![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তুমি কি বিরক্ত?
আমার চেহারাটাই এমন যে সবসময় মনে হয় এ জগৎ সংসারের উপর আমি মহা বিরক্ত হয়ে আছি। তাই বোধ হয় বউ আমায় প্রায়ই জিজ্ঞেস করে, তুমি কি বিরক্ত?
ও জানে না, আমি কেবল ওর এই প্রশ্নটাতেই বিরক্ত হই।
উচ্চতা
নীলা বিগত বিশ বছর ধরে গর্ব বোধ করেছে এ ভেবে যে, অন্য অনেক ছেলেদের থেকে তার উচ্চতা অনেক বেশি। কিন্তু হঠাৎ একদিন কী হয়ে গেল, বিশ মিনিটের মধ্যেই নীলা মোতালেবের প্রেমে পড়ে গেল যে কি না তার ৫ ফিট উচ্চতা নিয়ে সারাক্ষণ চিন্তার মধ্যে থাকত!
নজরুল ইসলাম
নজরুল ইসলামকে ভালবেসেই রিমা বাংলা ডিপার্টমেন্টে ভর্তি হয়েছিল। কিন্তু পরে জানা গেল, আমাদের বন্ধু নজরুল বাংলা ছেড়ে ইংরেজীতে চলে গেছে!
০৩ রা নভেম্বর, ২০১৪ রাত ১১:৫৯
কয়েস সামী বলেছেন: অনেক ধন্যবাদ নিয়মিত পাঠককে।
২| ০৩ রা নভেম্বর, ২০১৪ সকাল ১০:০৬
মাঘের নীল আকাশ বলেছেন: ভাল লিখেছেন!
০৩ রা নভেম্বর, ২০১৪ রাত ১১:৫৯
কয়েস সামী বলেছেন: থ্যাংক্স।
৩| ০৩ রা নভেম্বর, ২০১৪ সকাল ১০:৪০
দিনমণি বলেছেন: মজা পেলাম পড়ে.........
০৪ ঠা নভেম্বর, ২০১৪ রাত ১২:০০
কয়েস সামী বলেছেন: জেনে মজা লাগল।
৪| ০৩ রা নভেম্বর, ২০১৪ সকাল ১১:৩২
অপূর্ণ রায়হান বলেছেন: আগের পর্বগুলোর মতো যুতসই হল না ভ্রাতা । তাড়াহুড়ো ছিল বুঝি খুব !
ভালো থাকবেন
০৪ ঠা নভেম্বর, ২০১৪ রাত ১২:০১
কয়েস সামী বলেছেন: হু। অফিস যাবার তাড়া ছিল! ঠিক কারন খুঁজে বের করার জন্য হাজার টাকার কাল্পনিক গিফ্ট ভাউচার!
৫| ০৩ রা নভেম্বর, ২০১৪ সকাল ১১:৩২
মামুন রশিদ বলেছেন: এবারের গুলা অতটা জমেনি ।
০৪ ঠা নভেম্বর, ২০১৪ রাত ১২:০২
কয়েস সামী বলেছেন: আগামী পর্বে জমাবার ট্রাই করুম।
৬| ০৩ রা নভেম্বর, ২০১৪ সকাল ১১:৫২
মেহেরুন বলেছেন: কিছু মনে না করলে একটা কথা বলি। আপনি বলেছেন আপনার স্ত্রী আপনাকে সবসময় জিজ্ঞেস করে আপনি কি বিরক্ত নাকি?? আপনি খুব সুন্দর করে স্ত্রীর প্রতি আপনার বিরক্ত হবার কারন বলে ফেললেন। কিন্তু একবার কি ভেবেছেন আপনার স্ত্রী কেন বারবার আপনাকে এই প্রশ্ন করেন? আপনার স্ত্রী আপনার প্রতি তার চিন্তা থেকে প্রশ্ন করে থাকেন হয়তো। আপনি জানেন আপনার চেহারা এমন তো কষ্ট করে একটু চেষ্টা করে কি হাসি হাসি মুখে থাকা যায় না?? যদি আপনি সবসময় কঠিন মুখে না থেকে একটু হাসি মুখে থাকেন তাতে যদি আপনার স্ত্রীর ভালো লাগে তা কি খুব খারাপ?? নাকি সারাক্ষন আপনার চুপচাপ চেহারা দেখে চুপ করে থেকেই জীবন পার করলে আপনি খুশি??
০৪ ঠা নভেম্বর, ২০১৪ রাত ১২:০২
কয়েস সামী বলেছেন: আপনার কঠিন এবং সোজাসাপ্টা মন্তব্য গল্পের চরিত্রটির কাছে পৌছে দেয়ার গ্যারান্টি দিলাম!
৭| ০৩ রা নভেম্বর, ২০১৪ দুপুর ১:৩৬
হাসান মাহবুব বলেছেন: প্রথমটা ভালো।
০৪ ঠা নভেম্বর, ২০১৪ রাত ১২:০৩
কয়েস সামী বলেছেন: অনেক ধন্যবাদ। যদিও আমি ভেবেছিলাম আপনি শেষেরটার কথা বলবেন।
৮| ০৩ রা নভেম্বর, ২০১৪ বিকাল ৩:৩৫
সোহানী বলেছেন: +++++
০৪ ঠা নভেম্বর, ২০১৪ রাত ১২:০৩
কয়েস সামী বলেছেন: - - - - - -
৯| ০৩ রা নভেম্বর, ২০১৪ বিকাল ৩:৪৬
জাহাঙ্গীর.আলম বলেছেন:
শিরোনামগুলো নিয়ে আরো ভাবতে পারেন ৷
০৪ ঠা নভেম্বর, ২০১৪ রাত ১২:০৪
কয়েস সামী বলেছেন: ধন্যবাদ প্রথমটা নিয়ে ভেবেছি এবং কিঞ্চিত এডিট করে দিয়েছি।
১০| ০৪ ঠা নভেম্বর, ২০১৪ রাত ৩:২৫
আজমান আন্দালিব বলেছেন: ভালো...বেশ প্রচেষ্টা!
০৪ ঠা নভেম্বর, ২০১৪ সকাল ৮:০৭
কয়েস সামী বলেছেন: থ্যাংক্স।
১১| ০৪ ঠা নভেম্বর, ২০১৪ রাত ১১:১১
সুমন কর বলেছেন: ২য়টা ভাল লাগল।
০৫ ই নভেম্বর, ২০১৪ রাত ১২:৫১
কয়েস সামী বলেছেন: অনেক ধন্যবাদ।
১২| ০৫ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:১৪
অন্ধবিন্দু বলেছেন:
সামী,
তিনটিতেই মজা পেয়েছি। তবে আরও মজা আপনি ইচ্ছে করলে দিতে পারতেন কিন্তু। লেখালেখির জন্য শুভ কামনা রইলো।
০৫ ই নভেম্বর, ২০১৪ রাত ৮:৩৮
কয়েস সামী বলেছেন: বেশি মজা দেবার ইচ্ছেটা এই দফা হয় নাই। চমৎকার মন্তব্যের জন্য ধন্যবাদ।
১৩| ০৬ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৩১
সকাল হাসান বলেছেন: আপনার মিনি গল্পসমগ্রের সবগুলোই পড়ছি! এইটা আগেরগুলোর মত হয় নি! আগের গুলোর চেয়ে একটু নিম্ন মনে হচ্ছে!
০৬ ই নভেম্বর, ২০১৪ রাত ১১:৪৩
কয়েস সামী বলেছেন: বুঝতে পেরেছি। তবু লিখলাম কেন? বলা তো যায় না, এগুলো অন্যগুলোকেও যদি ছাড়িয়ে যায় সেই আশা নিয়ে। পারিনি, এটা আমার ব্যর্থতা।
©somewhere in net ltd.
১|
০৩ রা নভেম্বর, ২০১৪ সকাল ৯:৩৬
আমি তুমি আমরা বলেছেন: তিনটা গল্পই ভাল হয়েছে। পুত্তুম পিলাচ