নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সোনার মানুষ খুঁজি

কাজী জাকির হোসেন

প্রাক্তন সাংবাদিক, লেখক, শিক্ষক

কাজী জাকির হোসেন › বিস্তারিত পোস্টঃ

হিংস্র ‘খামছাতুন’

২৩ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১:১৬


যখন মৃত্যুর গাঢ়-কালো ছায়া
নেমে আসে রাখাইন রাজ্যে
বর্বর অন্ধকারাচ্ছন্ন একটি দেশে
দূর থেকে স্বস্তির নিশ্বাস ফেলি
ওই হত্যালীলা ছুঁতে পারেনি
আমাকে, বাকি বিশ্বকে, নপুংসককে।
মানুষগুলোর চেহারা আকর্ষণীয় নয়,
ট্রাম্পের মতো নাদুস-নুদুস তো নয়ই,
হয়তো তাই তসবিহ জপি:
গ্রামকে গ্রাম ধ্বংস হংয়ে যাক,
রোহিঙ্গা পুড়ে ছাই হয়ে যাক!

যেভাবে আমরা কিছুদিন আগে
নাসিরনগর পুড়িয়েছি,
সাহেবগঞ্জের সাঁওতালদের মেরেছি,
কনকনে শীতে খোলা আকাশের নিচে
যেভাবে বেঁচে থাকে দুর্বাদল,
সেভাবেই আশ্রয়হীন, সহায়-সম্বলহীন,
রেখে দিয়েছি জ্যান্ত কিছু মানুষ!

আমরাই তো ধ্বংস করছি
তিলে তিলে গড়ে ওঠা মধ্যপ্রাচ্য,
যেখানে যে যতটুকু পারছি
আমাদের চেষ্টায় ঘাটতি কই!

যখন আমাদের ধর্মে বুনবে না,
জাতিসত্তায় মিল হবে না,
বর্ণবাদ মগজে খেলা করবে,
আমরা বিশ্বজুড়ে নিপুণভাবে
বুনে যাব ধ্বংসযজ্ঞের বীজ।

আমরা এখন মনুষ্যত্বে দেউলিয়া,
আমরা দলকানা, ধর্মকানা, বর্ণকানা,
নির্যাতনে আনন্দ, আমাদের হত্যায় উল্লাস!
এই থাবা চতুর্দিকে বিস্তার করেছি,
হাতের পাঁচ-পাঁচটি নখর তুলে
আমরা এখন হিংস্র ‘খামছাতুন’!

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৩ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১:২১

বিজন রয় বলেছেন: যথন মৃত্যুর গাঢ়-কালো ছায়া

আমরা দলকানা, ধর্মকানা, বর্ণকানা

ঠিক ঠিক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.