নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সোনার মানুষ খুঁজি

কাজী জাকির হোসেন

প্রাক্তন সাংবাদিক, লেখক, শিক্ষক

কাজী জাকির হোসেন › বিস্তারিত পোস্টঃ

অতীতের অজানা কোনো এক স্মৃতি হাতছানি দেয়

১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:৫৭

বহুদিন ধরে এই ই হয়
অতীত নিয়ে ভাবনাবলয়।
খুঁজছি, খুঁড়ছি অতীত।
দেখছি,তার কোথায় কী
লুকানো ছিল!

খুঁজছি, কোথায় তার কী
আনন্দ ছিল!
দেখছি, কোথায় ছিল তার
বাসনা বিষাদ!

খুঁজতে খুঁজতে অতলে যাই,
শৈশবের কিনারায় যাই,
যতটুকু যাওয়া যায়!
প্রাণান্ত প্রচেষ্টা চালাই!
ছুটে যাই গোপন-গহীন আস্তানায়।

দূরমাঠে গরু ঘাস ক্ষেতে যাই,
যেখানে কৃষাণের আলে ছিল
টকটকে লাল জাম;
জামের আঁকাবাঁকা ডাল।
যেখানে ছায়াবীথিতল ছিল
জলে পাকা খেঁজুর ছিল,
ছিল খেঁজুরের ঘ্রাণ।

কিছু পড়ে মনে, কিছু পড়ে না,
কিছু ধরা দেয়, কিছু থাকে অধরা!
ঠিক যেন আলো-আঁধারির খেলা।

হঠাৎ কখনোবা
টুকরো স্মৃতির রেখা
উঁকি দেয় এসে গভীর ভালোবেসে!
জড়ায় মনে আনন্দ আলো।

উঁকি দেয় স্মৃতির লাল টুকরো আভা
মগজ ঠিকরে বেরুতে চায়,
ধরা দিতে চায়,
বিচ্ছুরিত হতে চায়
জীবনব্যাপী।

যেন একদল আনন্দ আলো
স্মৃতির কণা
ভেসে বেড়ায়, ধরা দিতে চায়,
আবার ফিরে যায়
দূর কোনো গাঁয়
লুকায় শৈশবের দূর সীমানায়!
প্রিয় আনন্দ অনুভূতিটুকু
শেষ পর্যন্ত
অধরা রয়ে যায়!

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:০৮

শিশুগাছ বলেছেন: oshadharon.

২| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:১৩

কাজী জাকির হোসেন বলেছেন: ধন্যবাদ

৩| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:০৫

নাসের গ্যাং ০০৭ বলেছেন: সুন্দর

১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:০৪

কাজী জাকির হোসেন বলেছেন: কৃতজ্ঞতা অশেষ

৪| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:৪৯

অনুকথা বলেছেন: লুকায় শৈশবের দূর সীমানায়!
প্রিয় আনন্দ অনুভূতিটুকু
শেষ পর্যন্ত
অধরা রয়ে যায়!


সুন্দর

১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:০৪

কাজী জাকির হোসেন বলেছেন: কৃতজ্ঞতা অশেষ

৫| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:৫৭

গেম চেঞ্জার বলেছেন: ভাল হয়েছে!!

১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:০৫

কাজী জাকির হোসেন বলেছেন: কৃতজ্ঞতা অশেষ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.