নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সোনার মানুষ খুঁজি

কাজী জাকির হোসেন

প্রাক্তন সাংবাদিক, লেখক, শিক্ষক

কাজী জাকির হোসেন › বিস্তারিত পোস্টঃ

মার্কিন নির্বাচন: পরাজিত উদারপন্থী আমেরিকান

০৯ ই নভেম্বর, ২০১৬ দুপুর ১:০৭

ফলাফল দেখার আর কিছু নেই। পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট হচ্ছেন ডোনাল্ড ট্রাম্প (!), যিনি বিশ্বাস করেন, নারীদের সঙ্গে তিনি যা খুশি তাই করতে পারেন। সুতরাং এবার বেশিরভাগ সাদা আমেরিকান সমর্থন দিয়েছেন সেই ট্রাম্পের পরিবর্তনের ডাকে। যে পরিবর্তন হচ্ছে মুসলিম বিদ্বেষী, অভিবাসন বিরোধী, নারী বিদ্বেষী, মেক্সিকান বিরোধী, কৃষ্ণাঙ্গ বিরোধী, হিস্পানিক বিরোধী, আমেরিকান আদিবাসী বিরোধী, মানবতা বিরোধী কিন্তু একমাত্র সাদা আমেরিকান সমর্থিত। সুতরাং সারাবিশ্বের বিরুদ্ধে দেয়াল নির্মাণের কারিগর এবার মার্কিন প্রেসিডেন্ট হচ্ছেন এ বিষয়ে আর কোনো সন্দেহ রইল না। পরাজিত উদারপন্থী আমেরিকানরা। আমেরিকানদের জাতিবিদ্বেষী মনোভাব আরেকবার প্রমাণিত হলো! এবারের মার্কিন নির্বাচনে আমেরিকান জাতিবিদ্বেষী মনোভাবের পাশাপাশি প্রভাব ফেলেছে রাশিয়া, মেলানিয়া এবং এফবিআই প্রধান কোমি। মূখ্যত, আমেরিকানদের মধ্যে ন্যূনতম যে মানবতাবোধটুকু ছিল তার ভরাডুবি হয়েছে। কিছুটা বিজয় হয়েছে ক্রমউত্থিত রাশিয়ান কূটনীতির। ভালো খেলেছেন জুলিয়ান অ্যাসাঞ্জও! তারও তো একটা ‘এক্সিট ডোর’ দরকার ছিল!

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৯ ই নভেম্বর, ২০১৬ দুপুর ১:২৬

চাঁদগাজী বলেছেন:



গরু রচনা লিখে হঠাৎ করে সক্রেটিস হয়ে যাচ্ছেন?

২| ০৯ ই নভেম্বর, ২০১৬ দুপুর ১:৩০

কাজী জাকির হোসেন বলেছেন: ধন্যবাদ, চাঁদগাজী, যা বুঝেছেন, তাই বলেছেন!

৩| ০৯ ই নভেম্বর, ২০১৬ দুপুর ২:০১

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: আর কাহারো না হোক যিনি জয়ী হয়েছেন অন্তত তাঁহার উন্নয়নের আশা করা যেতেই পারে। প্রসঙ্গতঃ ইহা একটি অতীব নিরিহ মন্তব্য।

৪| ০৯ ই নভেম্বর, ২০১৬ দুপুর ২:০৩

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: একই পরিবারে দুইজন প্রেসিডেন্ট; দরকারটা কি? আমেরিকানরা ভালোই বুঝেছেন।

৫| ০৯ ই নভেম্বর, ২০১৬ দুপুর ২:০৪

কাজী জাকির হোসেন বলেছেন: জনাব, ফরিদ আহমদ চৌধুরী, যথার্থই বলেছেন। ধনতন্ত্রের সূতিকাগার মার্কিন যুক্তরাষ্ট্রে সেটাই হচ্ছে.

৬| ০৯ ই নভেম্বর, ২০১৬ দুপুর ২:০৫

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: অন্তত বেচারা অধম পুরূষ জাতির ইজ্জততো রেখেছে!

৭| ০৯ ই নভেম্বর, ২০১৬ দুপুর ২:০৮

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: তিনি বিশ্বজুড়ে নরনির্যাতন প্রতিরোধে কাজ করবেন, আশাকারি।

৮| ০৯ ই নভেম্বর, ২০১৬ দুপুর ২:১১

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: কাজী সাহেব কি বিবাহ ছাড়া দৈহিক সম্পর্ক বেড়ে যাওয়ার আশংকা করছেন?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.