![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাংলাদেশ জিম্মি, গুলশান রক্তাক্ত
দুচোখে ঘুম নেই।
আমাদের সুখের ঠিকানায়
প্রতিদিন শত্রুর আনাগোনা।
আমাদের ছায়াসুনিবিড় শান্তির নীড়ে
মৃত্যুর ছোবল, হাজার বাহানা,
দুচোখে ঘুম নেই,
স্বস্তি নেই,
ধেয়ে আসছে আতঙ্ক, উৎপাত।
ঝড়ের আদলে
ঘনীভূত হচ্ছে আশঙ্কা
কে প্রথম বলি হবে
কেউ জানে না।
অনিশ্চয়তার ঘোর অন্ধকার
বাংলাদেশের দিকেও আসছে ধেয়ে
কুঁড়ে, স্বার্থপরের মতো
জমিন ও সম্পত্তি এঁটে থাকলে
কিংবা দস্যিপনায় মজে থাকলে
বিপদ আরও ঘনীভূত হতে
বেশি দেরি নেই।
বাংলাদেশ জিম্মি, গুলশান রক্তাক্ত,
দুচোখে ঘুম নেই।
তুমি কী করে
বেঘোরে নিদ্রা যাও, বন্ধু!
আমার তো দুচোখে ঘুম নেই!
ঘুম আসে না।
০৩ রা জুলাই, ২০১৬ দুপুর ১২:০১
কাজী জাকির হোসেন বলেছেন: সহমত
©somewhere in net ltd.
১|
০৩ রা জুলাই, ২০১৬ সকাল ১১:৩৮
খায়রুল আহসান বলেছেন: জাতীয় ঐক্য এখন সবচেয়ে বেশী প্রয়োজন।