![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হযরত মুহম্মদ (সাঃ) কর্তৃক নতুন একটি ধর্মের প্রচলন শুরু হওয়ায় মক্কাবাসীরা যার পর নাই বিরক্ত ও আতংকিত। কী এক কঠিন সমস্যায় পড়া গেল! একজন দুইজন করে আবার ইসলাম ধর্ম গ্রহণ করাও শুরু করেছে। খাদীজাতুল কুবরা (রাঃ), আবুবকর (রাঃ), হযরত আলী (রাঃ), যায়েদ (রাঃ)রা একে একে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। চারদিকে এ নতুন ধর্ম নিয়ে আলোচনাও শুরু হয়েছে। যে মুহম্মদ পূর্বে তাদের কাছে সত্যবাদী, আমানত -রক্ষাকারী, বিবেকবান ও দূরদর্শী হিসেবে পরিচিত ছিলেন, তাকেই তারা তার নতুন ধর্মের কথা শুনে পাগল উপাধি দিতে বিন্দুমাত্র দেরী করল না। তাকে তারা নানাভাবে উপহাস ও তিরষ্কার করা শুরু করল। এদেরই মধ্যে একজন ছিল কুরাইশদের নেতা ও বিখ্যাত কবি ওয়ালিদ ইবনে মুগীরা। সে ভাল কবিতা লিখতে পারলেও তার চরিত্র ছিল অজস্র দোষ-ত্রুটিতে ভরপুর। সে কোরানের বাণী শুনে বলতে থাকল, এগুলো আর এমন কি। এতো সেকালের গাল-গপ্পো মাত্র। নাযিল হল:
১. নুন। শপথ কলমের, এবং লেখকরা যা লিখে চলেছে তার।
২. তোমার প্রতিপালকের অনুগ্রহে তুমি উন্মাদ নও।
৩. তোমার জন্য অবশ্যই রয়েছে নিরবচ্ছিন্ন পুরষ্কার।
৪. অবশ্যই তুমি মহান চরিত্রের অধিকারী।
৫. শীঘ্রই তুমি দেখবে এবং তারাও দেখবে-
৬. তোমাদের মধ্যে কে উন্মাদ।
৭. তোমাদের মধ্যে কে কে পথ বিচ্যুত হয়েছে এবং কে কে সৎপথে রয়েছে তোমার প্রতিপালক উভয়ই জানেন।
৮. সুতরাং তুমি মিথ্যাবাদীদের অনুসরণ কর না।
৯. তারা চায় যে তুমি নমনীয় হও, তাহলে তারাও নমনীয় হবে।
১০. এবং যে কথায় কথায় শপথ করে এবং যে লাঞ্জিত তার অনুসরণ কর না।
১১. যে গীবত করে, যে একের কথা অপরের নিকট লাগিয়ে বেড়ায়
১২. যে কল্যাণের কাজে বাধা দেয়, যে সীমালংঘনকারী, পাপিষ্ঠ
১৩. রূঢ় স্বভাবের অধিকারী এবং কুখ্যাত
১৪. সে ধনসম্পদ ও সন্তানসন্ততিতে সমৃদ্ধশালী।
১৫. তার নিকট আমার আয়াত আবৃত্তি করা হলে সে বলে এটা তো সেকালের উপকথা মাত্র।
১৬. অচিরেই আমি তার নাক দাগিয়ে দেব।
১২ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:০২
কয়েস সামী বলেছেন: অনেক ধন্যবাদ ভাই।
২| ১২ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:২৩
নেক্সাস বলেছেন: বাহ বেশ ভালো লেগেছে। কিপ কন্টিনিউ
১৩ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৭:৩৫
কয়েস সামী বলেছেন: কন্টিনিউ করব ইনশাঅাল্লাহ।
©somewhere in net ltd.
১|
১২ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:৫৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: ধন্যবাদ।
সুন্দর উদ্যেগ।