![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আকাশে উঠেছে বাঁকা চান
এসেছে ফের মাহে রমজান।
ফের ভণ্ডামিতে কূলমখলুকাত
মাতিস নে যেন এই দিবারাত!
খাস দিলেতে করিস রোজা
পথ খুঁজিস রে সরল-সোজা।
খাবারের দাম বাড়াস নে তুই!
ভোজনানন্দে মাতিস নে ভাই!
যার হক করিস রে লুট,
তার কাছে গিয়ে মাথা কুট,
হায়! এই দুনিয়ায় হ পেরেশান।
এসেছে ফের মাহে রমজান!
রোজার নামে করিস নে খাই,
সংযমটা তুই ভাঙিস নে ভাই!
মনের দরোজা দে খুলে দে
হিংসা-বিদ্বেষ সব ভুলে।
লোকদেখানো রোজা রেখে
ঘুষের কালি মাথায় মেখে
খাস নে তুই নিজ ইমান।
এসেছে ফের মাহে রমজান।
লুটের টাকা করে দে দান।
আস, সবাই মিলে করি রোজা।
শপথ করি ন্যায়কে খোঁজার।
একমাস নয়, সারা বছর,
সত্যকার মানুষের বেশ ধর।
©somewhere in net ltd.