নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সোনার মানুষ খুঁজি

কাজী জাকির হোসেন

প্রাক্তন সাংবাদিক, লেখক, শিক্ষক

কাজী জাকির হোসেন › বিস্তারিত পোস্টঃ

চোরদের পেশিশক্তির কাছে অসহায় জনগণ

১৬ ই আগস্ট, ২০১৬ দুপুর ১২:২৩

বঙ্গবন্ধু চোর-দুর্নীতিবাজ নিয়ে বলতেন, পাকিস্তান চলে গেছে আর তাদের চোরগুলা এদেশে রেখে গেছে। হায়! স্বাধীন মাতৃভূমি, সেই চোরগুলাই আজ বড় চোরে পরিণত হয়েছে, তারা সঙ্গে ছোট ছোট সাগরেদ জুটিয়েছে আজ। তাই তাদের নিরঙ্কুশ পেশিশক্তির কাছে আমরা অসহায়। যেকারণে ব্যাংকের টাকা ঋণের নামে লুট হয়ে যায়, জনগণ ব্যাংকে টাকা গচ্ছিত রেখে আর লাভবান হতে পারে না, ক্ষেত্রবিশেষে পুঁজিও হারায়, প্রকল্পের টাকা লুট হয়ে যায়, বৈদেশিক ঋণের বোঝা জনগণের মাথায় চাপে আর সে টাকা চোরেরা বেশিরভাগই বিভিন্ন কাজের অজুহাতে নিজেদের পকেটে পুরে হজম করে, টেন্ডারের টাকা নগদ তুলে লোকদেখানো কাজ করে চোরারা বাড়িতে নিয়ে যায়, বৈদেশিক সাহায্যের টাকা প্রতিনিধিত্বের সুযোগ নিয়ে নিজেদের বাড়ি পাকা করা হয়,, অফিস আদালতে চাকরির সুবাদে কাজের বিনিময়ে খাওয়া অর্থাৎ কাবিখা অব্যাহত গতিতে চলে। প্রমাণ! সে ত সেক্টরভিত্তিক ব্যক্তিকেন্দ্রিক খোঁজ-খবর নিয়ে মোটাতাজা হওয়ার ধরণ ও প্রকৃতি যাচাই-বাছাই করলেই পাওয়া যাবে। এমন আরও কত কী! দেশের প্রতিটা মানুষ কখন, কোথায়, কী করছে, ব্যক্তির মৌলিক অধিকার অক্ষুণ্ন করেই তার হিসাব থাকা উচিৎ। নয়তো চুরির এ প্রতিযোগিতা চলতেই থাকবে!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.