নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সোনার মানুষ খুঁজি

কাজী জাকির হোসেন

প্রাক্তন সাংবাদিক, লেখক, শিক্ষক

কাজী জাকির হোসেন › বিস্তারিত পোস্টঃ

সেইদেশ বাংলাদেশ

১৭ ই আগস্ট, ২০১৬ রাত ২:৪০

মিথ্যে ও বিকৃত ইতিহাস শুনে শুনে
একটি জাতির কয়েক প্রজন্মের পয়দা হয় কোনো এক দেশে।
সেইদেশে যুদ্ধাপরাধীর কাছে মুক্তিযোদ্ধারা ছিলেন দেশদ্রোহী!
সেইদেশে বহু মুক্তিযোদ্ধারও চরিত্র ভ্রষ্ট হয়ে যায়!
সেইদেশে সমস্ত সুবিধা লুটেপুটে একদল হয়ে ওঠে ধনপতি আর সুবিধাবাদী সুশীল সমাজ।
সেইদেশের অফিস-আদালত-ব্যবসায়-রেস্তোরাঁয় নেমে আসে উপরি সংস্কৃতির নোংরা থাবা।
সেইদেশে ধর্ম ও রাজনীতির নামে দেওয়া হয় সততা ও আদর্শের নিষ্ঠুর বলি।

মিথ্যে ও বিকৃত ইতিহাস পড়ে পড়ে সেইদেশে যাবতীয় বোধ একদিন ঠেকে গিয়ে শূন্যের কোটায়।

তবু সেইদেশ ঘুরে দাঁড়ায়, তবু সেইদেশ এগিয়ে চলে একদিন পৃথিবীর পায়ে পায়ে। সেইদেশ সুজলা, সুফলা, শস্যশ্যামলা; সোনার বাংলা!

সেইদেশে একদিন মানুষে মানুষে ঐক্যের বান ডাকে।
সেইদেশে একদিন ইতিহাসের সত্যাসত্য যাচাই হয়ে যায়।
সেইদেশ বিশ্বের মানচিত্রে মাথা উঁচু করে দাঁড়ায়।
সেইদেশ বাংলাদেশ! আমাদের প্রাণপ্রিয় মাতৃভূমি।

শোষক ও ঘাতকেরা সেখানে অসহায় দিন গোনে মৃত্যুর!
সেইদেশে তমসাচ্ছন্ন মুক্তির দিন একদিন আসন্ন হয়!
যেইদেশে সমস্ত সাধারণ ও শোষিত এক মোহনায় মিলিত হয়।
সেইদেশে শান্তির ললিত বাণী শোনায় নি ব্যর্থ পরিহাস!

২৪.০৩.২০১৫, গভীর রাতের পদাবলি

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৭ ই আগস্ট, ২০১৬ রাত ৩:১৫

ডঃ এম এ আলী বলেছেন: চমৎতার কবিতা । খুব ভাল লাগল
শুভেচ্ছা রইল ।

২| ১৮ ই আগস্ট, ২০১৬ বিকাল ৫:৫৪

কাজী জাকির হোসেন বলেছেন: ধন্যবাদ, ভাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.