নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সোনার মানুষ খুঁজি

কাজী জাকির হোসেন

প্রাক্তন সাংবাদিক, লেখক, শিক্ষক

কাজী জাকির হোসেন › বিস্তারিত পোস্টঃ

সভ্যতার পাঠ নিই

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:৫৮

সময়টা ভালো কাটবে না জানি তবু কেনো ভালোই থাকবো?
শকুনেরা হানা দেবে মাংস খুবলে নেবে তবুও ভালোই থাকবো!
হ্যাঁ, ভালো থাকবো প্রতিবাদ-প্রতিরোধ-দ্রোহ নিয়ে ভালোই থাকবো।
অনেক কষ্টের সাজানো গৃহে ঢুকে দুধের সরটা খেয়ে নেবেন
তবু কেনো ভালোই থাকবো, কিচ্ছুটি বলবো না, প্র্রিয়তমা!
হাসি হাসি মুখ করে বলবো গিয়ে ভালোই করেছেন শকুনিমামা!

দিন তো থাকবে না কারুরই থাকবে না তবু সবাই ভালোই থাকবো?
হায়েনার গোঙানিতে ভীতি ছড়াবে বছর জুড়ে তবু আতঙ্কিত হবো না!
যে ঘর সাজিয়েছি আমি ও আমরা মিলে সেখানে গিয়ে শরাব চাখবেন,
আমরা হবো মালের গুদাম, চেয়ে চেয়ে দেখবো শরাব পেয়ালায় ঠোঁটাচ্ছেন
সরখেকো বুড়ো হায়েনা আর তৃপ্তির ঢেকুর তুলে দুলছেন আরাম-কেদারায়।
আর আমরা গিয়ে বলবো ভালোই করেছেন মি. হায়েনা,রক্তচোষা পিরানহা,
খেয়ে-দেয়ে দুলবেন কেদারায় আর আমরা তো কিচ্ছুটি বলবো না প্রিয়তমা!

আমরা যেদিন বলবো সেদিন ধুলিঝড় উঠবে আকাশে,আগুন বৃষ্টি হবে দুনিয়ায়,
তোমার সর-খাওয়া ভুঁড়িখানি দুলবে হাওয়ায় আর পুড়বে হুতাশন ঝাপটায়।
আমরা যেদিন বলবো সেদিন দরিয়ায় উঠবে তুফান পড়বেন আছাড়ি-বিছাড়ি।
ভালো হয়ে যান শকুনি মামা হিংস্র হায়েনা রক্তচোষা পিরানহা
যতোই নিজেরে চালাক-চতুর ভাবুন শেষরাতে ধরা খেয়ে মর্গে যাবেন!
আমাদের রক্তচুষে রক্তচুষে রক্তচুষে দরিয়া বানাবেন কিছুই বলবো না!
( বি.দ্র.: এই কবিতার অবয়বে দেখুন, একটা মাথা আছে,
একটা বুক আছে, একটা ভুঁড়ি আছে)

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১:৩১

বর্ষন হোমস বলেছেন:

ভালো থাকতে হবে :-*

২| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:৩১

শোভন কুমার বর্ধন বলেছেন: হুম

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.