নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কাকঁন

আমি যে শুদুই আমি

কাকঁন › বিস্তারিত পোস্টঃ

বুদ্ধি B-) B-)

৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:২৩





বুদ্ধি নিয়ে একটু কথা বলি আজ



ছোটবেলা আমার অনেক অনেক বুদ্ধি ছিল(ছিল কি এখনও আছে :!> :P ছোটবেলা সব সময় সবাই বলতো আমাকে আরে...তোর দেখি অনেক...বুদ্ধি ! !:#P

মানুষের কাছে আমার বুদ্ধির প্রশংসা শুনতে শুনতে আমি নিজেকে খুব বুদ্ধিমতি মনে করতে লাগলাম মনে হতো পৃথিবীর মদ্ধে বুদ্ধি হলে আমার এই !:#P

কিন্তু এখন বড় হয়েছি সবাই বলে ছোটবেলার বুদ্ধি নাকি আমার কাছে এখন আর নাই :( :(( :((



আমি যানি আমার অনেক বুদ্ধি আছে কিন্তু মানুষের মতো আমার কঠিন বুদ্ধি নাই /:) B:-)

আমার কাছে বুদ্ধির চার রঙ।

লাল,কালো,গোলাপি ও সবুজ

লাল রঙ কঠিন বুদ্ধি

কালো রঙ সয়তানি বুদ্ধি

গোলাপি রঙ সহজ বুদ্ধি

সবুজ রঙ যার বোকামি বুদ্ধি



আমার বুদ্ধির রঙ গোলাপি

আপনাদের কোন রঙ এর বুদ্ধি একটু জানাবেন ;)

মন্তব্য ৫৩ টি রেটিং +৬/-০

মন্তব্য (৫৩) মন্তব্য লিখুন

১| ৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:৩৫

আমিনুর রহমান বলেছেন: বোকামিও যে একটা বুদ্ধি আইজকাই জানলাম :P



তয় আপনেরে আইজ মনে হইছে আর আপনে ব্লগে আইসা পড়ছেন !!!
কেন মনে পড়ছে ???? জিলাপী খাইছি তাই !:#P !:#P !:#P

০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪৬

কাকঁন বলেছেন: বোকা হয়ে থাকা ও একটা বুদ্ধি :P
জিলাপির কথা মনে করে দিলেন X((

২| ৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:৩৯

মাক্স বলেছেন: কালো রং :P :P :P

০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪৭

কাকঁন বলেছেন: হায় হায় ভয় পাই কালো বুদ্ধি ;)

৩| ৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:৪০

বাউল মোহর বলেছেন: হা হা হা। বুঝলাম, ব্লগে আতেল দের পাশাপাশি টাল রাও লিখতে শুরু করেছে

০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪৮

কাকঁন বলেছেন: আপনি আতেলদের ধলে না টালদের দলে ভাইয়া?
আমার মনে হয়................নাহ থাক :P

৪| ৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:৪৬

শূন্য পথিক বলেছেন: আমিনুর রহমান বলেছেন: বোকামিও যে একটা বুদ্ধি আইজকাই জানলাম

০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪৯

কাকঁন বলেছেন: হিঃহেঃহিঃহেঃ আমি আগেই জানতাম

৫| ৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:৪৯

আশিক মাসুম বলেছেন: আমিনুর রহমান বলেছেন: বোকামিও যে একটা বুদ্ধি আইজকাই জানলাম :P



তয় আপনেরে আইজ মনে হইছে আর আপনে ব্লগে আইসা পড়ছেন !!!
কেন মনে পড়ছে ???? জিলাপী খাইছি তাই !:#P !:#P !:#P


হাহাহহা :)


আপ্পি আজকে সত্যি সবাই মিলা তোমারে মিস করেছি, আহহহ জিলাপি যে কি পরিমাণ মজা আছিল। আমি আরো ১ কেজি খাইতে পারতাম কিন্তু ওনারা ধমক দেয় :) তাই খাইলাম্না।




০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫০

কাকঁন বলেছেন: কালো বুদ্ধির মানুষ X( জিলাপী খাবো আমি :((

৬| ৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:৫২

আশিক মাসুম বলেছেন: আমার হইলো ওয়াটার কালারের বুদ্ধি, সহজ ভাসায় যারে কয় নির্বুদ্ধি :) :P :P =p~

০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫১

কাকঁন বলেছেন: নাহ কালো বুদ্ধি
আমাকে জিলাপীর কথা মনে করিয়ে দিলে :(

৭| ৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ৩:৪৪

বিকারগ্রস্থ মস্তিস্ক বলেছেন:

আমার
সাদা
কালো না নীল অথবা লাল
সবুজ অথচ লীন
চোখে কোনে এসে ধরা দেয় অতি-ক্ষীন
সাদার পাশে
খয়রীও আছে
তোমায় ঘিড়ে
খুব আবদার
সুরে আসমানী
সার্টের অস্তিন টেনে ধরে !!


হিহিহি এইবার কন তো আপা আমার বুদ্ধি কেমন ?

০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫২

কাকঁন বলেছেন: সব রং মিলে মিশে পাচঁ মিশালী বুদ্ধি আপনার ;)
যখন যা প্রয়োজন :)

৮| ৩০ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৪:২৯

দায়িত্ববান নাগরিক বলেছেন: লাল B-)

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০২

কাকঁন বলেছেন: কঠিন বুদ্ধি ভয় পাই B:-)

৯| ৩০ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৪:৫৭

লোনলিফাইটার বলেছেন: দুর গাধা নিজেরে বুদ্ধিমান মনে করো?জোকস অফ দ্য সেন্চুরি ;) ;) B-)) B-)) :P :P কাকড়া B-)

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০৫

কাকঁন বলেছেন: এই বাঁদর সুন্দর করে কথা বল X(

১০| ৩০ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৮:৩১

তিতাস একটি নদীর নাম বলেছেন: আমার বুদ্ধি-সুদ্ধি নাই। কেউ আমারে কখনও বলে না যে বুদ্ধি ভহিল বা আছে।
তাই আমি সবুজের দলে।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:১৩

কাকঁন বলেছেন: বন্ধু ....সবুজ রঙ বুদ্ধি ভালো।

১১| ৩০ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৮:৩৩

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
কালার নাই।

কেমন আছেন?

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:১৬

কাকঁন বলেছেন: কালার নাই,
বুদ্ধি নাই :(

আমি ভালো :)

১২| ৩০ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৩৩

আরজু পনি বলেছেন:

আরো কয়েকটা দিলেই পারতেন, তবে মিলিয়ে দেখতাম /:)

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:২১

কাকঁন বলেছেন: আচ্ছা ;)

১৩| ৩০ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:০৬

ইমরাজ কবির মুন বলেছেন:
আমার মাল্টিকালার বুদ্ধি :#) ||

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:২৫

কাকঁন বলেছেন: ওয়াও! !:#P

১৪| ৩০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:০৮

অনীনদিতা বলেছেন: কালারও নাই
বুদ্ধিও নাই:):(

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:২৬

কাকঁন বলেছেন: কালার নাই
বুদ্ধি নাই
কেন নাই?

১৫| ৩০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৪৯

একজন আরমান বলেছেন:
আপু আমারেও একটু বুদ্ধি ধার দেন না।
পিলিস। :P :P ;) ;)

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৩৫

কাকঁন বলেছেন: আচ্ছা তিন সপ্তাহ জন্য ধার দিব :)

১৬| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৪১

আমি বাঁধনহারা বলেছেন:
আমার কোন বুদ্ধি নাই
তাই খাই শুধু ধোকা।
সবাই বলে আমি নাকি
সবচেয়ে বড় বোকা!!!

কেমন আছেন আপু???

আপনাকে খুব মিস করি!!!!


ভালো থাকবেন
মনে রাখবেন!!!

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৪৯

কাকঁন বলেছেন: আমার তো অনেক বুদ্ধি
এরপরও খাই শুধু ধোকা,
তাই সবাই বলে আমি নাকি বোকা :((

আমি ভালো :)
মিস কেন আমি তো সব সময় আছি B-)

১৭| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:৩৩

শোশমিতা বলেছেন: একি! গোলাপি আপুর বুদ্ধির রঙ ও গোলাপি :P
কেমন আছো আপু?

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৫২

কাকঁন বলেছেন: জিলাপি আ.......পু তুমি!ওয়াও! !:#P
অনেক দিন .....পর :(

আমি ভালো:)
তুমি কেমন?
মিস করেছি অনেক :((

১৮| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৩৬

একজন আরমান বলেছেন:
কেন কেন?
তিন সপ্তাহ কেন?

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:২৯

কাকঁন বলেছেন: তিন সপ্তাহ কারণ বেশি দিন এর জন্য ধার দিলে পরে ফেরৎ দেত্তয়া হবেনা....তাই :(

১৯| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৭

ইখতামিন বলেছেন: পঞ্চম ভালো লাগা.

ওয়াও. আপু!

আমারও তো কোনও রং নেই.

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:৩৫

কাকঁন বলেছেন: ধন্যবাদ।
আচ্ছা আমি তোমাকে রঙ একটা দিব :)

২০| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:১৫

শোশমিতা বলেছেন: আমি মুটামুটি ভালো আছি।
আমিও তোমাকে- তোমাদের কে অনেক মিস করি আপু।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:৫৭

কাকঁন বলেছেন: ও জিলাপি আপু....মুটামুটি ভালো কেন? :(

তুমি আমার ঘর এসে"তোমাদের কে অনেক মিস করি"এই খবর কাকে দিয়েছ?X(
আমার ঘরে এসে আমাকে একা মিস করবেB-)):P

২১| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:৫০

কামরুল হাসান শািহ বলেছেন: আমার জানা মতে আপ্নের অনেক বুদ্ধি /:)

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:৫৯

কাকঁন বলেছেন: B-)) !:#P !:#P

২২| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আমার বুদ্ধির রং বেলাক এন হোয়াইট । =p~ =p~

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৩

কাকঁন বলেছেন:
কালো রঙ তো সয়তানি বুদ্ধি :P
সাদা রঙ এর বুদ্ধি নাই :#)

২৩| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৫৯

খায়ালামু বলেছেন: আমার বুদ্ধির রঙ 'কালো + সবুজ = ইতরামি' :P :P

২৪| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৪১

আম।তুল বলেছেন: কিন্তু এখন বড় হয়েছি সবাই বলে ছোটবেলার বুদ্ধি নাকি আমার কাছে এখন আর নাই ..:( :-P :-P

২৫| ১৩ ই মার্চ, ২০১৩ রাত ৩:১৩

শোশমিতা বলেছেন: কাকঁন আপু কেমন আছো? অনেক দিন কথা হয়না। মিস করি অনেক :(

২৬| ১১ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:৫৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সুস্থ আছেনতো ?

২৭| ০৫ ই জুলাই, ২০১৩ দুপুর ২:৫৮

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: :#) :#) :#) :#) :#)

২৮| ২৮ শে এপ্রিল, ২০১৪ রাত ১২:০৪

আমিনুর রহমান বলেছেন:



জিলাপি খেলেই আপনার কথা মনে পড়ে !

২৯| ১২ ই জুলাই, ২০১৫ সকাল ১০:০৮

নিহন বলেছেন: ঈদ মোবারক

৩০| ১৭ ই মার্চ, ২০১৭ দুপুর ১:৪১

ফয়সল নোই বলেছেন: আপনার থিউরি অনুযায়ি আবার ‍বুদ্ধি সবুজ টাইপ হবে ।

৩১| ২২ শে এপ্রিল, ২০২১ রাত ৮:০১

খায়রুল আহসান বলেছেন: এ ছাড়াও আরও অনেক রকমের বুদ্ধি আছে, সেগুলোর রঙ উল্লেখ করুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.