ফুরায়! থ্যাংকু।

৪| ০৮ ই অক্টোবর, ২০১৪ রাত ৮:১৬

জসীম অসীম বলেছেন: এ গল্পের প্রথম দিকের সঙ্গে আমার ব্যক্তিগত জীবনের প্রায় সম্পূর্ণ মিল রয়েছে। কিন্তু পরের দিকের সঙ্গে আর মিলেনি। সব মিলিয়ে চমৎকার। অনেক ধন্যবাদ আমাদের এমন লেখা উপহার দেওয়ার জন্য।

০৮ ই অক্টোবর, ২০১৪ রাত ৯:৫৫

কয়েস সামী বলেছেন: এ গল্পের অনেকটাই বাস্তব থেকেই নেয়া ভাইজান।

৫| ০৮ ই অক্টোবর, ২০১৪ রাত ৮:২৯

জাফরুল মবীন বলেছেন: ভাল লাগল।অভিনন্দন গল্পকার কয়েস সামীকে।

০৮ ই অক্টোবর, ২০১৪ রাত ৯:৫৬

কয়েস সামী বলেছেন: ফাটাফাটিরকম জনপ্রিয় লেখককে আমার ব্লগে স্বাগতম!

৬| ০৮ ই অক্টোবর, ২০১৪ রাত ৯:৪৬

অপূর্ণ রায়হান বলেছেন: ৩য় ভালোলাগা +++++
এই গল্পে প্লাস না দিয়া যাই কৈ :)

আপনার মুখে ফুলচন্দন পড়ুক ;)
ভালো থাকবেন অনেক :)

০৮ ই অক্টোবর, ২০১৪ রাত ৯:৫৬

কয়েস সামী বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ ভাই।

৭| ০৮ ই অক্টোবর, ২০১৪ রাত ১১:২০

দ্য ইলিউশনিস্ট বলেছেন: কাহিনীটা চমৎকার। +

০৮ ই অক্টোবর, ২০১৪ রাত ১১:৫৮

কয়েস সামী বলেছেন: অনেক ধন্যবাদ।

৮| ০৯ ই অক্টোবর, ২০১৪ দুপুর ২:৩৮

এম এম করিম বলেছেন: ভালো লাগা জানিয়ে গেলাম।
++++

১০ ই অক্টোবর, ২০১৪ সকাল ৮:৩৭

কয়েস সামী বলেছেন: আপনাকে ধন্যবাদ ভাই।

৯| ০৯ ই অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৬:০৬

সুমন কর বলেছেন: চমৎকার ছোট গল্প। শেষ টার্নটা দারুণ, ভাবা যায়নি। ঐ যে, তার হাসব্যান্ডের লাইসেন্স বাতিল হওয়ায় তিনি ঘরেই আছেন। :(

গল্পে ৫ম লাইক।

১০ ই অক্টোবর, ২০১৪ সকাল ৮:৩৯

কয়েস সামী বলেছেন: সময়ের অভাবে অনেক দিন আপনার লেখা পড়া হচ্ছে না। আশা করি সময় অভাব জনিত দুরবস্থা শিগগির কাটিয়ে উঠব। ভাল থাকুন।

১০| ০৯ ই অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:০৬

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

নবীণ গল্পকাররা চাকরি না করা অথবা ছাড়ার প্রেরণা পাবেন।

তারকা দিয়ে বিশাল বড় বাঁক দিলেন গল্পে। ভালো লাগলো :)

১০ ই অক্টোবর, ২০১৪ সকাল ৮:৪১

কয়েস সামী বলেছেন: গল্প লিখে যদি সবাই জীবিকা নির্বাহ করতে পারতো!! মন্তব্যের জন্য ধন্যবাদ।

১১| ০৯ ই অক্টোবর, ২০১৪ রাত ৯:১৯

শুকনোপাতা০০৭ বলেছেন: মর্মান্তিক!!! :(

১০ ই অক্টোবর, ২০১৪ সকাল ৮:৪২

কয়েস সামী বলেছেন: সত্যিই তাই। আসুন সবাই তিথির মতো মেয়েদের শুভ বুদ্ধি হবার জন্য প্রার্থনা করি।

১২| ১২ ই অক্টোবর, ২০১৪ দুপুর ২:৪৪

হাসান মাহবুব বলেছেন: টেরাজিক গপ।

১৩| ২৫ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:২০

শান্তির দেবদূত বলেছেন: বেশ কিছুদিন আগে পড়েছিলাম মোবাইলে, তাই ভালো লাগা জানাতে পারিনি। গল্পটা পড়ে যাওয়ার সময়ই কেন যেন মনে হচ্ছিলো শেষে এসে এমন কিছু একটা ঘটবে। আমার ভাবনার সাথে মিলে যাওয়াতে চমকটা একেবারে যুতসই লাগেনি তবে অভার-অল ভালো লেগেছে। শুভকামনা রইল প্রিয় লেখক। শুভেচ্ছা।

২৫ শে অক্টোবর, ২০১৪ সকাল ৯:৩২

কয়েস সামী বলেছেন: ধন্যবাদ। গল্পটা লিখে আমিও আসলে ততোটা মজা পাই নাই। তবে আপনার মন্তব্যের পর ভাল লাগছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.