নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গন্ধ গণতন্ত্র • আমাকে অনুসরণ কর, আমিও তোমাকে করব @* আমার পোস্টে মতামত দিবে , আমিও আছি তোমার সাথে *

গন্ধ গণতন্ত্র

কথা বলার স্বাধীনতাই গণতন্ত্রের প্রথম ধাপ

গন্ধ গণতন্ত্র › বিস্তারিত পোস্টঃ

কেমন আছিস তোরা

১৮ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:১৩



কেমন আছিস তোরা?
দেশে দেশে ঘুরে বেড়াস, কোনো দেশেই স্থায়ীভাবে বসতে পারলি না৷
ঠোঁট কাঁটাদের মত ঘুড়ে রেড়ালে চলবে? বস না ভাই একটু শান্ত হয়ে ৷

বাংলাদেশে বস ৷
গণতন্ত্র চিৎকার করে বলল, না না! বাংলাদেশে কোন তন্ত্রই নাই ৷

মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৩:১১

চাঁদগাজী বলেছেন:

সব প্রজাতান্ত্রিক দেশ দাবী করছে যে, তাদের দেশের সরকার 'গণতান্ত্রিক'; সেদিক থেকে সোমালিয়া, আফগানিস্তানের সরকারও দাবী করছে যে, তারা গণতান্ত্রিক।

সকল সরকারের সময়, বাংলাদেশে সীমিত ও ভুল গণতান্ত্রিক ব্যবস্হা চালু থাকে; অশিক্ষিত ও কম শিক্ষিত জাতি যতটুকু জানে, বুঝে।
বিশ্বের গণতান্ত্রিক সরকারগুলো ক্যাপিটেলিজমকে অর্থনৈতিক তত্ব হিসেবে নিয়েছে; সেই তত্ব নিজেই গণতন্ত্রকে ধনীদের হাতে তুলে দিচ্ছে।

আমাদের মত গরীব দেশে আগামী 'মেয়র' নির্বাচনে ২০০ বেশী ক্যান্ডিডেট ক্যাশে কোটীপতি, এবং এরা অশিক্ষিত; ফলে, এরা চাইলেও 'গণতান্ত্রিক' প্রশাসন চালু করতে পারবে না।

আপনার এটা তো পোস্ট হয়নি।
আপনি কার একজনের কি লেখা নিয়ে আলোচনা করতে চেয়েছিলেন?

১৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:০৩

গন্ধ গণতন্ত্র বলেছেন: তোমার কথা বুঝলাম না

২| ১৯ শে ডিসেম্বর, ২০১৫ ভোর ৫:৩১

রুদ্র জাহেদ বলেছেন: বুঝলাম না!

১৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:০৪

গন্ধ গণতন্ত্র বলেছেন: গণতন্ত্র

৩| ১৯ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:৩৬

প্রামানিক বলেছেন: গণতন্ত্র চিৎকার করে বলল, না না! বাংলাদেশে কোন তন্ত্রই নাই ৷

কথাটা ভাই ঠিক না। গণতন্ত্র না থাকলে স্বৈরাতন্ত্র না হয় এক নায়কতন্ত্র একটা না একটা থাকবেই।

১৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:০১

গন্ধ গণতন্ত্র বলেছেন: এটাতো ভাবিনি

৪| ১৯ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:০৪

গেম চেঞ্জার বলেছেন: বাংলাদেশে কোন তন্ত্র নেই কে বললো আপনাকে?

(বিঃদ্রঃ আপনার সাথে আমার চুক্তি আছে যে আমরা একজন অপরজনকে অনুসরণ করবো। আলোচনা করবো। মনে আছে সেই কথা?)

১৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:০২

গন্ধ গণতন্ত্র বলেছেন: আছে নাকি?

৫| ১৯ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:২০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আমি যদ্দুর জানি আপনি একজন ভারতীয় ।
ভিন দেশের রাজনীতি সংশ্লিষ্ট পোস্ট দেয়ার ক্ষেত্রে আপনার আরো সতর্কতা আশা করছি ।
তাছাড়া আমাদের দেশ সম্পর্কে আমরা যা জানি তা আপনার জানার কথা নয় ।
আপনি আপনার দেশ সম্পর্কে লিখুন , আমাদের জানার পরিধি বাড়ুক !

১৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:০১

গন্ধ গণতন্ত্র বলেছেন: কার মুখে কি কথা

৬| ১৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:১১

গেম চেঞ্জার বলেছেন: আলবৎ আছে। কারণ এখানে ধনতন্ত্র বিদ্যমান।

১৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:২৫

গন্ধ গণতন্ত্র বলেছেন: এই কিছুক্ষণ আগেই হাসিনা একুশে টিভিতে বলল গরিব বলে আমাদের কেউ যেনো অবহেলা না করে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.