![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অনেক কালের পরে
অনেক খোঁজার পরে
পাইয়া বুঝিলাম- আহা রে!
পাইয়াও পাইলাম না তাহারে।
খুঁজিতে খুঁজিতে যখন আশা
নিঃশেষ হইয়া, ছিল শুধু নিরাশা
তখনই সে আমার কাছে আসিলো- আহা রে!
পাইয়াও পাইলাম না তাহারে।
আকাশেতে বিজলী চমকাইবার কালে
চোখ পড়িল তাহার চোখের অতল তলে
বুঝিলাম আমি তখনই- আহা রে!
পাইয়াও পাইলাম না তাহারে।
জীবন ও জীবিকার তালে
ভুলিয়া যাইতেছিলাম কালে, কালে
সহসা কাছে আসিয়া বুঝাইয়া দিল আমারে
পাইয়াও পাইলাম না তাহারে।
কিছু পাইয়াও যে না পাওয়ার বেদনা
আমার তো তাহা জানা ছিল না।
পাইয়া তাকে বুঝিয়াছিলাম তাই- আহা রে!
পাইয়াও পাইলাম না তাহারে।
৩০ শে জানুয়ারি, ২০১৬ রাত ১২:০৭
কয়েস সামী বলেছেন: কবিতা আমার দ্বারা হয় না। এটা বুঝি। তবু সাহস করলাম। জানি হয় নি। তবু আপনার মন্তব্য ভাল লাগল।ধন্যবাদ।
২| ৩০ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:০২
আমি তুমি আমরা বলেছেন:
জীবন ও জীবিকার তালে
ভুলিয়া যাইতেছিলাম কালে, কালে
সহসা কাছে আসিয়া বুঝাইয়া দিল আমারে
পাইয়াও পাইলাম না তাহারে।
প্রথম ভাল লাগা রইল।
৩| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:২০
মেঘপিয়ন বলেছেন: জীবন ও জীবিকার তালে
ভুলিয়া যাইতেছিলাম কালে, কালে
সহসা কাছে আসিয়া বুঝাইয়া দিল আমারে
পাইয়াও পাইলাম না তাহারে।
কিছু পাইয়াও যে না পাওয়ার বেদনা
আমার তো তাহা জানা ছিল না।
পাইয়া তাকে বুঝিয়াছিলাম তাই- আহা রে!
পাইয়াও পাইলাম না তাহারে।
ভালোই লিখেছেন আহারে !! ধন্যবাদ দেন তাহারে
৪| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:২৫
কয়েস সামী বলেছেন: সত্যি কথা বলতে কি অামি কবিতা লিখতে পারি না। তবু মাঝে মাঝে খুব ইচ্ছে হয় কবি হবার। তবু পারি না! কি আর করা! ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
২৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:২৭
কল্লোল পথিক বলেছেন: ভাল লেগেছে
শুভ কামনা জানবেন।