![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যেকোনা বিবেচনায় আমেরিকার নির্বাচন নিয়ে না ভাবলে চলে না যেহেতু তারাও আমাদের নির্বাচন নিয়ে কম নাক গলায় না। হিলারি ক্লিনটন বোধ হয় একটু চুপসেই গেলেন, ইমেইল ইস্যুতে তিনি স্পষ্টবাদী হতে পারেননি। অন্যদিকে ডোনাল্ড ট্র্যাম্পের কথাবার্তাও কি সংলগ্ন? তিনি তো কোনোমতে স্বাভাবিক আচরণ করতেই সক্ষম নন। মেডিক্যাল সনদেও বাংলাদেশি স্টাইলে গলদ। আমেরিকার কপালে এই দুয়ের বিকল্পও তো কিছু নেই! তাইলে বিশ্বের গণতান্ত্রিক রাষ্ট্রের মোড়লেরই যখন এই দশা, তবে আর কী!
©somewhere in net ltd.