![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রেলগাড়ির কামড়ায় তার সাথে হঠাৎ দেখা। কী যে অদ্ভুত ভাল লাগায় ভরে গেল মন! সে একা না যদিও। সাথে অরেকজন আছে। বোধহয় তার হাসব্যান্ড। তাই চিনেও না চেনার ভান করলাম। সেও যে আমার মতোই ভান করছে, ব্যাপারটা ঠিক ঠিক ধরতে পারলাম। আমার কামড়া আলাদা হলেও তার ঠিক উল্টো দিকের সিটটা খালি দেখে বসে পড়লাম তাতে। আহা! প্রাক্তন প্রেমিকার মুখোমুখি এভাবে অাবার বসতে পারবো, আগে কখনো ভাবি নি। রবি ঠাকুরের হঠাৎ দেখা কবিতার কথা মনে পড়ে গেল। সময় পাল্টেছে অনেক, কিন্তু ঘটনা ঠিক সেই একইরকম। রেলগাড়ির ধরণ হয়তো পাল্টেছে, যাত্রাপথ হয়তো পাল্টেছে, মানুষও পেল্টে গেছে, কিন্তু ঘটনা সেই একই।
পরবর্তী স্টেশনে যখন তার পাশের লোকটি উঠে কিছুক্ষনের জন্য বাইরে গেলেন, আমি তার দিকে তাকালাম। সেও আমার দিকে তাকিয়ে ভ্রু নাচাল।
-কেমন আছো?
-ভাল।
-তুমি কেমন আছো?
-ভাল।
-তুমি অনেক মুটিয়ে গেছো!
-কনসিভ করেছি তো, তাই।
-কনগ্রেচুলেশন্স!
-থ্যাংকস। উনি চলে আসবেন। আর কথা বল না।
-ও.কে। শুধু একটা কথা শুনতে চাই।
-কী কথা?
-ওই যে ম্যাজিকেল যে তিন শব্দের কথাটা আগে তুমি প্রায়ই বলতে।
-শুনলে তোমার মন খারাপ হবে।
কথাটা শুনলে আমার মন খারাপ হবে কেন আমি ভেবে পেলাম না। আমার মনে হল, সে হয়তো আমার কথা বুঝতে পারছে না। আমি কী শুনতে চাইছি তা সে বুঝতে পারছে না। সে হয়তো অন্য কিছু ভেবেছে। যাই হোক, সে কী ভেবেছে তা জানার আগ্রহ হল। তাকে বললাম,
-মন খারাপ হবে না। বল।
সে কিছুক্ষণ স্থির দৃষ্টিতে আমার দিকে তাকাল। তারপর দৃঢ় স্বরে উচ্চারণ করল,
-আই লাভ হিম।
আমার বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। তারপরও নিজেকে সামলে নিলাম। বললাম,
-তুমি তো ঘুরিয়ে বললে। আমি বরং সরাসরি বলি। আই ডোন্ট লাভ ইউ!
কথাটা মুখে বললাম ঠিকই। কিন্তু মনে মনে বললাম, আমার কথাটা যেমন মিথ্যে, তোমার কথাটাও যেন মিথ্যেই হয়।
২০ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৭:৫০
কয়েস সামী বলেছেন: গল্প পাঠের জন্য ধন্যবাদ।
২| ২০ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:৫৪
রক্তিম দিগন্ত বলেছেন: একটু অদ্ভুত লাগলো
২০ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৭:৫১
কয়েস সামী বলেছেন: ধন্যবাদ। তবে অদ্ভুত কেন লাগল জানতে পারলে ভাল লাগতো।
©somewhere in net ltd.
১|
২০ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:০৪
প্রামানিক বলেছেন: তারপরও নিজেকে সামলে নিলাম। বললাম, আই ডোন্ট লাভ ইউ!
সুন্দর গল্প