![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১
বছর যায়, বছর আসে
ফুরায় আয়ু নিশ্বাসে-প্রশ্বাসে।
সুখ-দুঃখ ঘিরে থাকে,
জীবনের বান ঠিকই ডাকে।
আগত যৌবন নতুন আশায়,
অজানা টান ভালোবাসায়।
২
শুদ্ধিতে চিত্ত আগুনে পোড়াই,
আমিও পুড়ি, তুমিও পোড়াও!
নিভাও অশুভ বাসনা বহ্নি,
বিবেক শুভবোধ করো জাগ্রত।
শুভ নববর্ষ সম্মুখে আগত
শুভ হোক ২০১৭ সাল।
যাক কেটে যাক বন্ধু,
দুঃখ-দুর্ভোগ শোষণের কাল।
২| ৩১ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৮:০৫
কাজী জাকির হোসেন বলেছেন: অনেক অনেক কৃতজ্ঞতা
৩| ৩১ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৮:৩০
শাহরিয়ার কবীর বলেছেন:
ইংরেজী নববর্ষে নবরূপে রাঙিয়ে দিক আমাদের প্রতিটি মুহূর্ত
সুন্দর সমৃদ্ধ হোক আগামীর দিনগুলো।
হ্যাপি নিউ ইয়ার ।
ভালো থাকুন।
৪| ৩১ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৯:১৫
কাজী জাকির হোসেন বলেছেন: অনেক অনেক শুভ কামনা এবং ধন্যবাদ
৫| ০১ লা জানুয়ারি, ২০১৭ রাত ১২:১০
ধ্রুবক আলো বলেছেন: শুভ হোক নতুন বছর, লেখা ভালো হইছে
©somewhere in net ltd.
১|
৩১ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৩৮
বর্ষন হোমস বলেছেন: নতুন বছরের নতুন কবিতা ভাল লাগল