![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
(আমার বন্ধু আবুলের প্রতিটা কর্মকান্ডই হাস্যরসে ভরপুর। তাকে নিয়ে ঘটে যাওয়া টুকরো টুকরো মজার ঘটনাগুলো যদি এখনই লিপিবদ্ধ না করে রাখি তবে আমার পাঠকমহল নিদারুনভাবে বঞ্চিত হবে। তাই অামার এ ক্ষুদ্র প্রয়াস। এখানে বর্ণিত প্রতিটি ঘটনাই হবে বাস্তব জীবনে ঘটে যাওয়া সত্য ঘটনা। সঙ্গত কারণে কেবল নামগুলো পরিবর্তন করে দেয়া হবে।)
আবুলের সারাক্ষণের চিন্তা হল টাকা নিয়ে। টাকা জমানো নিয়ে। এই ব্যাংক, ওই ব্যাংক ঘুরে ঘুরে সে কেবল ডিপিএসের হিসেব নেয়। ডিপিএস অ্যাকাউন্ট খুলে এবং কয়েক মাস পরেই টাকার জরুরী প্রয়োজনে অথবা অন্য কোন ব্যাংকের লোভনীয় রেট পেলে ডিপিএস অ্যাকাউন্টটা বন্ধ করে দেয়। ছাত্র জীবন থেকেই এই ডিপিএস ভাঙা-গড়া নিয়েই সে আছে।
তো সেই আবুলের ভাই বাবুল আমাকে একদিন কল দিয়ে জিজ্ঞেস করল, আবুল কি তোমার সাথে? ওরা দুজন পিঠাপিঠি ভাই বলে দুজনের সাথেই আমার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। তখন আবুল আমার সাথে ছিল না। বাবুল জানালো, একটু আগে আবুল আমাকে কল দিয়ে বলল জরুরী কথা আছে। আমি ব্যস্ত থাকায় তখন শুনতে পারিনি। এখন কল দিচ্ছি, রিসিভ করছে না।
আমি বললাম, জরুরী কথা থাকলে নিশ্চয়ই পরে বলবে। এ নিয়ে এতো চিন্তা কিসের? বাবুল বলল, তা বলবে, কিন্তু আমার কেন জানি খুব টেনশন হচ্ছে।
-কিসের টেনশন?
- আজ বাসায় সে খুব রাগারাগি করেছে। আমাদের বাসাটা ছোট তো, তাই ওর বিয়ের পর থেকে থাকার জায়গা নিয়ে সমস্যা হচ্ছে। আর সম্প্রতি নতুন বাসা খুঁজতে হচ্ছে। কিন্তু বড় কোন বাসা পাচ্ছি না। আমার মনে হচ্ছে সে নিশ্চয়ই তার বউ নিয়ে আলাদা থাকার কোন পরিকল্পনা করছে।
-আমি বললাম, আলাদা হবার পরিকল্পনা করলে তো আসলেই সমস্যা। তোমার মা তো খুব কষ্ট পাবেন।
-তোমার সাথে দেখা হলে তুমি একটু ওকে বুঝিয়ো তো। মা-বাবা বেঁচে থাকতে সে যেন এমন কোন চিন্তা মাথায় আনে না।
-আচ্ছা, আমি বুঝাবো। তুমি ভেবো না।
পরদিন আবুলের সাথে দেখা। বাবুলকে জরুরী কথা বলার ঘটনাটার কথা জিজ্ঞেস করলাম। আবুল উত্তর দিল, হু। একটা জরুরী কথা ছিল। সে শুনল না। পরে আর কথাটা বলা হয় নি।
-আমাকে বলতে সমস্যা না থাকলে বলতে পার।
-আসলে আমি ভাবছিলাম, এই যে আমি ডিপিএস করি আর ভাঙি। কোন টাকাতো জমাতে পারছি না। বাবুলতো খুব টাকা জমাতে পারে। সে কিভাবে টাকা জমায় সেটাই জিজ্ঞেস করতে চাইছিলাম।
১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:২৮
কয়েস সামী বলেছেন: অনেক ধন্যবাদ।
২| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৪৫
কান্ডারি অথর্ব বলেছেন:
একজন শত কষ্ট হলেও ভবিষ্যৎ নিয়ে ভাবে। আরেকজনের কাছে বর্তমানে বাঁচলে না ভবিষ্যৎ !
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৩৩
কয়েস সামী বলেছেন: অনেক ধন্যবাদ কান্ডারি! মন্তব্যের জন্য!
৩| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:০৩
মনিরা সুলতানা বলেছেন: দারুন বুদ্ধিমান তো......
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৩৪
কয়েস সামী বলেছেন: কোনজন? ধন্যবাদ মনিরা!
৪| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:২৬
আহসানের ব্লগ বলেছেন: হা হা হা । পাঙ্ক আবুল
৫| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪৫
অলওয়েজ ড্রিম বলেছেন: সামী ভাই, এইবার কিন্তু গল্প ভাল লেগেছে।
৬| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:১০
জনৈক অচম ভুত বলেছেন: জরুরী কথাটা বলা হল না! বড়ই দুঃখজনক।
৭| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৩৮
জয় মন্ডল বলেছেন: ভাল লাগল
©somewhere in net ltd.
১|
১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৫৩
বিজন রয় বলেছেন: ভাল লাগল।
++