নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সোনার মানুষ খুঁজি

কাজী জাকির হোসেন

প্রাক্তন সাংবাদিক, লেখক, শিক্ষক

কাজী জাকির হোসেন › বিস্তারিত পোস্টঃ

‘যদি রাত পোহালে..’

১৫ ই আগস্ট, ২০১৬ রাত ১২:৫৮

একটা মানচিত্র, একটা পতাকা, একটা স্বাধীন দেশ পেয়েছি আমরা। পরাধীনতার গ্লানিমুক্ত একটা জীবন পেয়েছি আমরা। হয়তো আরও অনেক কিছু পেতে পারতাম আমরা। কিন্তু যা পেয়েছি! যতটুকু পেয়েছি। যাঁর নেতৃত্বে পেলাম, যাঁদের জন্য পেলাম তাঁদের কায়মনো আমরা শ্রদ্ধা করি কি! তাঁদের নিঃশর্তভাবে ভালোবেসেছি কি! গোটা জাতি একযোগে তাঁদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেছি কি! করি নি! কেবল দলে দলে ফুল দিয়ে জাতীয় দিবসগুলোতে ভণ্ডামি করি আমরা! নয়তো ১৫ আগস্ট এলে একইভাবে আমরা সবাই মিলে দলমত নির্বিশেষে ধানমন্ডির ৩২ নম্বরে পাগলের মতো ছুটি না কেনো! তিনি তো ৪৮ সালেরও পূর্ব থেকে, বলা যায়, কৈশোরকাল খেকে এদেশের মানুষের জন্য কাজ করেছেন, লড়াই করেছেন, সংগ্রাম করেছেন, মানুষের বিপদে ছুটে গিয়েছেন, জেল খেটেছেন, নির্যাতিত হয়েছেন, মামলা-হামলা সহ্য করেছেন, শত্রুশিবিরে ফাঁসির জন্য অপেক্ষা করেছেন। পশ্চিম পাকিস্তানের যে সমস্ত দালাল তাঁকে সহ্য করতে পারেন না। তারা যাকে পাক ই স্থান মনে করেন, তৎকালীন বাস্তবতায় সেই দেশ সৃষ্টিতেও তো বঙ্গবন্ধুর ভূমিকা ছিল। সুতরাং বঙ্গবন্ধুর মতো এমন মহৎপ্রাণ বিরাট হৃদয় বাঙালি পাগল মানুষটিকে কখনোই কোনোযুক্তিতেই এমন কি বাংলার কোনো ঘাতকের পক্ষেও হত্যা করা সম্ভব হত না, সম্ভব নয়! শুধু একাত্তর পর্যন্তই যদি আমরা একটা ফুলস্টপ টানি। শুধু এই পর্যন্তই বঙ্গবন্ধুকে জানি, জানার চেষ্টা করি, কেবল সে কারণেই তিনি এই দেশের প্রতিটা মানুষের নয়নের মণি হওয়ার কথা। সেটা হয় নি, তার মানে আমাদের মধ্যে চরম বিশ্বাসঘাতকতা আছে, অকৃতজ্ঞতা আছে, কৃতঘ্নতা আছে। ঘাতকদের পক্ষে কোনো যুক্তি নেই! যে যুক্তি খাড়া করানো হয় তার পেছনে লাখো শহিদের রক্তের বিনিময়ে অর্জিত দেশ হতে লুটেপুটে খাওয়ার প্রবণতা ছাড়া আর কোনো যুক্তিই থাকতে পারে না! গোটা জাতি মুক্তিযুদ্ধ এবং দেশের প্রতি শ্রদ্ধাশীল তখনই ভাবা যায়, যখন এদেশের প্রতিটা রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন দলমত নির্বিশেষে জাতীয় স্মৃতিসৌধ আর জাতীয় শহিদ মিনারের মতোই ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জ্ঞাপন করবেন। সমস্ত বিতর্কের উধ্র্বে তিনি। আজ দুঃখভারাক্রান্ত মনে স্মরণ করছি প্রিয় নেতা বঙ্গবন্ধুকে। তিনি প্রিয় নেতা শুধু এই কারণে যে তিনি বলেছেন, সাড়ে সাতকোটি মানুষকে তোমরা দাবায়ে রাখতে পারবা না! তিনি প্রিয় শুধু এই কারণে যে তিনি বলতেন, আমি প্রধানমন্ত্রিত্ব চাই না, আমি আমার দেশের মানুষের অধিকার চাই। তাঁর কাছে কায়মনে কৃতজ্ঞতা প্রকাশ করছি তিনি আমাদের একটি দেশ দিয়েছেন। একটি মানচিত্র দিয়েছেন, পতাকা দিয়েছেন। পরাধীনতার গ্লানিমুক্ত একটি জীবন দিয়েছেন। এইদিনে বিবেকের দংশনে বাকরুদ্ধ হচ্ছি এইভেবে যে যিনি এত করে ভালোবেসে নিজের সুখ-শান্তি সব ছেড়ে যাদের জন্য জীবন বিলিয়ে দিলেন। তারা তা সকলে মিলে বুঝতে পারলাম না! বরং কেউ কেউ বেঈমানি করে বসলাম! শতধিক্কার সেইসব কুলাঙ্গারদের যারা বুঝল না তিনি আমাদের কত বড় নেতা ছিলেন। তিনি আমাদের কত বড় আত্মীয় ছিলেন। স্যালুট, মহান নেতা তোমাকে। “যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই...”

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.