![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কথা বলার স্বাধীনতাই গণতন্ত্রের প্রথম ধাপ
তোর মত ক'রে কেনো
ভালোবাস বিষ ধূলায়
মাঝ রাতে শুধুই যেনো
ফাঁকা ঘর নিশ্বাস পালায় ।
।
।
তোর মত তুই যদি
কত ভাবনা কি কষ্ট
আমি আছি মরা রোদে
সময় নেই তাল নষ্ট
ফির্ না তুই গানের মুখরায় ।
২৫ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১:২৭
গন্ধ গণতন্ত্র বলেছেন: কোন কবির কাছে তাঁর কবিতার মানে জানতে চাওয়া আর কোন মহিলাকে তাঁর বয়স জিঞ্জেসা করা একইরকম অভব্যতা ৷-- নেরু দা
২| ২৫ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১:১৯
তামান্না তাবাসসুম বলেছেন: শুভকামনা
২৫ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১:২৮
গন্ধ গণতন্ত্র বলেছেন: তোমাকেউ শুভকামনা
৩| ২৫ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১:২৯
চৌধুরী ইপ্তি বলেছেন: লেখক বলেছেন: কোন কবির কাছে তাঁর কবিতার মানে জানতে চাওয়া আর কোন মহিলাকে তাঁর বয়স জিঞ্জেসা করা একইরকম অভব্যতা ৷-- নেরু দা
আমি একমত নই। আমি রেজিশ্ট্রেশনের আগে দেখেছি একাধিক পোস্টে-ই অন্যরা মানে জানতে চায়। আপনি ভুল করছেন গো দাদাভাই।
২৫ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১:৩৩
গন্ধ গণতন্ত্র বলেছেন: কবি যখন কবিতা লেখে, তার লেখার মধ্যে তার আত্মশব্দ থাকতে পারে তাই আমি আমার কবিতার সমলোচনা তোমাদের হাতে দিলাম
৪| ২৫ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১:৩৪
চৌধুরী ইপ্তি বলেছেন: আপনি আমাকে তুমি বলার অধিকার কোত্থেকে পেলেন????
২৫ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১:৩৭
গন্ধ গণতন্ত্র বলেছেন: আমি তোমাকে 'তুই' বলেছি ৷ কোথায়?
৫| ২৫ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১:৪২
চৌধুরী ইপ্তি বলেছেন: দেখুন মিস্টার!! চোখে কম দেখেন নাকি? তুই শব্দটি কি বলেছি? আপনি আবারো তুমি' অ্যাকোস্ট করেছেন। জেন্টলম্যানের মতো থাকুন। তা নাহলে সবাই অপমান করবে।
আমি তোমাকে 'তুই' বলেছি ৷ কোথায়?
২৫ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১:৪৭
গন্ধ গণতন্ত্র বলেছেন: আমার ভুলটা ধরিয়ে দাও, কোথায় তোমাকে 'তুই' বললাম ৷
৬| ২৫ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১:৪৮
চৌধুরী ইপ্তি বলেছেন: ইউ আর এন ইডিয়ট!!!
বোল্ড করে দিলাম আগের কমেন্টে তারপরও বুঝতে পারেন না? জাস্ট স্টুপিড।
২৫ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১:৫২
গন্ধ গণতন্ত্র বলেছেন: তোমার কোথাও ভুল হচ্ছে বোধহয় ৷ আমি আগের কমান্টগুলো তো পড়লাম, কোথাও তো দেখলাম না তোমাকে তুই বলেছি
©somewhere in net ltd.
১|
২৫ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১:১৫
গেম চেঞ্জার বলেছেন: যদি কিছু না মনে করেন, দাদা কবিতার মর্মার্থটুকুন বুঝিয়ে বলবেন?
(বিঃদ্রঃ আপনার সাথে আমার চুক্তি আছে যে আমরা একজন অপরজনকে অনুসরণ করবো। আলোচনা করবো। মনে আছে সেই কথা?)