![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চালতে তলায়
মচমচ করে
শুকনো পাতায়
জিভের পানি
যায় না ধরা
একটু খানি
চালতে তলায়
শুকনো পাতায়
কেমন জানি
স্মৃতির পাতায়
মোচড় মারে
ক্যান জানি হায়!
ঘূর্ণি হাওয়ায়
মনের দোলায়
তেঁতুল তলায়
দৌড়ে গেছি
মাঠের কোণায়
ঢিল ছুঁড়েছি
তেঁতুল থোকায়
জিভের ডগায়
কীসের পানি
সে কী রে আর
ধরে রাখা যায়!
শিকদার বাড়ির
তেঁতুল তলায়।
গুমরে মরি
স্মৃতির পাতায়
উঠোন-আইতনায়
খেলেছি কত!
কালের গর্ভে
তলিয়ে গেছে
সবকিছু হায়
আজ কেনো গো
বিবর্ণপ্রায়!
©somewhere in net ltd.