![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তোমাদের মৃত্যু বলে দেয় বন্ধু বিদায়!
মুখরিত জীবনের সঙ্গে হয়ে যায় চিরবিচ্ছেদ।
যেখানে যেসব স্মৃতি রেখেছো বুনে
মুহূর্তে মুহূর্তে করেছো সৌন্দর্য কিংবা কদর্য চয়ন
সেই সূত্রে জীবন্ত আত্মীয়-অনাত্মীয় মাঝে ওঠে হাহাকার;
হয়ে যায় চিরবিচ্ছেদ নামে অন্ধকার আলোর গভীরে।
তোমাদের মৃত্যু বলে দেয় বন্ধু বিদায়!
আর কোনোদিন হবে না দেখা মর্ত্যমাঝে।
মৃত্যুরা তাই বলে যায় বন্ধু বিদায়!
ক্ষণকাল আয়ু মাঝে যতটুকু হয়েছে পুষ্পচয়ন,
যতটুকু গেঁথেছো বন্ধুত্বের মালিকা,
যতটুকু করেছো মানুষের ভালো,
যতটুকু দেখিয়েছো সর্বজীবে প্রেম,
যতটুকু পাতিয়েছো প্রকৃতি-সম্বন্ধ,
ততটুকু রয়ে যায় অদৃশ্য স্মৃতি হয়ে,
ততটুকু কান্নার রোল বহে ব্রহ্মাণ্ডমাঝে,
তোমাদের মৃত্যু বলে যায় বন্ধু গো,
চিরতরে চলে যাই বন্ধু, বিদায়!
তোমারও হবে এমনি বিদায়,
আমারও রক্ষে নেই বন্ধু,
তুমি, আমি, আমরা সবাই,
কোথায় দাঁড়িয়ে আছি জানো তো!
জীবন ও মৃত্যুর একপারে;
আর পারের ডাক এলে শুনবো শুধু বন্ধু, বিদায়!
২| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:৪৮
ANIKAT KAMAL বলেছেন: সুন্দরের মুগ্ধতা অামাকে বিভোর করে
৩| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:২৭
কানিজ রিনা বলেছেন: খুব ভাল লাগল, সর্বসম্মত সত্য়। ধন্য়বাদ,
©somewhere in net ltd.
১|
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:৩৮
ধ্রুবক আলো বলেছেন: চেষ্টা ভালো ছিলো, লেখা ভালো হয়েছে,
শুভ কামনা,,,