![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ইয়েমেন প্রদেশের কোন একটি বাগানের মালিক ছিল আল্লাহ ভীরু লোক। সে তার বাগানের একটি অংশ গরীব দুঃখীদের দান করত। কিন্তু তার মৃত্যুর পর তার তিন ছেলে বাগানটির মালিক হলে তাদের মধ্যে দু’জন ঠিক করল গরীবদের মধ্যে বাগানের কোন ফসল ভাগ করে দেয়ার দরকার নেই। তৃতীয়জন এর প্রতিবাদ করলেও তারা সে কথায় কান না দিয়ে ঠিক করল পরদিন খুব ভোর বেলা ফসল তুলতে যাবে যাতে এলাকার গরীব লোকেরা কেউ টের না পায়। পরকিল্পনামাফিক পরদিন ভোরবেলা তারা বাগনে গিয়ে দেখল রাতের ঝড়ে সব ফসল নষ্ট হয়ে গেছে। এই ঘটনার উল্লেখ করে কাফিরদের সতর্ক করে দিতে নাযিল হল:
১৭. আমি তাদেরকে (মক্কাবাসীকে) পরীক্ষায় ফেলেছি যেভাবে পরীক্ষায় ফেলেছিলাম বাগানের মালিকদেরকে যখন তারা খুব ভোরে বাগানের ফল আহরণ করবে বলে শপথ করেছিল
১৮. ইনশাআল্লাহ বলা ছাড়াই।
১৯. তারপর তোমার প্রতিপালকের পক্ষ থেকে একটা বিপর্যয় হানা দিল সেই বাগানে। তখন তারা ঘুমে ছিল।
২০. বাগানের অবস্থা হয়ে গেল কর্তিত ফসলের ন্যায়।
২১. ভোরে তারা একে অপরকে ডেকে বলল:
২২. তোমরা যদি ফল আহরণ করতে চাও তবে সকাল সকাল বাগানে চলো।
২৩. তারপর তারা নিচু স্বরে কথা বলতে বলতে এগিয়ে চললো:
২৪. আজ যেন বাগানে কোন অভাবগ্রস্ত ব্যক্তি প্রবেশ করতে না পারে।
২৫. তারা কিছুই না দেয়ার সিদ্ধান্ত নিয়ে খুব ভোরে এমনভাবে দ্রুত সেখানে গেল যেন তারা (ফল আহরণে) সক্ষম হয়।
২৬. কিন্তু বাগানের অবস্থা দেখার পর বলে উঠল: আমরা তো রাস্তা ভুলে গিয়েছি।
২৭. না, আমরা তো বঞ্চিত।
২৮. তাদের মধ্যকার সবচেয়ে ভাল লোকটি বলল: আমি কি তোমাদের বলিনি, এখনও তোমরা আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা করছো না কেন?
২৯. তখন তারা বলে উঠল, আমরা প্রতিপালকের পবিত্রতা ঘোষণা করছি। আমরা তো সীমা লংঘনকারী ছিলাম।
৩০. এরপর তারা সবাই একে অপরকে দোষারপ করতে শুরু করল।
৩১. তারা বললো: হায়, দুর্ভোগ আমাদের! আমরা তো সীমা লংঘনকারী ছিলাম।
৩২. আমরা আশা রাখি আমাদের প্রতিপালক এর পরিবর্তে আমাদের উৎকৃষ্টতর উদ্যান দেবেন। আমরা আমাদের প্রতিপালকের অভিমূখী হলাম।
৩৩. শাস্তি এরূপই হয়ে থাকে। এবং আখিরাতের শাস্তি কঠিনতর। যদি তারা জানতো!
১৪ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:২৭
কয়েস সামী বলেছেন: অনেক ধন্যবাদ।
২| ১৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:০৩
ধমনী বলেছেন: ভালো। সৎকর্ম অব্যহত থাকুক।
১৫ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:৩৯
কয়েস সামী বলেছেন: ধন্যবাদ।
৩| ১৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ২:২৫
কালের সময় বলেছেন: ভালো লাগলো শিক্ষনীয় পোস্ট
১৫ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:৩৯
কয়েস সামী বলেছেন: ধন্যবাদ।
৪| ১৫ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:০৩
বিদ্রোহী ভৃগু বলেছেন: শাস্তি এরূপই হয়ে থাকে। এবং আখিরাতের শাস্তি কঠিনতর। যদি তারা জানতো!
হে প্রভূ আমাদের ক্ষমা করো এবং তোমার করুনা প্রাপ্তদের মাঝৈ গণ্য করো।
++++++++++
১৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৩৯
কয়েস সামী বলেছেন: অনেক ধন্যবাদ নিয়মিতভাবে পাশে থাকার জন্য।
৫| ১৫ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:১২
শূণ্য পুরাণ বলেছেন: চতুমার্তিকে আছেন,এখানেও আছেন,খুবই ভাল
১৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৪০
কয়েস সামী বলেছেন: আপনিও দেখছি দুজায়গাতেই বিচরণ করছেন! খুব ভাল!
৬| ১৫ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৪০
রিয়াদ ফেরারী বলেছেন: NICE
১৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৪০
কয়েস সামী বলেছেন: থ্যাংকস।
©somewhere in net ltd.
১|
১৪ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৪১
কল্লোল পথিক বলেছেন: চমৎকার