নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষ হবার বড় ইচ্ছে হ্য় আমার

নীল আকাশের নীচে আমি হেটে যাই একা......একটা স্বাধীন মনের মানুষের খোঁজে।।

কাকাতুয়া

আমি ভালবাসি মানুষকে আমি ভালবাসি তোমাকে

কাকাতুয়া › বিস্তারিত পোস্টঃ

কবে সকাল হবে,দ্বিধা গ্রস্থ মন।

২৬ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:০৫

কবে সকাল হবে। আর পারি না ভাই, ঘুম থেকে উঠেই মুখটা তেত হয়ে আছে। দুর পরবাসে থেকে ঐ সব মানুষের জন্য সামান্য অর্থ সাহায্য ছাড়া আর কিছু করতে পরছি না। আরর্তনাতে আমার মন প্রান বিসন্ন হয়ে আছে। খবরের কাগজ গুল বার বার পড়ি যদি একটা জিবিত প্রান এর খবর পাই। কোন কাজে আমার মন নাই, কোন খবোরে আমার আগ্রহ নাই, শুধু সাভার আমার মন প্রান জুরে। হাজার মানুষের শোক যেন আমাকে পেয়ে বসেছে। সাভারের কান্না, আর্তনাত, ক্ষোভ, আমি শুনতে পাচ্ছি। আমার ভাল লাগে না ভাই।



কবে সকাল হবে, আমি শ্বাস নিব, আমার যে দম বন্ধ হয়ে আসছে। গরিব কি মানুষ না ভাই। কেন তাদের নর পশুর লোভের বোলিদান হতে হবে। আর কত প্রান গেলে গরিবরা মানুষ হবে? কেউ আমাকে একটু বলে দেন ভাই, কি করে গরিব কে মানুষ বানাতে হয়, য়াতে করে তাদের আর এই ভাবে প্রান দিতে না হয়।



কবে সকাল হোবে। লাশের রাজনৈতি বন্ধ হবে। হাজার প্রানের মিছিলে স্বার্থনেশি নেতারা কাদা ছোরা ছুরি করবে না। ঢাকার রাস্তায় হাটলে, বিওবান দের গাড়ি দেখে আমি অবাক হই, মনুষের এত টাকা অথব সাভারে আমার ভাই বোনদের সাহায্য করার টাকা তাদের নাই।



কবে সকাল হবে। টেলিভিশনে তরুন প্রজন্মের নেতারা আস্তিক, নাস্তেকের খুব বুলি উড়াতে শনতাম, আর আজ এই সংকটে মানুষের পাশে দাড়ানোর ভাষা তারা ভুলে গেছে। নেতা কি শুধু ক্ষমতার জন্যে নেতা হবে, মানুষের জন্যে না। আমার অর্নউর্বর মাথাতে কিছু ডোকে না। কেউ কি আছেন ভাই আমাকে একটু বাস্তবতাটা বুঝিয়ে দিবেন।



কবে সোকাল হবে। নিজে নিজে ভাবি, আমার মোন মন আরো বিষিয়ে উঠে। সাকাল বোধয় হবে না ভাই, য়ত দিন না, গরিব মানুষ হয়। আমি ভাবি আর ভাবি।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৭ শে এপ্রিল, ২০১৩ রাত ১:৩৮

রাজনীতির ভাষা বলেছেন: তরুন প্রজন্ম (তথাকথিত) যদি নিজেদের স্পিরিটে আন্দোলন করত, তবে এই দুর্যোগে তাদেরকে সর্বাগ্রে দেখা যেত। মস্তিস্ককে সরকারের কাছে বিকিয়ে দিয়ে আন্দোলন করলে কখন কি করতে হবে সবকিছুই সরকারকে বলে দিতে হবে, নাহলে আন্দোলন সফল হবেনা। বাস্তবেও তাই হচ্ছে।

২| ২৭ শে এপ্রিল, ২০১৩ ভোর ৪:২৮

কাকাতুয়া বলেছেন: য়থার্থ বলেচ্ছেন। শক্ত হাতে দেশের হাল ধরার মত কোন নেতা আমদের দেশে নাই। আফসোস...।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.