| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অহঙ্কার এখনো আমাদের বিনীত হতে শেখায়নি। একুশ, একাত্তর আমাদের অন্যায়, অনিয়ম, উন্মাদনা, দুর্নীতি ও বৈষম্যের পূর্ণ মূলোৎপাটনে প্রয়োজনীয় মাত্রায় এখনো নির্ভীক এবং সংকল্পবদ্ধ করতে পারেনি। বরং নতজানু ও লোভী করেছে। প্রগতির হয়েছে অধঃগতি। দেশমাতৃকার জন্য ভালোবাসা আমাদের অন্যায্য উচ্চাভিলাষ থেকে বিচ্যুত করেনি। সবার জন্য সমানভাবে সহমর্মী করে তোলেনি। বরং অবৈধ সম্পদ আহরণের প্রতি সর্বগ্রাসী ক্ষুধা আমাদের পাগলা জানোয়ার করে তুলেছে। যে মাটি-মাতা-ভগ্নি পরজাতি দ্বারা নিপীড়িত হয়েছে, ধর্ষিত হয়েছে, লাঞ্ছিত হয়েছে, সেই মাটি-মা-সন্তান তাঁদেরই কুসন্তান দ্বারা এখন প্রতিনিয়ত নিপীড়িত হচ্ছে, ধর্ষিত হচ্ছে, লাঞ্ছিত হচ্ছে। যে আদিবাসী সংখ্যালঘু জনগোষ্ঠী পরদেশ, পরজাতি দ্বারা একদিন নিশ্পেষিত হয়েছে, এখনো একই ঘটনার প্রতিদিন পুনরাবৃত্তি হচ্ছে। এইসব যে প্রিয় স্বাধীন মাতৃভূমিতে এখনো ঘটছে সে নিয়ে বেশিরভাগ মানুষেরই কোনো বোধোদয় নেই। বরং প্রতিদিনই বোধেরও অধঃপতন হচ্ছে। তবে বিজয়ের এই ৪৫ তম বর্ষে আমাদের করণীয়টা কী! শুধুই কি আত্মতৃপ্তির ঢেকুর তোলা, হুজুগে আনন্দে ঢোল বাজানো, প্রতিবার শহিদের বেদীতে ফুল দিয়ে ঘরে ফিরে পুনরায় পুরনো অভ্যেসে ফিরে যাওয়া, নাকি এর বাইরেও কিছু করণীয় ছিল, আছে! যেভাবে মুক্তিযুদ্ধের দুষ্টক্ষত উপড়ে ফেলার প্রতীকী ঐতিহাসিক উদ্যোগ বাস্তবায়িত হয়েছে, সেভাবেই মাতৃভূমিকে নতুনরূপে দেখার জন্য আমাদের কী কী করণীয় আজকেই ভাবা উচিত নয় কি! আমাদের ব্যক্তিগত জীবনে যতই উন্নতি ঘটুক, একটা পচা, ঘুনেধরা অসততা আচ্ছাদিত কাঠামোতে যে আমরা রঙের প্রলেপ দিচ্ছি, আপনার সন্দেহ থাকলেও সে বিষয়ে আমার কোনো সন্দেহ নাই! ঘুরে দাঁড়াও প্রিয় স্বদেশ! 
©somewhere in net ltd.
১|
১৬ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:০৩
জগতারন বলেছেন:
জাতি-র গৌরবজ্জ্বল ইতিহাস "মহান বিজয় দিবস"-এর প্রাক্কালে,
আজ আবারো হৃদয়ে প্রশ্ন জাগে,
রক্তাক্ত মুক্তি সংগ্রামের মাধ্যমে যে বিজয় আমরা পেয়েছি,
অর্জনের ৪৫ বছর পরেও,
১) আজো কেন তা সার্বজনীনতায় রূপান্তর হলো না.. ?
২) কেন আজো "স্বাধীনতা" সবার জন্য সমান নয়.. ??
৩) স্বাধীনতা তুমি কার.. ???