![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার প্রথম এই উপন্যাসটি পাওয়া যাচ্ছে অনিন্দ্য প্রকাশের (৪৫৬-৪৫৯ নং) স্টলে।
দাম মাত্র: ১২০ টাকা।
সুপ্রিয় ব্লগাররা কিনতে ভুলবেন না কিন্তু!! আশা করি মন্দ লাগবে না।
উপন্যাসের কিছু অংশ:
সুপ্রিয় ডা. অনন্ত ভট্টাচার্য।
আমাদের প্রণাম নেবেন। আমাদের আপনি চিনবেন না। আমরা আপনার কয়েকজন শুভাকাঙ্খী।। পর সমাচার এই যে, জানতে পারলাম আপনার বিবাহ ঠিক হয়েছে। পাত্রী জয়ীতা গোস্বামী। আমরা আপনাকে না চিনলেও জয়ীতাকে খুব ভালো করে চিনি। আপনি ডাক্তার মানুষ। লোকজনের সেবা করে বেড়ান। তাই আমরা আপনার একটা উপকার করতে চাই। আপনি যাকে বিয়ে করছেন তার সম্বন্ধে মনে হয় বিশেষ খোঁজখবর নেননি। না নেওয়ারই কথা। জয়ীকে আমরা এ পাড়ার হেলেন বলে থাকি। হেলেন অভ্ ট্রয়ের সৌন্দর্য দেখে প্যারিস পাগল হয়ে গিয়েছিল। ভালো-মন্দ পূর্বাপর কিছু বিচার না করেই আরেকজনের স্ত্রীকে নিয়ে পালিয়েছিল। আপনিও জয়ীর সৌন্দর্যে মুগ্ধ হয়ে কোনো খোঁজখবর না নিয়েই হয়ত বিয়েতে রাজি হয়ে গিয়েছেন। যদি একটু বাস্তববাদী হয়ে খোঁজখবর নিতেন তা হলে জানতে পারতেন আরেকটা ছেলের সাথে জয়ীর বেশ গভীর প্রেম। এ বিষয়টা আমরা সকলে জানি। তাদেরকে আমরা সাইবার ক্যাফেতে ঢুকতে দেখেছি, বিভিন্ন পার্কে বেড়াতে দেখেছি, এমনকি একদিন জয়ীকে কক্সবাজারে সমুদ্রসৈকতের পাশের একটা হোটেল থেকেও বের হতে দেখেছি। আপনি শিক্ষিত মানুষ। আপনি নিশ্চয়ই আমাদের ইশারা বুঝতে পারছেন।
আমাদের যা জানাবার ছিল, জানালাম। এখন বিচারবিবেচনা সব আপনার হাতে।
ইতি
আপনার কয়েকজন শুভাকাঙ্খী।
চিঠির কিছু কিছু ভাষা আমার পছন্দ হয়নি। জয়ীকে এমন ডাহা মিথ্যে অপবাদ দেওয়া হবে এটা ভাবিনি। চিঠিটা সেন্ড করতে নিষেধ করলাম তাই। কিন্তু কে শোনে কার কথা! বুঝলাম, এ সভার কোনো নিয়ন্ত্রণ ক্ষমতা এখন আর আমার হাতে নেই। রিয়াদ আমাকে কোনো সুযোগ না দিয়েই সেন্ড অপশনে ক্লিক করে দিলো।
সামু ব্লগের যারা যারা আমাকে উৎসাহ দিয়েছেন তাদের কাছে আমার বিশেষ কৃতজ্ঞতা। তাদের অনেকের মধ্যে যাদের কথা এই মুহুর্তে মনে পড়ছে:
হাসান মাহবুব।
আরজু পনি।
শায়মা।
চাঁদগাজী।
সুমন কর।
সোনাবীজ..।
হাতুড়ে লেখক।
আমি তুমি আমরা।
মাহমুদ ভাই।
একজন আরমান।
অপু তানভীর।
মামুন রশীদ।
মাঈনউদ্দীন মইনুল।
ও
আরো অনেকে।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:৪৫
কয়েস সামী বলেছেন: সম্পাদকের এডিট করার কথা। করল কি না জানি না, ভাই। এখনো আমার হাতে পৌছায়নি।
২| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:৪২
শায়মা বলেছেন: অনেক অনেক শুভকামনা ভাইয়া!
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:৪৬
কয়েস সামী বলেছেন: আপনার প্রতি কৃতজ্ঞতা।
৩| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:৪৬
কালীদাস বলেছেন: শুভেচ্ছা
৪| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:৪৯
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: চিঠিটা সেন্ড করতে নিষেধ করলাম তাই। কিন্তু কে শোনে কার কথা! বুঝলাম, এ সভার কোনো নিয়ন্ত্রণ ক্ষমতা এখন আর আমার হাতে নেই। রিয়াদ আমাকে কোনো সুযোগ না দিয়েই সেন্ড অপশনে ক্লিক করে দিলো।
ইলেকট্রিক মেইলে কে বার্তা (messages) বলা হয়। চিঠি বলতে সাধারণ পাঠক কাগজে লিখিত মুখ বন্ধ খামে প্রেরিত পত্র কে বুঝে। রিয়াদ চিঠি সেন্ড করেছে এবং আপনি বাটনে টিপ দেওয়ার কথাও বলেছেন।
পরিশেষে আপনার জন্য শুভ কামনা থাকল।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:৩৩
কয়েস সামী বলেছেন: ভুলটা ইচ্ছেকৃত। রিয়াদ যে মেসেজটা সেন্ড করেছে, তা আমার মনে হয় না ফেসবুকের মেসেঞ্জারে আজকাল কেউ এভাবে লিখবে। মেসেজটা অনেকটা আগের আমলের চিঠির আকারেই লেখা। তাই মেসেজ না বলে চিঠি শব্দটি ব্যবহার করেছি। এ উপন্যাসে আমি আসলে দেখাতে চেয়েছি, বিজ্ঞান আমাদের ফেসবুক, ইমো, হোয়াটস্অ্যাপ দিলেও আমাদের মনটা ঠিক এক রকমই আছে। আজো আমরা প্রেমে পড়ি, আজো আমরা ইর্ষাণ্বিত হই।
ভাল থাকবেন। পারলে এক কপি বই কিনবেন। কৃতজ্ঞ থাকবো।
৫| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:০৮
সুমন কর বলেছেন: শুভেচ্ছা এবং শুভকামনা রইলো।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:৩৪
কয়েস সামী বলেছেন: অনেক ধন্যবাদ ভাই।
৬| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:৫৩
কালীদাস বলেছেন: আমি শুভেচ্ছা জানানোতে মাইন্ড করছেন নাকি?
যাউকগা, তারপরও শুভেচ্ছা থাকল
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৭:৫৩
কয়েস সামী বলেছেন: ওহহো! স্যরি ভাই। মিস করে ফেলেছি। অনেক ধন্যবাদ। ঢাকা থাকলে দেখা হবে।
৭| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১:২৮
নান্দনিক নন্দিনী বলেছেন: অভিনন্দন!
অভিনন্দন!!
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৭:৫৩
কয়েস সামী বলেছেন: অনিন্দ্য প্রকাশেল স্টল! মনে থাকবে?
৮| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:৪৫
নুরুন নাহার লিলিয়ান বলেছেন: অবশ্যই স্টলে যাবো। অনেক অভিনন্দন এবং শুভ কামনা।
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৮:২৮
কয়েস সামী বলেছেন: অনেক ধন্যবাদ। অপেক্ষা করব।
৯| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:৫৮
ডার্ক ম্যান বলেছেন: শুভ কামনা । বইমেলায় গিয়ে কেনা হবে না।
পরে সংগ্রহ করে নিব
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৮:৩০
কয়েস সামী বলেছেন: ধন্যবাদ। ভাই। আমাকে বললে পাঠিয়ে দিব। রকমারিতেও পাবেন সামনে।
১০| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:৩৮
আলভী রহমান শোভন বলেছেন: অনেক অনেক শুভকামনা রইলো, ভাইয়া।
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৮:৩১
কয়েস সামী বলেছেন: অনেক ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:৩৪
চাঁদগাজী বলেছেন:
অভিনন্দন।
"চিঠিটা সেন্ড করতে নিষেধ করলাম তাই। "
-"সেন্ড" শব্দটা কি আসলেই আপনার উপন্যাসে আছে?