নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সোনার মানুষ খুঁজি

কাজী জাকির হোসেন

প্রাক্তন সাংবাদিক, লেখক, শিক্ষক

কাজী জাকির হোসেন › বিস্তারিত পোস্টঃ

আহ, পৃথিবী, নীরবে সইছ কেনো!

১৮ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৯:৩৭

ইরাক আজ ধ্বংসপ্রাপ্ত, প্রেতপুরী,
সিরিয়ার আলেপ্পো জ্বলছে,
অসহায় মানুষ, মানবতা কাঁদছে!
হাওয়ার ভাসছে মানুষের আর্ত হাহাকার,
বাস্তুচ্যুত রিক্তহস্ত নর-নারী,
শিশু-বৃদ্ধ অবরুদ্ধ লাখো মানুষ,
যুদ্ধবাজদের অসহায় শিকার,
আহা! পৃথিবী, নীরবে সইছ কেন?
পক্ষপাতদুষ্ট মানবতাবাদীর মুখ
আর্সেনিক দূষণে কি থেতলে গেছে!
সাদ্দাম নিধনে জাতিসংঘের সেই সক্রিয়তা
কোথায়ই বা আজ উবে গেলো!
তোমরা নাকি বোবা-কালা হলে,
শুনতে কি পাচ্ছ না মানুষের কান্না!
মিয়ানমারের রাষ্ট্রীয় বিভৎসতা
বর্বরতার কোন অন্ধ গুহাকোণ!
পৌঁছে না তোমার আওয়াজ সেখানে,
মানুষ মারছে পুড়িয়ে, গুলি করে,
জ্বালছে গ্রামকে গ্রাম, মরেছে রোহিঙ্গা!
ঘৃণ্য, অস্বাভাবিক বর্বরতার শিকার,
তবু পৃথিবী, নীরবে সইছ কেনো!
জাতিসংঘ, ও হে, বিশ্বমোড়ল,
ইরাক, লিবিয়ায় দেখেছি দৌড়ঝাঁপ
জঙ্গিদের হাতে সভ্যতা তুলে দিয়ে
মানবতা কি সুরক্ষিত এখন?
কোথায় সেই আল বারেদি?
মিথ্যা দূতিয়ালিতে সেদিন
জ্বালিয়েছ আগুন, পুড়িয়েছ মধ্যপ্রাচ্য,
সেদিনকার প্রতিটা দেশ আজ
নিঃস্ব, রিক্ত, সর্বস্বান্ত হারিয়েছে
শক্তি, সামর্থ্য, অতীত সমস্ত গৌরব,
অর্ধেক বিশ্বে আজ হানাহানি;
বিশৃঙ্খল, বিপর্যস্ত মধ্যপ্রাচ্য
আহা! পৃথিবী, নীরবে সইছ কেন?

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১৮ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১০:০৬

জগতারন বলেছেন:
উহ !
কী নির্মম !!
মানুষ আজ নিঃস্ব, রিক্ত, সর্বস্বান্ত,
হারিয়েছে শক্তি, সামর্থ্য, অতীত সমস্ত গৌরব !!!

২| ১৮ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১০:০৬

জগতারন বলেছেন:
উহ !
কী নির্মম !!
মানুষ আজ নিঃস্ব, রিক্ত, সর্বস্বান্ত,
হারিয়েছে শক্তি, সামর্থ্য, অতীত সমস্ত গৌরব !!!

৩| ১৮ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১০:১৬

চাঁদগাজী বলেছেন:



আরবে যখনই এই রকম কিছু ঘটে, তখন নতুন ধর্ম আসে ওখানে!

৪| ১৮ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১০:২৮

ধ্রুবক আলো বলেছেন: পৃথিবী নিববে সইছে কারন মানুষ সবাই এক সংঘবদ্ধ হচ্ছে না! কেউ কারও জন্য এগিয়ে আসছেনা!!
সবাই নিজের স্বার্থে বিভোর, ।
লেখা টা খুব ভালো লাগছে++

৫| ১৮ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১০:৩৫

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: আসুন দোয়া ইউনুস ১০০০০০ বার পড়ি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.