![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কথা বলার স্বাধীনতাই গণতন্ত্রের প্রথম ধাপ
ফ্রস উত্তর দিয়েছিলেন এক জিঞ্জাসুকে , আধুনিক মানুষকে যিনি তাঁর কথা শোনাতে পারেন তিনিই হলেন আধুনিক কবি , কবে তিনি বেঁচে ছিলেন সেটা বড়ো কথা নয় । তবে যদি আধুনিক কালে বেঁচে থেকেই সে-কাজ করে থাকেন ,তাহলে তিনি আরও বেশি আধুনিক ।
একটা হয়তো বলা যায় যে দ্বিধাপন্ন মানুষের আর সমাজের নির্যাস -টাকে তুলে ধরাই আধুনিকতার চরিত্র । এর মধ্যে লুকানো আছে একটা বিরুদ্ধাচরনের জোর , একটা প্রতিবাদের নিশ্বাস । একই সঙ্গে হ্যাঁ আর না-এর প্রতিঘাত জড়ানো থাকে , সেই লেখার মধ্যে ।বলছি না যে এর ফলে অমঙ্গল বা evil-টাই সর্বস্ব হয়ে ভাবনার কাঁধে চেপে বসব । হতে পারে যে সেই অমঙ্গলকে অতিক্রম করে যাবার বিশ্বাসেই একজন হয়ে উঠছেন আধুনিক ।
২| ০৯ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:২২
কল্লোল পথিক বলেছেন: শতভাগ সহমত
নিরন্তর শুভ কামনা জানবেন।
৩| ১৬ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:২৭
গেম চেঞ্জার বলেছেন: নিমগ্নের সাথে সহমত।
(বিঃদ্রঃ আপনার সাথে আমার চুক্তি আছে যে আমরা একজন অপরজনকে অনুসরণ করবো। আলোচনা করবো। মনে আছে সেই কথা?)
©somewhere in net ltd.
১|
০৯ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৫৮
নিমগ্ন বলেছেন: বিঃশ্বাস শব্দটিই আধুনিকতার জন্য একটি বড় বাঁধা............