![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
টানটান উত্তেজনা
জীবন তো একখানা!
স্রোতস্বিনী নদী
বইছে নিরবধি।
নাই আওরঙ্গজেব,
নাই শাহ সুজা।
যাকিছু বর্তমান,
তাও তো থাকবে না।
টান টান উত্তেজনা
জীবন তো যন্ত্রণা!
যে ধরে সে-ই ছাড়ে
শুধু আসা-যাওয়া
হা রে, বারে বারে!
রঙ-ঢঙ, বাহাদুরি,
এসব কিচ্ছু না,
টানটান উত্তেজনা,
রবে না, থাকবে না,
মস্তানি, কুমন্ত্রণা।
যা ছিল, তাও খালি,
শূন্যতা মহাখালী!
টানটান উত্তেজনা
তাও তো থাকবে না!
©somewhere in net ltd.