নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কলাবাগান১

বিজ্ঞান নিয়ে পড়ালেখা দেশপ্রেমের ই অংশ

কলাবাগান১ › বিস্তারিত পোস্টঃ

সাঈদীর জন্য আত্নাহুতি

২৫ শে জুন, ২০১৩ সকাল ৯:০৪

বিনপির মহিলা সাংসদ রানুর মতে সাঈদীর জন্য ১৫০ জন জীবন দিয়েছে কিন্তু বংগবন্ধুর মৃত্যুর পর একজন ও মারা যায় নাই...



উনাকে মনে করিয়ে দিতে চাই, বংগবন্ধুর জন্যই দেশের ৩০ লাখ লোক জীবন দিয়েছিলেন আর তার জন্যই আজ স্বাধীন বাংলাদেশের সংসদে দাড়িয়ে সাঈদীর মত রাজাকারের সাথে বংগবন্ধুকে তুলনা করতে পারছেন.........।



বংগবন্ধুর মৃত্যুর পর আজকের কাদের সিদ্দিকীই হাতে অস্ত্র তুলে নিয়েছিলেন....

মন্তব্য ১২ টি রেটিং +১/-১

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৫ শে জুন, ২০১৩ সকাল ৯:১৭

অচিন তারা বলেছেন: সাইদীর জন্য আত্মাহুতি... :)

২| ২৫ শে জুন, ২০১৩ সকাল ৯:৩২

কষ্টবিলাসী বলেছেন: বংগবন্ধুর জন্য দেশের ৩০ লাখ লোক জীবন দিয়েছিলেন ???

২৫ শে জুন, ২০১৩ সকাল ৯:৩৯

কলাবাগান১ বলেছেন: আপনি কি মনে করেন রাজাকার সাঈদীর কথা শুনেই দেশের সকল মানুষ (১% রাজাকার ভাবধারার লোক ছাড়া) মুক্তিযুদ্ধে ঝাপিয়ে পড়েছিল?

বংগবন্ধুর হত্যার পর মিলিটারীরা যে অবস্হার সৃস্টি করেছিল (কারফিউ/হত্যা/গুম), তখন প্রতিবাদ করার মত অবস্হা ছিল?

৩| ২৫ শে জুন, ২০১৩ সকাল ৯:৪০

দায়িত্ববান নাগরিক বলেছেন: রাজাকার মেশিনম্যান সাঈদির জন্য বিএনপির দরদ বিএনপির জন্মলগ্ন থেকেই। কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে তুলনা করা ধৃষ্টতার সীমা ছাড়িয়ে গেছে।

৪| ২৫ শে জুন, ২০১৩ সকাল ৯:৫৯

চলতি নিয়ম বলেছেন: চোরে না শোনে ধর্মের বাণী।

যে একবার মেশিনে মজা পাইছে, সে কি সেটা ভুলতে পারে? ;)

৫| ২৫ শে জুন, ২০১৩ সকাল ১০:২৩

রাজীব বলেছেন: বংগবন্ধুর মৃত্যুর পর আজকের কাদের সিদ্দিকীই হাতে অস্ত্র তুলে নিয়েছিলেন....

সেজন্যইতো কাদের সিদ্দিকী এখনক রাজাকার!!

২৫ শে জুন, ২০১৩ সকাল ১০:৩২

কলাবাগান১ বলেছেন: কাদের সিদ্দিকীকে আমি কখনও রাজাকার বলে সম্ভোধন করব না.......কিন্তু তিনি এখন রাজাকার বান্ধব।

বেয়াইর বাবা শান্তি কমিটির মেম্বার ছিলেন, তাই বলে উনাকে কেন রাজাকার বলা হবে? আমাদের সময়ের নাঈমুল ইসলামের বাবা রাজাকার ছিলেন, তাই বলে কি নাঈমুল ইসমালকে রাজাকার বলা হয়?? শাইখ সিরাজের বাবা পাকিস্হানপন্হী ছিলেন, তাই বলে কি শাইখ সিরাজ কে রাজাকার বলব? বলব না...।

কিন্তু আজ অনেকেই মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে রাজাকার বান্ধবে পরিনত হয়েছেন..... সেটা আমাদের দেশেরই ব্যর্থতা

৬| ২৫ শে জুন, ২০১৩ সকাল ১১:০০

মেহেদী_বিএনসিসি বলেছেন: তেলাপোকার লগে যদি আপ্নে কবুতরের তুলনা করেন.........তাইলে তো ভ্যাজাল লাগবেই। ফ্রি ফ্রি কিছু মহিলাকে দলগুলা এম্পি বানায়ই এইসব উল্টাপাল্টা গালাগালী আর বক্তব্য দেওয়ার জন্য, আর কিছু নয়।

তবে এটা মানতেই হবে..........বর্তমান আওয়ামীলীগ আর তার কার্যনির্বাহী কমিটির বড় বড় মাথা গুলো দেখে বঙ্গবন্ধু উপরে বসেও চরমভাবে টাস্কিত আর লজ্জিত.....। উনার ১০% গুনও যদি হাসিনা ধারন করতেন.......তবে ওই এইচটি ইমাম,তথ্যমন্ত্রী,কালা বিড়াল,আবুল মিয়া,পরিকল্পনা মন্ত্রী, বেয়াই সাহেব......কেউ ই ওই মন্ত্রীসভাতো দুরের কথা.........কার্যনির্বাহী কমিটিতেও ঠাই পেতেন না।

৭| ২৫ শে জুন, ২০১৩ সকাল ১১:০৪

মেদভেদ বলেছেন: মুক্তিযুদ্ধের চেতনটা কি??? মুক্তিযুদ্ধ বিশারদরা কি একটু বলবেন????

৮| ২৫ শে জুন, ২০১৩ সকাল ১১:১০

মেদভেদ বলেছেন: একটা ভাটিয়ালী শোনেন.......
কলাবাগানের মাইয়া তুমি কত কলা জানো...ও ..ও..ও...
কলা গাছের কাইন (কাধি) থুইয়া ডাইগো (পাতা) ধইরা টানোরে...
ডাইগো ধইরা টানো...ও ..ও..ও...

৯| ২৫ শে জুন, ২০১৩ দুপুর ১:৩৪

পরিযায়ী বলেছেন: লেখক বলেছেন:বেয়াইর বাবা শান্তি কমিটির মেম্বার ছিলেন, তাই বলে উনাকে কেন রাজাকার বলা হবে? আমাদের সময়ের নাঈমুল ইসলামের বাবা রাজাকার ছিলেন, তাই বলে কি নাঈমুল ইসমালকে রাজাকার বলা হয়?? শাইখ সিরাজের বাবা পাকিস্হানপন্হী ছিলেন, তাই বলে কি শাইখ সিরাজ কে রাজাকার বলব? বলব না...।

কিন্তু আজ অনেকেই মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে রাজাকার বান্ধবে পরিনত হয়েছেন..... সেটা আমাদের দেশেরই ব্যর্থতা


============================================

তাহলে গুলাম আযমের (গুয়া) ছেলেকে কেন কর্নেল পদ থেকে বরখাস্ত করা হল? সে কি রাজাকার ছিল? আমি মনে করি রাজাকারের রক্ত যেখানে যেখানে আছে, সব রাজাকার। অন্ধ আওয়ামী বিশ্বাসের কারনে রাজাকারের বংশ বৈধ করার কোন অর্থ নাই।

১০| ২৫ শে জুন, ২০১৩ দুপুর ২:৫২

অগ্নি সারথি বলেছেন: খোজ নিয়া দেখেন, রানুর লগে মেশিন ম্যানের ইট্টু ......................

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.