নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গন্ধ গণতন্ত্র • আমাকে অনুসরণ কর, আমিও তোমাকে করব @* আমার পোস্টে মতামত দিবে , আমিও আছি তোমার সাথে *

গন্ধ গণতন্ত্র

কথা বলার স্বাধীনতাই গণতন্ত্রের প্রথম ধাপ

গন্ধ গণতন্ত্র › বিস্তারিত পোস্টঃ

তুই যদি

২৫ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১:০৮



তোর মত ক'রে কেনো
ভালোবাস বিষ ধূলায়
মাঝ রাতে শুধুই যেনো
ফাঁকা ঘর নিশ্বাস পালায় ।


তোর মত তুই যদি
কত ভাবনা কি কষ্ট
আমি আছি মরা রোদে
সময় নেই তাল নষ্ট
ফির্ না তুই গানের মুখরায় ।

মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৫ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১:১৫

গেম চেঞ্জার বলেছেন: যদি কিছু না মনে করেন, দাদা কবিতার মর্মার্থটুকুন বুঝিয়ে বলবেন?

(বিঃদ্রঃ আপনার সাথে আমার চুক্তি আছে যে আমরা একজন অপরজনকে অনুসরণ করবো। আলোচনা করবো। মনে আছে সেই কথা?)

২৫ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১:২৭

গন্ধ গণতন্ত্র বলেছেন: কোন কবির কাছে তাঁর কবিতার মানে জানতে চাওয়া আর কোন মহিলাকে তাঁর বয়স জিঞ্জেসা করা একইরকম অভব্যতা ৷-- নেরু দা

২| ২৫ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১:১৯

তামান্না তাবাসসুম বলেছেন: শুভকামনা :)

২৫ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১:২৮

গন্ধ গণতন্ত্র বলেছেন: তোমাকেউ শুভকামনা

৩| ২৫ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১:২৯

চৌধুরী ইপ্তি বলেছেন: লেখক বলেছেন: কোন কবির কাছে তাঁর কবিতার মানে জানতে চাওয়া আর কোন মহিলাকে তাঁর বয়স জিঞ্জেসা করা একইরকম অভব্যতা ৷-- নেরু দা


আমি একমত নই। আমি রেজিশ্ট্রেশনের আগে দেখেছি একাধিক পোস্টে-ই অন্যরা মানে জানতে চায়। আপনি ভুল করছেন গো দাদাভাই।

২৫ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১:৩৩

গন্ধ গণতন্ত্র বলেছেন: কবি যখন কবিতা লেখে, তার লেখার মধ্যে তার আত্মশব্দ থাকতে পারে তাই আমি আমার কবিতার সমলোচনা তোমাদের হাতে দিলাম

৪| ২৫ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১:৩৪

চৌধুরী ইপ্তি বলেছেন: আপনি আমাকে তুমি বলার অধিকার কোত্থেকে পেলেন????

২৫ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১:৩৭

গন্ধ গণতন্ত্র বলেছেন: আমি তোমাকে 'তুই' বলেছি ৷ কোথায়?

৫| ২৫ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১:৪২

চৌধুরী ইপ্তি বলেছেন: দেখুন মিস্টার!! চোখে কম দেখেন নাকি? তুই শব্দটি কি বলেছি? আপনি আবারো তুমি' অ্যাকোস্ট করেছেন। জেন্টলম্যানের মতো থাকুন। তা নাহলে সবাই অপমান করবে।

আমি তোমাকে 'তুই' বলেছি ৷ কোথায়?

২৫ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১:৪৭

গন্ধ গণতন্ত্র বলেছেন: আমার ভুলটা ধরিয়ে দাও, কোথায় তোমাকে 'তুই' বললাম ৷

৬| ২৫ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১:৪৮

চৌধুরী ইপ্তি বলেছেন: ইউ আর এন ইডিয়ট!!! X(

বোল্ড করে দিলাম আগের কমেন্টে তারপরও বুঝতে পারেন না? জাস্ট স্টুপিড।

২৫ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১:৫২

গন্ধ গণতন্ত্র বলেছেন: তোমার কোথাও ভুল হচ্ছে বোধহয় ৷ আমি আগের কমান্টগুলো তো পড়লাম, কোথাও তো দেখলাম না তোমাকে তুই বলেছি

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.