নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কলাবাগান১

বিজ্ঞান নিয়ে পড়ালেখা দেশপ্রেমের ই অংশ

কলাবাগান১ › বিস্তারিত পোস্টঃ

গুলশান নাকি সিংগাপুর???

১৪ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১২:৫৫

নেটে ঘুরতে ঘুরতে হঠাৎ রুমানিয়ার এক কাপল এর বাংলাদেশে ভিজিট করার ভিডিও

দেখছিলাম ওদের ড্রোন এর চোখে দেখা গুলশান দেখে আমি নিজেও ১৫ বছর আগে দেখা গুলশানকে চিনতে পারছিলাম না...। বিশেষ করে সন্ধ্যার ড্রোন এর ভিডিও টা। উপর থেকে দেখতে মনে হচ্ছিল না যে এটা বাংলাদেশের একটা অংশ...।আপনি যখন রিকশায় বা হেটে অথবা গাড়ীতে বসে দেখেন, তখন আসলে পুরা চিত্র টা বুঝা যায় না। আমার কাছে এই কাপল এর সব ভিডিও গুলিই খুব ভাল লাগছে

রুমানিয়ান মহিলা নিজেই বলছিলেন যে উনি ঢাকায় নাকি সিংগাপুরে বুঝতে পারছেন না...।এই কথাই যদি ভুলেও কোন বাংলাদেশী বলে ফেলে তখন দেখবেন একদল যারা ৩ বিলিয়ন রির্জাভ দিয়ে আরম্ভ করে আবার ৫ বছর পরও ৩ বিলিয়নে শেষ করে, তাদের পছন্দ হয় না...।
সব চেয়ে ভাল লেগেছে, এই ভিডিও নিয়ে পাকিস্হান এর দুই 'ব্লগার' এর আলোচনা..


ঢাকার এই ভিডিও দেখে তো I am just flabbergasted!!!!! What a transformation my dear Dhaka city!!!! I miss you dearly



নিচের ভিডিও এর কমেন্টগুলি (২১০০ কমেন্টস) দু বছর আগের, প্রায় সবগুলিই বাংলাদেশের বাহির থেকে করা। বাংলাদেশি যারা মানতে নারাজ যে বাংলাদেশের উন্নয়ন হচ্ছে তাদের কে কমেন্ট গুলি পড়তে অনুরোধ করছি....
যারা পরতে চান না তাদের কে বলছি (বালুতে মাথা গুজে আছেন যে আবার কবে ১৯৭১ এর দোসর আসবে আর আপনাকে রাস্তায় মাঝে থালাছাড়াই খাওয়ার ব্যবস্হাকরে দিবে কেননা তারা ব্যংকক এর মত পরিস্কার করে দিবে রাস্তা- ২০ বছর তো ছিল তারা ক্ষমতায়, তাদের দেশ চালানোর দক্ষতা তো দেখেছি)




পাকিস্হান থেকে কমেন্ট:

Islam For All
2 years ago
Much more cleaner and developed than our Pakistan. Tall buildings, clean road, electricity, clean water and good infrastructure. We can learn a lot from Bangladesh. Viva Bangladesh. Love from Pakistan.

এখন আমি বললেই আমি দালাল, শুয়োর, আমি হাফ উইটেড!!!!!!!! পারলে এই কমেন্টগুলির নিচে নিজের দেশের বদনাম লিখে কমেন্ট করে আসেন।

মন্তব্য ৪৫ টি রেটিং +৩/-০

মন্তব্য (৪৫) মন্তব্য লিখুন

১| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১:৩৬

রানার ব্লগ বলেছেন: ঠোট তেল দিয়ে ঘোসে যদি বুঝাতে চায় সে ভালো আছে এতে স্বাস্থের ভালো থাকা নিশ্চিত করে না ।

১৪ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১:৪০

কলাবাগান১ বলেছেন: ভাই ঠোটে তেল দিলে, ঠোট ফাটবে না, আর তাতে মুখে ইনফেকশন হবে না আর আর সেই ইনফেকশন সারা শরীরে ছড়িয়ে পড়বে না।
আরে ভাই ঠোটে তেল কেন, পানি দেওয়ার মত অবস্হাও ছিল না এই দেশ টার....

২| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১:৫২

ঢাবিয়ান বলেছেন:

আমিতো ভেবেছিলাম ইতালির ভেনিস কিন্ত পরে শুনি শান্তিনগর :)

১৪ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১:৫৯

কলাবাগান১ বলেছেন:
আমি মনে করেছিলাম আগারগাও বস্তি এর ছবি...ক্যাপশান পড়ে দেখি যে এটা আমেরিকার লস এন্জেলেস শহর এর ছবি

৩| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ২:০৪

রাজীব নুর বলেছেন: গুলশান বনানী এলাকা ঢাকা শহরের সবচেয়ে সুন্দর এলাকা বলা যায়।

১৪ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ২:১৭

কলাবাগান১ বলেছেন: বারিধারা, নিকেতন, পূর্বাচল এর এলাকার ইউটিউব ভিডিও দেখে আমি মুগ্ধ...। আমি শেষ ২০১০ সনে একবার দেশে এসেছিলা.।তখন গুলশান যাওয়া হয় নাই

৪| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ২:৫৪

নতুন বলেছেন: কলাবাগান ভাই উন্নতি অবশ্যই হচ্ছে কিন্তু দলীয়করনের ফলে মানুষ অতিস্ট হয়ে যাচ্ছে।

আমারই আত্নীয়, বন্ধুরা এখন রাজনিতিক দলের সাথে থেকে অনেক ধনী হয়েছে। তাদের সাথে আলোচনায়ই শুনতে পাই দেশের কতটা শুবিধা এরা ভোগ করছে। এদের জন্য আমি খুবই ভালো আছি। আমার শহরে আমার গায়ে ফুলের টোকা দিয়েও কেউ পার পাবেনা। কিন্তু একটা দল যদি দানব হয়ে যায় সেটা দেশের জন্য ভালো না।

শেখ হাসিনার উচিত দলে সুদ্ধি অভিজান চালানো এবং তার পরিচিত বাবল থেকে বের হয়ে জনগনের কস্ট কাছ থেকে দেখা এবং দূনিতি বন্ধে কাজ শুরু করা।

তবেই মানুষ তাকে শেখের বেটি হিসেবে বাংলাদেশের ইতিহাসে মনে রাখবে। শেখ হাসিনার মতন শক্তিশালী প্রধানতন্ত্রী বাংলাদেশে আগে কেউ ছিলো না এবং আগামী ১০০ বছরে আসবে কিনা সন্দেহ আছে। উনি চাইলে দেশে দূনিতি মুক্ত করে আধুনিক বাংলাদেশের শুরুটা করে দিয়ে যেতে পারতেন। কিন্তু সেটা সম্ভবত তার মাথায় নেই।

১৪ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ৯:০০

কলাবাগান১ বলেছেন: আপনার সাথে সহমত কিন্তু শেখ হাসিনা দুর্নীতি মুক্ত করতে 'চান না' সে কথার সাথে একমত না।

৫| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৩:০১

রূপক বিধৌত সাধু বলেছেন: গুলশান, বনানী, বারিধারা- এগুলো অভিজাত এলাকা। উচ্চবিত্তদের বসবাস এখানে। হাতিরঝিল এলাকাটাও চমৎকার।

১৪ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ৮:৫৫

কলাবাগান১ বলেছেন: ইয়েস হাতির ঝিল টাও মনোরম এলাকা

৬| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৩:৩১

সাসুম বলেছেন: কলাবাগান ভাই- ইনফ্রাস্ট্রাকচার যে দেশের মূল উন্নতি না এটা আর কেউ না বুঝুক অন্তত আপনি বুঝার কথা। অবশ্যই আমাদের দৃশ্যমান উন্নয়ন হয়েছে কিন্তু যেটার দরকার ছিল সেটাই হয় নি- কস্টের যায়গাটা এটাই আর কিছুনা

১৪ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ৮:৫৮

কলাবাগান১ বলেছেন: এটা আমি বুঝি না সেটা এশিউম করা টাই ভুল...সম্পদ এর সুষম বন্টন খোদ আমেরিকাতে ই সব চেয়ে কম....এটাই হল ক্যাপিটালিস্ট সোসাইটির ইনডাইরেক্ট কস্ট

৭| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৩:৫৩

পঞ্চগড়ের বাসিন্দা বলেছেন: মজিবর সপ্ন দেখেছিলো বলেই দেশটা আজ সিঙ্গাপুর মালেয়সিয়ার থেকেও উন্নত হতে পেরেছে, যারা দেশের এই উন্নতি সহ্য করতে পারে না তারা সবাই রাজাকার, যুদ্ধাপরাধী

১৪ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ৮:৫৪

কলাবাগান১ বলেছেন: আপনার বাবার নাম ও কি পাকি রা যেভাবে বঙ্গবন্ধু এর নাম উচ্চারন করে সেভাবে করেন?

আগেও বলেছিলাম: জামাতি-রাজাকার রা ২৩০,০০০ মাইল দুরে চাদে মানুষকে খালি চোখে দেখতে পায় কিন্তু চোখের সামনে ৬ কিলোমিটার এর সেতু দেখতে পায় না ...দেখে খালি খাম্বা

৮| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:৪৬

মোহাম্মদ গোফরান বলেছেন: গুলশান হওয়ার প্রশ্নই আসেন্স। এটা অবশ্যই সিংগাপুর।

১৪ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ৮:৫০

কলাবাগান১ বলেছেন: আপনি যদি বলেন এটা উগান্ডার রাজধানী, তাও মেনে নিব

৯| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ৮:০৭

সোবুজ বলেছেন: উন্নতির সাথে সাথে সুশাসনের দরকার ছিল।এবার মনে হয় সেদিকেই নজর দিবেন।

১৪ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ৮:৪৯

কলাবাগান১ বলেছেন: সুশাসন যে একেবারেই নাই সেটা বলা ঠিক হবে না...জাস্ট দেখুন কয়েকদিন যে ভাবে মোহাম্মদপুর এর এক আওয়ামী লীগ এর নেত্রীকে পুলিশ টেনে হিচড়ে গ্রেফতার করল (মেয়র এর খাল খননে বাধা দেওয়ায়), এগুলি আগে দেখি নাই.... মেজর সিনহার হত্যাকারীর বিচার...আবরার হত্যার বিচার..
তবে কয়েকটা বিচার সরকার ঠিক মত করতে পারে নাই

আরো ভাল হতে পারত দেশটা যদি বেশী সুনাগরিক ও দেখে বেশী থাকত

১০| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ৯:৪৯

সোবুজ বলেছেন: সুনাগরিক না করতে পাড়া তাদের বড় ব্যর্থতা।হেফাজতিদের এতটা বাড়তে দেয়া ঠিক হয় নাই।ওয়াজে এতোবেশি বেআইনি কথা বার্তা নিয়ন্ত্রন করা আগের থেকে দরকার ছিল।তারা ইসলাম প্রচার না করে রাজনৈতিক বক্তব্য দেয় তাও ইসলামের নামে।মৌলবাদীরাই সুনাগরিক হওয়ার পথে প্রধান বাঁধা।

১৪ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১০:০১

কলাবাগান১ বলেছেন: সবদেশের মৌলবাদীরা ইহলোকে ভাল কিছু হোক চায় না, তাদের সব কিছু ভয় দেখানো হল পরকাল ঘিরেই

১১| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১:১৪

হাসান কালবৈশাখী বলেছেন:
বস্তি বা রাস্তায় ঘুমানো মানুষের কথা বাদ দিলাম। নিউইয়র্কের অনেক এলাকা এখনো হেটে চলা প্রচন্ড ভাবে অনিরাপদ।
গাড়ির বাইরে একপা দেয়াও বিপদজনক, এরকমটা ডালাসেও দেখিছি, লসএঞ্জেলসে বা আপনাদের ওয়াশিংটনেও এমনটা থাকতে পারে।

কিন্তু ঢাকায় আমি প্রতি বছর যাই না পারলে ২ বছর পর পর অবস্যই ঢাকা যাই, ঢাকার পুরান ঢাকা নতুন ঢাকা মিরপুর যাত্রাবাড়ী যেখানেই যাই রাস্তায় হাটতে কখনোই নিউইয়র্কের মত অনিরাপদ মনে হয় না।
যদিও এই মন্তব্য করার কারনে আমি গোয়েবলস উপাধি পাব।

১৫ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১:৩১

কলাবাগান১ বলেছেন: আপনাকে আর আমাকে অনেকেই বলে যে সেইম!!!!! আমার গর্ব হয় যে আমাদের কে এখন দালাল বলা হয়, গোয়েবলস বলা হয় ভাদা বলা হয়....কোন অসুবিধা নাই কিন্তু জামাত-বিনপি করেন বললেই ক্ষেপে উঠে???? শব্দটা কি এতই অপাংত্তেয়???

১২| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ৯:২৪

কলাবাগান১ বলেছেন: https://www.youtube.com/watch?v=Q2an7wVOqOE

১৩| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১০:০১

বিটপি বলেছেন: গুলশানের রাস্তায় বন্ধের দিন হাঁটতে বেশ ভালোই লাগে। কিন্তু কোন ওপেন ডে'তে যদি ড্রোন উড়াতো, তাহলে ঢাকা শহরের অসুস্থ চেহারা থেকে গুলশানও বাদ যেতোনা। তাছাড়া গুলশান বলতে কেবল কামাল আতাতুর্ক এভিনিউ বুঝায় না। শুটিং ক্লাব থেকে শুরু করে মহাখালী করাইল বস্তিও গুলশানের মধ্যে পড়ে। সেই জায়গাটা দেখালে আর কেবল সিঙ্গাপুর মনে হতনা, আপনার দেখানো লস এঞ্জেলেসও দেখানো হয়ে যেত।

১৫ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১০:২২

কলাবাগান১ বলেছেন: শুরু না করলে গন্তব্যে পৌছার কোন তাড়া থাকে না

১৪| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১২:২১

বিচার মানি তালগাছ আমার বলেছেন: এরকম পশ এরিয়া অকার্যকর রাষ্ট্র পাকিস্তানেও আছে। তাই বলে সেটা সিঙ্গাপুর হয়ে যাবে না। সিঙ্গাপুর একটা দেশ, আর গুলশান একটা এলাকা। আমেরিকাতে হোমলেস থাকলেই, আর খোলা ময়দানে সবচেয়ে বেশী হাগাদের দেশ ইন্ডিয়া সবচেয়ে বেশী সিইও বানালেই সমান হয়ে যাবে না...

১৫ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১১:৩০

কলাবাগান১ বলেছেন: অনেকেই আছেন যারা বাংলাদেশের উননতি হোক এই সরকার দ্বারা তা মানতে নারাজ....তাই তারা চায় বাংলাদেশ সারা জীবন তলা বিহীন ঝুড়ি হয়ে থাকুক...মানুষ না খেয়ে মারা যাক কোন সমস্যা নাই জামাত বিনপি ক্ষমতায় না যাওয়া পর্যন্ত্য কোন নির্বাচন ই সুস্ঠ হবে না

১৫| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১২:৪২

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: ভিডিওটা অত্যন্ত চমৎকার হয়েছে।

১৬ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ৮:৩৩

কলাবাগান১ বলেছেন: ইনডিড

১৬| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১:৩৯

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: বারিধারা, নিকেতন, পূর্বাচল এর এলাকার ইউটিউব ভিডিও দেখে আমি মুগ্ধ...। আমি শেষ ২০১০ সনে একবার দেশে এসেছিলা.।তখন গুলশান যাওয়া হয় নাই

তবে যাত্রাবাড়ি, তালতলা, গুলিস্তান, পুরান ঢাকা, মগবাজার, বাড্ডা সিপাইবাগ ইত্যাদি এলাকা গজব অবস্থা।

১৬ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ৮:৩৩

কলাবাগান১ বলেছেন: ওকে

১৭| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১০:৩৫

নতুন বলেছেন: লেখক বলেছেন: আপনার সাথে সহমত কিন্তু শেখ হাসিনা দুর্নীতি মুক্ত করতে 'চান না' সে কথার সাথে একমত না।

তাহলে বলুন তিনি জানেন না কিভাবে কি করলে দেশকে দূনিতি মুক্ত করতে পারবেন।

আর উনি দেশের দূনিতি কমাতে চাইলে দলের দূনিতিবাজ/সন্ত্রাসী নেতাদের কি করবেন? তাদের আস্তে আস্তে সরিয়ে ভালো নেতাদের সামনে আনার কোন চেস্টা দেখতে পারছেন আপনি? না...

উনার সাথে দেখা হলে এইটা উনাকে বইলেন যে এখনো দূনিতি মুক্ত বাংলাদেশের সুযোগ আছে এবং এটা তাকে অমর করবে। নাহলে আরো ৩/৪ জন প্রধানমন্ত্রীর মতন তার নাম মানুষ ভুলে যাবে।

১৬ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ৮:২৮

কলাবাগান১ বলেছেন: শেখ হাসিনা তো দুরের কথা, জীবনে কোনদিন কোন ওয়ার্ড লেভেলের ও আওয়ামী লীগ এর নেতা/নেত্রী সাথে দেখা হয় নাই, এবং দেখা হওয়ার সম্ভাবনা ও নাই।
দূর্নীতি মুক্ত বাংলাদেশ গড়া না হলে যে উনার নাম কেউ মনে রাখবে সেটা বলার অপেক্ষা রাখে না..। যে কেউ এর কমন সেন্সই সেটা বলে......

১৬ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ৮:৪১

কলাবাগান১ বলেছেন: ভাল করেই জানি যে বাংলাদেশ সিংগাপুর হতে আরো যোজন যোজন দুরে.।যখন সিংগাপুর এর সমান হবে তখন সিংগাপুর থাকবে আরেক উচ্চতায়....কিন্তু যখন একজন নিরপেক্ষ বিদেশী বলে, তখন শুনতে ভালই লাগে।
তবে এই সমস্ত পোস্ট দেখলে, জামাতি-রাজাকার দের গায়ে জ্বলা ভাব টা দেখতে ভালই লাগে....শুয়োর, দালাল এই সমস্ত খিস্তি খেউড় করেই মনের জ্বালা দুর করে .... আর তো করার কিছুই নাই..। উন্নয়ন বানান টাও ঠিক মত করতে পারে না, তারা আর কি দেশের উন্নতি করবে...... ৩ বিলিয়ন এ স্টার্ট আবার ৩ বিলিয়ন এ শেষ ....।

পারদর্শী তো একটা কাজেই..সেটা হল এক সাথে ৬৪ জেলায় গ্রেনেড হামলা করায়।

১৮| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১১:৩৪

মোহাম্মদ গোফরান বলেছেন: টু বি ভেরি অনেস্ট। গুলশান বনানী দেখলে কেউ মনে করবেনা বাংলদেশ একটি গরীব রাস্ট্র।

১৬ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ৮:৩২

কলাবাগান১ বলেছেন: নিউ ইয়র্ক এর ম্যানহাটান দেখার পর, এর দুই মাইল পর এর জ্যাকসন হাইটস এর অবস্হা দেখার পর কেউ বলবে না যে এই শহর আমেরিকার কোন শহর। জ্যাকসান হাইটসর অবস্হা আমার জীবন এর উল্লেখযোগ্য সময় কাটানো শুক্রাবাদ এর চেয়েও অন্তত ৫০% খারাপ।

১৬ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ৯:১৯

কলাবাগান১ বলেছেন: নতুন ভিডিও এর লিং টা দেখুন যেটা পোস্ট আমি যোগ করেছি
পারলে ১০-১৫ বছর আগের ঢাকার রাস্তার কোন ভিডিও দেখুন তাহলে ই বুঝা যায় ঢাকা কিভাবে এগিয়েছে
https://www.youtube.com/watch?v=5o415VnIT6s

১৯| ২১ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ২:০০

মোহাম্মদ গোফরান বলেছেন:
আজকে৷মুবাইল গ্যালারি চেক করতে গিয়ে ছবিটা পেলাম। বলে না দিলে লোকেশন টা চিনতে অনেকেই ভুল করবেন। এটা চট্টগ্রাম শহরের হোটেল প্যানিনসুলার রুফটপ থেকে রাতের চট্টগ্রাম শরের দৃশ্য।

২৩ শে ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১:০৮

কলাবাগান১ বলেছেন: রুফ টপে রেস্টুরেন্টে আমাদের সময় এর ঢাকাতেও ছিল না

২০| ০৬ ই মার্চ, ২০২২ রাত ১২:০৯

মিরোরডডল বলেছেন:




ভিডিওটা যেমন সুন্দর দেখাচ্ছে, সামনে আরও ভালো লাগে ।
বনানী, গুলশান, বারিধারা, উত্তরা খুবই নাইস । অনেক ডেভেলপড ।
অবশ্যই ভালোলাগার এবং আনন্দের, কিন্তু মুষ্টিমেয় মানুষের জন্য ।

আমেরিকা, কানাডা, ইউকে, অস্ট্রেলিয়া সব দেশেই শ্রেণী বিভাজন আছে এবং থাকবে কিন্তু আমাদের দেশেরটা অনেক বেশী গ্যাপ । মেজরিটি মানুষ যদি এই লাইফটা উপভোগ করতে পারতো, তাহলে আরও ভালো লাগতো ।

যাইহোক, পূর্বাচল হবে বেস্ট ওয়ান । ৩০০ ফিট রাস্তায় গেলেই মন ভালো হয়ে যায় ।
এটা অনেক সুন্দর হবে ।

ঢাকায় হাইরাইজ বিল্ডিং অনেক হয়েছে । রূপটপ রেস্টুরেন্ট থেকে রাতের ভিউ আসলেই দেখার মতন ।
ঠিক যেমন হাতির ঝিলের রাতের ভিউ অ্যামেজিং !

০৬ ই মার্চ, ২০২২ সকাল ১০:৫৬

কলাবাগান১ বলেছেন: ইউ টিউবে এখন আমার প্রিয় টপিক ঢাকা শহর এর ভিডিও..আজ দেখলাম রমনা পার্ক আর নারায়নগন্জ ডিএনডি খাল এর উন্নয়ন নিয়ে ভিডিও...চমৎকার কাজ হচ্ছে..
শ্রেনী বিভাজন ক্যাপিটালিস্ট সোসাইটির একটা curse......বাংলাদএশে অবশ্য এই কার্স টা একটু বেশীই....'শিক্ষিত' লোকজনই বেশীর ভাগ সম্পদ দখল করে ফেলে...আর স্বল্প শিক্ষিত রা সারা জীবন খেটে মরে...

২১| ০৮ ই মার্চ, ২০২২ ভোর ৪:৪৬

গরল বলেছেন: গুলশান ২ নং এ ফোর সিজনের উপর থেকে তোলা আমার একটা ছবি দিলাম।

০৮ ই মার্চ, ২০২২ সকাল ১১:৩০

কলাবাগান১ বলেছেন: সুন্দর..মনে হচ্ছে বেশি পুরানো নয় ছবিটি

২২| ১০ ই মার্চ, ২০২২ সকাল ১০:৪৪

মিরোরডডল বলেছেন:




জগতারনের সেই পোষ্টে কলাবাগানের কমেন্টের পর আমারও এই কমেন্ট ছিলো যেটা উনি মুছে দিয়েছেন ।

100% সহমত ।

শিক্ষা আর প্রকৃত শিক্ষার পার্থক্যটা এখানেই ।
পোষ্টদাতা একজন উচ্চশিক্ষিত ভদ্রলোক হয়েও এই ধরনের নিকৃষ্টমানের পোষ্ট পাবলিক ডোমেইনে দিতে পারে ভেবেই আমি অবাক !

একটা কাপল বিয়ের পর বার্থ কন্ট্রোল করবে কি করবে না সেটা একান্ত তাদের ব্যক্তিগত বিষয়, স্পেশালি মেয়েটার সিদ্ধান্ত
as she’s the one who’ll give birth.
সেখানে বিয়ের আগেই এরকম কন্ডিশন দিয়ে পাত্রী সার্চ করা, তাও আবার ছেলের বাবা, আই মিন শ্বশুর

Such disgusting thing I’ve ever witnessed!!!!
ছিঃ !!!!!!!!!!!!!!!!!



১২ ই মার্চ, ২০২২ ভোর ৫:১৪

কলাবাগান১ বলেছেন: এমন নিচু মানসিকতার লোকের চেয়েও আরো অধম হল যারা মুখে সমঅধিকার নিয়ে কথা বলেন কিন্তু ঐ পোস্টে গিয়ে সেই লোকের সাথে গলা মিলায়ে কমেন্ট করে....। আজো ঠিকে আছে সেই পোস্ট..

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.