নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গন্ধ গণতন্ত্র • আমাকে অনুসরণ কর, আমিও তোমাকে করব @* আমার পোস্টে মতামত দিবে , আমিও আছি তোমার সাথে *

গন্ধ গণতন্ত্র

কথা বলার স্বাধীনতাই গণতন্ত্রের প্রথম ধাপ

গন্ধ গণতন্ত্র › বিস্তারিত পোস্টঃ

জঙ্গি অনুপ্রবেশ রুখতে লেসার দেওয়াল সীমান্তে

১৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:১৩

জঙ্গি অনুপ্রবেশ রুখতে এ বার সীমান্তলাগোয়া নদী ও খালগুলিতে লেসার দেওয়ালের ব্যবস্থা করতে চলেছে ভারত পঠানকোটে জঙ্গি হামলার পর এই সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্র ক পঠানকোটে হামলার আগে বামিয়ালের উজ নদী পেরিয়েই এ দেশে প্রবেশ করেছিল জঙ্গিরা এই ধরনের ছোট ছোট খাল বা নদীর বেশির ভাগই পঞ্জাব সীমান্তে গুরুদাসপুর , পাঠানকোট হামলার পর আর কোনও রকম ঝুঁকি নিতে চাইছে না সরকার অনুপ্রবেশ রুখতে তাই এ ধরনের লেসার প্রযুক্তির সাহায্য নেবে সীমান্ত রক্ষী বাহিনী
এই দেওয়ালের কাজ কী ?
দেওয়ালের পাশে কোনও কিছু এলেই সেটা চিহ্নিত করবে ডিটেক্টরের মাধ্যেমে এ ছাড়া সীমান্তলাগোয়া নদীতেও লেসার রশ্মির ব্যবস্থা থাকবে নদী পেরিয়ে যদি কেউ অনুপ্রবেশ করতে যায় ওই লেসার রশ্মিই জানান দেবে সাইরেন বাজিয়ে
জম্মু সেক্টের ২০১৫ - তেই এই ধরনের দেওয়ালের কাজ শুরু করে দিয়েছে বিএসএফ
আর কাঁটাতার টপকে নয় , এখন রাতের অন্ধকারে অরক্ষিত নদী - খালগুলোকেই ব্যবহার করছে জঙ্গিরা
পঞ্জাব সীমান্তে এ রকম ছোট ছোট অনেক নদী বা খাল আছে যেগুলোকে এই প্রযুক্তির আওতায় এনে জঙ্গি অনুপ্রবেশ বন্ধ করা পাশাপাশি , রাতেও ওই নদীগুলিতে পাহারার ব্যবস্থাও করা হচ্ছে ।

সূত্র--আনন্দবাজার পত্রিকা

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:৩৭

কল্লোল পথিক বলেছেন: কাটাতার বা লেসার দিয়ে বর্ডার প্রোটেকশন দেয়া যায়।
কিন্তু প্রতিবেশী রাষ্ট্রের সাথে সুসর্ম্পক দিয়ে পুরো জাতি কে প্রোটেকশন দেয়া যায়।
ধন্যবাদ খবরটি শেয়ার করার জন্য।

২৫ শে জানুয়ারি, ২০১৬ রাত ৩:১৬

গন্ধ গণতন্ত্র বলেছেন: :D:D:D

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.