নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পোশাক কারখানার মেধা-শ্রমিক । মেহনতী মানুষের জয় হোক । পড়তে ভাল লাগে, মূলত এই জন্যেই ব্লগে আসা-যাওয়া করি ।

কালমানব

বস্ত্র কারখানার পেশাজীবি

কালমানব › বিস্তারিত পোস্টঃ

আর ইউ রেডি?

১৬ ই জুলাই, ২০২৪ বিকাল ৫:১৭

আমার বন্ধুরা যারা সরকারী বিভিন্ন পদে আছেন বেশীরভাগই বর্তমানে উচ্চপদে কর্মরত আছেন, যাদের বেতন-সুবিধা আমার বেতনের থেকে বেশ খানিকটা কম হবে । বেতন-বৃদ্ধি, গাড়ী, মোবাইল, ঢাকা শহরের বসবাসের নাগরিক সুবিধা সবকিছুই বেসরকারী চাকরীর বেলায় দ্রুত ঘটে যায় ।
আমার জানামতে, সরকারী চাকুরে যাদের কথা বল্লাম তারা সবাই মেধাবী, সৎ এবং দক্ষ লোক । তারা যদি বেসরকারী জবে ঢুকতেন তাহলে প্রায় সবারই আমার থেকেও ভাল করার সম্ভাবনা ছিল । এমনকি অনেকে, প্রথমে বেসরকারী পদে শুরু করে পরে সরকারী কম বেতনের পদে যোগদান করেন এবং আজ অবদি সেই একই বিভাগে কাজ করে যাচ্ছেন । এমন কোন আহামরি শয়-সম্পত্তি, ব্যাংক ব্যালেন্স, নুরানী চেহারা বা তদীয় স্ত্রীদের কোন রাজনৈতিক পদ-পদবী, রিসর্ট, ডুপ্লেক্স, ভিলা, বাগান-বাড়ী আছে বলে জানা নেই । এদের অনেকের পোস্টিং মফস্বলে, বড়জোর জেলা শহরে, ভাগ্যবানদের কেউ কেউ ঢাকা বা এর আশে-পাশে; উল্লেখযোগ্য অংশের বাহন বলতে পাবলিক ট্রান্সপোর্ট- হালে কেউ নিজের টাকায় গাড়ী কিনেছেন । এতসব বিলম্বিত পাওয়া অথবা না পাওয়ার মধ্যেও তাদের ভিতরে বিরাট আত্মতৃপ্তি এবং সন্তুষ্টি কাজ করে আর তার মূল কারনগুলো হলো-
• তারা কাজটি অর্জন করছেন মেধার জোরে, সেটা তারা জানেন
• সরকারী পদ-পদবীর ক্ষমতা
• সামাজিক সম্মান, পরিচিতি ও স্বীকৃতি
• নিরাপদ কাজের পরিবেশ, চাকরীর নিশ্চয়তা
• সমান যোগ্যতার সমমনা সহকর্মীবৃন্দ
• অবসরকালীন পেনশন / পারিবারিক ভাতা
এখন ২০২৪ -এ নতুন প্রজন্মের কেউ যদি এই বিষয়গুলো চিন্তা করে, তার অভিভাবকদের জীবন-যাপন প্রনালী দেখে উদ্বুদ্ধ হয়ে সরকারী চাকরীতে আসতে চায় তাহলে বাধাটা ঠিক কোথায় ?
৫৬% কোটা ?
সরিয়ে দিন এটা, মেধাবী তরুন-তরুনীদের মূল্যায়ন করুন- ওরাই সোনার বাংলা গড়ে তুলবে ।
আর সেটাই ছিল ১০০% মুক্তিযোদ্ধাদের স্বপ্ন, কোটার নামে স্বজন-তোষন বা দলবাজী নয় ।
আর এটা যদি বুঝতে ব্যর্থ হন, আপনার বিদায়ের ঘন্টা বেজে গেছে, আর ইউ রেডি ?

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৬ ই জুলাই, ২০২৪ সন্ধ্যা ৭:০৩

কামাল১৮ বলেছেন: রংপুরে একজন নিহত হয়েছে।এটা দুঃখজনক।আর কারো বিদায় ঘন্টা বাজুক এই কামনা করবেন না।

২| ১৭ ই জুলাই, ২০২৪ সকাল ৯:১২

কালমানব বলেছেন: আমরা চাই না একটি প্রানও আর ঝরে পড়ুক । নিহতের পরিবারের জন্য গভীর সমবেদনা ও শোক প্রকাশ করছি ।
বস, বিদায়ের ঘন্টা বলতে বুঝিয়েছি যখন সরকারের পক্ষ থেকে জনদাবীর মত বিষয়ে তুচ্ছ-তাচ্ছিল্য, অন্ধ আত্মবিশ্বাস থেকে উপেক্ষা যা অহংবোধ ছাড়া আর কিছু নয়, তখন সেটা তাদের পতন বা বিদায়ের সুনিশ্চিত সংকেত ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.