![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্বপ্নের ভেতর ঘুমের ভেতর পূর্ণাঙ্গ এক জীবন আছে,
ঘুমের ঘোরে ওঠা-বসা, ঘুমের ভেতর দেখা পাওয়া,
বাস্তবে পাই না যারে, যে নাই চোখের সম্মুখে;
যারা গেছে চিরতরে জীবনের সব রেখা মুছে দিয়ে,
বন্ধন ঘোচে নাই যার সাথে জীবনে-মরণে,
তারেই কাছে পাই, তার সঙ্গেই ওঠা-বসা;
এ যে জীবনের ভেতর বসত গাড়া আরেক জীবন!
তবে যে মানুষ বলে মৃত্যুর পরে কিছু নাই!
তবে যে মানুষ বলে মৃত্যুর পরে আর হয় না দেখা!
তবে যে মানুষ কাঁদে মৃত্যুর পরে বিচ্ছেদ যন্ত্রণায়!
ঘুমের ঘোরে সেই যে শয়নে-স্বপনে যারা আসে,
দিয়ে যায় দেখা, দীর্ঘ অদেখার মিটায় অতৃপ্ত বাসনা!
সে জীবন কার, কে বলবে সে আমার নয়!
সে তো তীব্র অভিমানে চলে যাওয়া
আমারই প্রিয়জন, আমারই মা, আমারই বোন,
আমারই পিতামহ, আমারই পিতামহী, প্রিয় স্বজন!
স্বপ্নের ভেতর আসে তারা, স্বপ্নে কথা কয়,
দেখা দেয়, ঘুরে-ফেরে, আশ্বস্ত করে,আশা দেয়,
যে মৃত্যুকে অমোঘ জেনে বিদায়বেলায়
অঝোর ধারায় কাঁদি সবাই অব্যক্ত বেদনায়!
কিছুতেই মানে না মন, কিছুতেই হয় না আপস,
সেই মৃত্যুরে বুড়ো আঙুল দেখায়,
স্বপ্নের ভেতরে সে তো আরেক জীবন!
ঘুমের ঘোরে নিশ্চেতনে ফিরে যাওয়া,
ঘুমের ঘোরে হারানো প্রিয়জন যারা,
সেই যে সকলেরে একে একে কাছে পাওয়া!
তবে কি স্বপ্নের মূল্য জীবনের চেয়ে কিছুমাত্র তুচ্ছ নয়?
যে আমি হাঁটি-চলি, যে আমি খাই-দাই, কথা বলি,
সেই আমিই আবার ফিরে যাই স্বজনের কাছে!
স্বপ্নের ঘোরে সেই তো আমার আরেক জীবন!
যেখানে জীবন যুদ্ধ কম ত কিছু নয়!
যেখানে জীবনানন্দ কম ত কিছু নয়!
যেখানে উত্থান-পতন কম ত কিছু নয়!
যারা তোমার-আমার মাঝে আর নাই,
তাদের সকলেরই দেখা পাই একে একে,
স্বপ্নের ভেতর নিশিদিন বাস করি আরেক জীবন।
সে জীবন কম তো দীর্ঘ নয়!
সে জীবন কম তো মধুময় নয়!
হায়, জীবন, দুজ্ঞেয় রহস্যজালে ঘেরা,
স্বপনে-জাগরণে জীবনের মর্মভেদে
অপার বিস্ময় এক সে কি শুধু মায়ারই খেলা!
নাকি দুই-ই সত্য, দুই-ই জীবন,
অথবা দুই-ই মায়া, দুই-ই খেলা।
কেউই কাউকে হারাই না কোনোকালে,
কিছু জীবন জাগরণে, কিছু জীবন ঘুমের ঘোরে,
অনাগতকাল ধরে সেই সত্যের গহিনতলে
ক্রমাগত ঘুরপাক খায় প্রদীপ্ত এক মহাজীবন।
একদল জাগি, ঘুমাই আর দল,
দেখা হয় উভয়েরই সাথে জীবনে-মরণে!
অচ্ছেদ্য বন্ধনে বাঁধা থাকে চিরকাল।
২| ২৪ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:১৭
ধ্রুবক আলো বলেছেন: ঘুম হচ্ছে একটা সাময়িক মৃত্যু!!
লেখা খুব ভালো হয়েছে++।
শুভ কামনা রইলো....
©somewhere in net ltd.
১|
২৪ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:০৫
মিশখাতুল আলম আজাদ বলেছেন: আপনি কি চাকরি খুঁজছেন?বিস্তারিত জানার জন্য , অনুগ্রহ করে পরিদর্শন করুন |
Are You Looking For Jobs?For More Info: Please visit- http://findctgjobs.blogspot.com/