![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কিউবার বিপ্লবী নেতা ফিডেল ক্যাস্ট্রো মুক্তিকামী মানুষের পরম বন্ধু চলে গেলেন! কিউবার জনগণের মুক্তির কাণ্ডারী এই সময়ে মানব সভ্যতার মুক্তির অন্যতম দিশারী পৃথিবী থেকে চিরকালের জন্য বিদায় নিলেন। পৃথিবীর যেকোনো প্রান্তের অসহায় বঞ্চিত জনের তিনি ছিলেন পরম বন্ধু। তিনি ছিলেন মানব সভ্যতার মুক্তির প্রতীক এক কিংবদন্তি। বিপ্লবী বন্ধু চে-গুয়েভারাকে নিয়ে তিনি অন্তত একটি জাতিকে মুক্তির স্বাদ পাইয়ে দিয়েছিলেন। সাম্রাজ্যবাদীদের কব্জায় থেকে তারা ওই দুঃসাধ্য কাজটি করেছিলেন। বন্ধু চে-কে নিয়ে হয়তো তাঁদের বড় বড় পরিকল্পনা ছিল কিন্তু সাম্রাজ্যবাদ তাঁদের সে পরিকল্পনা বাস্তবায়ন করতে দেয়নি। তাঁদের ব্যর্থতা যতটুকু তার সবটুকুর জন্যই ভুক্তভোগী হয়েছে সাধারণ মানুষ। আজ বিশ্বজুড়ে যেভাবে মানুষ নির্যাতন-নিপীড়নের শিকার হচ্ছেন, তাঁদের অগ্রযাত্রা থামিয়ে দেওয়া না হলে বিশ্বের আরও বহুদেশের মানুষের মুক্তি সম্ভব হতো। খোদ মার্কিন যুক্তরাষ্ট্র শেষ পর্যন্ত কিউবার জনগণের কাছে হার মানতে বাধ্য হয়েছে। এ জন্য ক্যাস্ট্রোর কিউবাবাসীকে অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে। এইদিক থেকে তিনি ছিলেন পৃুথিবীর এই সময়ের সফল একজন রাষ্ট্রনায়ক। তাঁর মহাপ্রয়ানে পৃথিবীর বঞ্চিতজন আরও বঞ্চিত হয়েছে। মহান এই বিপ্লবীকে স্যালূট। পৃথিবী যতদিন থাকবে তার নাম পৃথিবীতে ততদিন টিকে থাকবে। তাঁর সুমহান কীর্তি ভবিষ্যতের পৃথিবীকে অনুপ্রেরণা জোগাবে। আজ পৃথিবীর মানুষ আরও বেশি শৃঙ্খলিত হচ্ছে, বাস্তুচ্যুত হচ্ছে, আরও বেশি নিপীড়িত হচ্ছে, নয়া সাম্রাজ্যবাদের খপ্পড়ে পড়ে পৃথিবীর বহু মানুষ বিশ্বযুদ্ধের তুলনায় অনেক বেশি হত্যাযজ্ঞের শিকার হচ্ছে, সিংহভাগ মানুষ নির্বিচারে প্রাণ হারাচ্ছে। একদিকে ভদ্রবেশী ছদ্মবেশী গণতান্ত্রিক সাম্রাজ্যবাদী শক্তি, অপরদিকে সহিংস জঙ্গিবাদ-সন্ত্রাসবাদ। এখান থেকে যে সমস্ত মানবিক নেতৃত্ব মানুষকে মুক্তি দিতে পারে, সেই সমস্ত নেতৃত্ব পৃথিবীতে আজ অনুপস্থিত। এটা গোটা পৃথিবীর জন্য একটি দুঃসংবাদ। তারপরও হয়তো এইসকল কিংবদন্তি মহামানবদের থেকে শিক্ষা নিয়ে একদিন বিশ্ববাসী ঘুরে দাঁড়াবে। হয়তো একদিন পৃথিবীর নিপীড়িত সংখ্যাগরিষ্ঠ মানুষ রাজনৈতিক ও অর্থনেতিক মুক্তির লাল সূর্য ছিনিয়ে নেবে। সিদ্ধান্ত টানা সত্যিই কঠিন। এইটুকু নিশ্চিত করেই বলা যায়, যারা আপনাদের জীবন সংগ্রাম সম্পর্কে জানবেন, নিশ্চয়ই শ্রদ্ধায় তাঁদের মাথা অবনত হবে। বিপ্লবী ক্যাস্ট্রো, আপনার আত্মার চিরশান্তি কামনা করি। আপনার অমর আত্মার চেতনাস্ফুলিঙ্গ বিশ্বের সকল প্রান্তে ছড়িয়ে পড়ুক, আপনার মৃত্যুতে এই কামনাই করি।
©somewhere in net ltd.