![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১
যখন মৃত্যুর গাঢ়-কালো ছায়া
নেমে আসে রাখাইন রাজ্যে
বর্বর অন্ধকারাচ্ছন্ন একটি দেশে
দূর থেকে স্বস্তির নিশ্বাস ফেলি
ওই হত্যালীলা ছুঁতে পারেনি
আমাকে, বাকি বিশ্বকে, নপুংসককে।
মানুষগুলোর চেহারা আকর্ষণীয় নয়,
ট্রাম্পের মতো নাদুস-নুদুস তো নয়ই,
হয়তো তাই তসবিহ জপি:
গ্রামকে গ্রাম ধ্বংস হংয়ে যাক,
রোহিঙ্গা পুড়ে ছাই হয়ে যাক!
২
যেভাবে আমরা কিছুদিন আগে
নাসিরনগর পুড়িয়েছি,
সাহেবগঞ্জের সাঁওতালদের মেরেছি,
কনকনে শীতে খোলা আকাশের নিচে
যেভাবে বেঁচে থাকে দুর্বাদল,
সেভাবেই আশ্রয়হীন, সহায়-সম্বলহীন,
রেখে দিয়েছি জ্যান্ত কিছু মানুষ!
৩
আমরাই তো ধ্বংস করছি
তিলে তিলে গড়ে ওঠা মধ্যপ্রাচ্য,
যেখানে যে যতটুকু পারছি
আমাদের চেষ্টায় ঘাটতি কই!
৪
যখন আমাদের ধর্মে বুনবে না,
জাতিসত্তায় মিল হবে না,
বর্ণবাদ মগজে খেলা করবে,
আমরা বিশ্বজুড়ে নিপুণভাবে
বুনে যাব ধ্বংসযজ্ঞের বীজ।
৫
আমরা এখন মনুষ্যত্বে দেউলিয়া,
আমরা দলকানা, ধর্মকানা, বর্ণকানা,
নির্যাতনে আনন্দ, আমাদের হত্যায় উল্লাস!
এই থাবা চতুর্দিকে বিস্তার করেছি,
হাতের পাঁচ-পাঁচটি নখর তুলে
আমরা এখন হিংস্র ‘খামছাতুন’!
©somewhere in net ltd.
১|
২৩ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১:২১
বিজন রয় বলেছেন: যথন মৃত্যুর গাঢ়-কালো ছায়া
আমরা দলকানা, ধর্মকানা, বর্ণকানা
ঠিক ঠিক।