![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কথা বলার স্বাধীনতাই গণতন্ত্রের প্রথম ধাপ
বাক্সে ঠেসে রেখেছে ।
আজকের সকাল , অদ্যকার ঈশ্বর
রাস্তার উপর কালো পিচ
পিচের উপর অচেনা পা
দশাঙ্গুলের শিশির ছাপ
মাঝে মাঝে রক্তের ঝামেলা
ঝামেলা তো বটেই , শৈবালীর মুখ ।
মাঝে মাঝে আমাকে ডাকে
ডাকে তো বটেই শিশির তৃণ
মাঝে মাঝে স্নাত হাসি
হাসি তো বটেই সূর্য্য স্নান
আর নেই , দৃষ্টি কূয়াশা
শশ্যো ফুল
তাবোদ অন্ধকার
শৈবালী এখন লকলকে মিছ মিছে নিবৃত্ত
বিছানায় সবসময় নিদ্রালয়
আর চিনতে পারেনা নিধুবন
আর শুনতে পারেনা নিভাঁজ
দেহের তাপ প্রায় হিমাঙ্কে
কঁচি হয়ে , কে জানে দেখা দিবে
শৈবালীর মুখ
সত্যনিষ্ঠার মত আর একটি
সন্তান কবে জন্ম দিবে
ভ্রূণে ধরবে গোলাকার রক্তপিণ্ড ।।
১৩৯৯ সাল
২৫ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:২৮
গন্ধ গণতন্ত্র বলেছেন: কেন ভাই ছুঁতে পারলেন না?
২| ২৫ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৪৮
মাহবুবুল আজাদ বলেছেন: অনেক চমৎকার লাগল। এক রাশ ভাল লাগা রইল।
২৫ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:১১
গন্ধ গণতন্ত্র বলেছেন: অনেক আগের লেখা ৷ যখন লিখতে শিখি
৩| ২৫ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:২১
রুদ্র জাহেদ বলেছেন: চমৎকার পদ্য
+++
২৫ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:১৯
গন্ধ গণতন্ত্র বলেছেন: শুভেচ্ছা দিলাম
৪| ২৫ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:১৭
প্রামানিক বলেছেন: অনেক সুন্দর কবিতা। ধন্যবাদ
২৫ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:১৩
গন্ধ গণতন্ত্র বলেছেন: শুভেচ্ছা দিলাম
৫| ২৫ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৫৫
গেম চেঞ্জার বলেছেন: ভালই লাগল। লাইক দিলুম দাদা।
শৈবালী এখন লকলকে মিছ মিছে নিবৃত্ত
বিছানায় সবসময় নিদ্রালয়
আর চিনতে পারেনা নিধুবন
আর শুনতে পারেনা নিভাঁজ
দেহের তাপ প্রায় হিমাঙ্কে
কঁচি হয়ে , কে জানে দেখা দিবে
শৈবালীর মুখ
সত্যনিষ্ঠার মত আর একটি
সন্তান কবে জন্ম দিবে
ভ্রূণে ধরবে গোলাকার রক্তপিণ্ড ।।
(বিঃদ্রঃ আপনার সাথে আমার চুক্তি আছে যে আমরা একজন অপরজনকে অনুসরণ করবো। আলোচনা করবো। মনে আছে সেই কথা?)
২৫ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:১৭
গন্ধ গণতন্ত্র বলেছেন: জ্বালিয় না ৷ভাললাগার জন্য ভালবাসা রইল
©somewhere in net ltd.
১|
২৫ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:২৫
ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: খুব খুব ভালো হয়েছে তবে সম্পুর্ণ ছু'তে পারিনি ।