নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পোশাক কারখানার মেধা-শ্রমিক । মেহনতী মানুষের জয় হোক । পড়তে ভাল লাগে, মূলত এই জন্যেই ব্লগে আসা-যাওয়া করি ।

কালমানব

বস্ত্র কারখানার পেশাজীবি

কালমানব › বিস্তারিত পোস্টঃ

খেলারাম খেলে যা

১১ ই ডিসেম্বর, ২০২২ সকাল ১১:০৪

খেলারাম খেলে যা- সৈয়দ হক মজাটা বুঝতে পেরে সেই কবে থেকেই বলে যাচ্ছেন । এদ্দিনে চারদিকে তারি প্রতিধ্বনি শুনি- খেলা হবে, খেলা হবে । খেলা হয়, যারা জেতে তারা খুব কৌশলী হয় । আবার অঘটনও ঘটে; যাদের কেউ গােনে না তারাও একবার জিতে । বাক-পটুরা মঞ্চে খ্যালেন আর মার-পটুরা রাস্তায়, ম্যাজিক্যাল ম্যারাডোনা হেসে-খেলে দুর্দান্ত মরে গিয়ে জিতে নেন পৃথীবির যত ফুটবল-পাগল মানুষের গহীন মনের কাপ ।

বয়স হলে মেসিও কি আর খেলবে কিন্তু জিতবে না ? আর আমাদের অর্থনীতির মেসি গার্মেন্টস-টেক্সটাইল কি বুড়ো হলে আর কােন দুর্দান্ত বাঁকানো শটে জাল জড়াবে না ? সি-আর সেভেনের ভীষন পরিশ্রমী রেমিট্যান্সের ট্রেডমার্ক গড়ানো শট দুর্ধর্ষ কােন গােলকিপার টেলিস্কপিক ডাইভ দিয়ে লুফে নেবে - গােল হবে না !?
ব্যাপক ধন্দে সময় গেলে রাজনীতি-অর্থনীতির খেলা বোঝা যার-তার কর্ম না, তাই সহজ মনে বােকার বাক্সে দিন-রাত্তির একাকার করে মেসি-ম্যারাডোনা-রোনাল্ডো-পেলের খেলা কেমন ছিল, কেমন হল- টান-টান উত্তেজনায় গ্যালারী থেকে সাইড লাইন পেরিয়ে মাঝ মাঝ মাঠে; মনে মনে এইসব দেখি।
কিন্তু বল-প্লেয়ারের ড্রিবলিং কারিকুরি হলেও পােস্টে কিক তাে মনের মত হয় না, ঝলসে উঠা চাপাতির মত রাইট-সাইডে থেকে রাফ ট্যাকলিং হলে ছুটন্ত প্রিয় স্ট্রাইকার স্পিন করে বাম পা চেপে মাঠে পড়ে কাতরায় । হিস-হিস করে চাপা শব্দের তালে রেফারী দৌড়ে এসে মাথার উপর হাত তুলে হলুদ কার্ড ঝেঁড়ে দেন আর পেনাল্টির বাশি বাঁজান । পারফেক্ট ফ্লিক হলে গোল হতে পারতো, কিন্তু নাআ- জায়ান্ট গােলকী ডান দিকে হাত বাড়িয়ে ঠেকিয়ে দেয় অতিরিক্ত সময়ের শেষ মিনিটের নরম-ক্লান্ত গােল শট ।
সংসারে ফেল, ব্যবসায় লস, হাই ব্লাড সুগার-বিপি, জীবনের খেলায় পুরো সময় হারুপার্টি হার্ট আর নিতে পারে না; দুর কাতারের ৯৭৪ স্টেডিয়ামে সমস্ত সম্ভাবনা নিয়ে জিত্তে পারা দলের উল্টো হার নেত্রকোনায় মোবারকের সোফা-চ্যুতি ঘটায়, তার জীবনের খেলা শেষ হয । চরম মাত্রার ইমোশনাল এক সমর্থকের মৃত্যুতে অখাদ্য কােন কাগজের এক কলাম আদ্দেকটা ভরে উঠে।
আমরা যারা কিছুটা চালাক আছি তারা এমন্টা কখনো করি না । না আর্জেন্টিনা, না ব্রাজিল, জার্মানী, ফ্রান্স, পর্তুগাল কি মরক্কো- সবদিকে আছি আবার অতবেশী মন লাগাই না ব্রাে- কোন চাপ নাই, নেই না । প্রতিদিনের যাতায়াতের রাস্তায় ভীষন দুর্বিষহ ময়লা মােড় আসার ঠিক আগেই রুটিন মতো চােখ মেলে দেই সুদুর ভাদ্রের নীলাকাশে । নিশ্চিত গুগলের ২৩ মিনিট যানজটে বসে রিকশাওলা পিচিক করে গাড়ীর গায়ে পানের পিচকারী ছুড়লে নেমে গিয়ে কষে বাম কানের নীচে ঠাঁটিয়ে মারার ইচ্ছা নিষ্ঠুর হাতে গলাটিপে ধরে মেকি উদাস হয়ে বসে থাকি- থাক, কি হবে ড্রাইভার আছেনা, সেই ক্লিন করে নেবে ।
চুলচেরা হিসাবে কে ঠিক? বিম্পি না আম্লীগ, যাত্রাপার্টি না বামাতী-জামাতী ? দ্রব্যমূল্য চেতে গেল, অধিকার-ভোট-জংগী-বিরোধী দমন-পীড়ন, ব্যাংকের ব্যাংক্রাপ্টসি, উন্নয়ন- রিজার্ভ পতন, দ্রিম-দ্রিম ড্রামবিটের তালে তালে ফুঁসে উঠা এ্যাব্বড় জিপিএ-৫ ইত্যকার সমস্ত বিষয়ে নিখুঁত জলীয় নিরপেক্ষ দুরত্ব বজায় রেখে খেয়ে হেঁগে বেশ ভাল বেঁচে তাে আছি ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.