নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কলাবাগান১

বিজ্ঞান নিয়ে পড়ালেখা দেশপ্রেমের ই অংশ

কলাবাগান১ › বিস্তারিত পোস্টঃ

মানবিক আমেরিকা

২১ শে ফেব্রুয়ারি, ২০২২ সকাল ৮:৫২


ভিডিও টা খেয়াল করে দেখুন, তাহলে ই বুঝতে পারবেন সাধারন আমেরিকান পাবলিকদের মানবিকতা। এতগুলি লোক,নানা মতের, নানা বর্নের, নানা বয়স এর, কিন্তু একজনও এই মুসলিম কাপল এর বিরূদ্ধে 'অমানবিক' কাজ কে সাপোর্ট তো দুরের কথা, উচ্চস্বরে প্রতিবাদ করতে দেখলাম। যে কেউ ইচ্ছা করলেই ইগনোর করতে পারত, কারন আর কেউ দেখছে না...।

মন্তব্য ১৪ টি রেটিং +১/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২১ শে ফেব্রুয়ারি, ২০২২ সকাল ৯:২৪

সাসুম বলেছেন: এই কারনে আমেরিকার দুনিয়াব্যাপি বদনাম থাকার পরেও তাদের কে আমরা এখনো মানবতার কান্ডারি হিসেবে চিনে থাকি।

এই যে জেনারেল পিপল দের মানবতা এবং সহানুভুতি সবার প্রতি এই চেক এন্ড ব্যালেন্স এর দরুন ই আজকের আমেরিকা এত বড় হতে পেরেছে।

ধরা যাক সেইম কাজ টা বাংলাদেশে ঘটলো- যেমন বাসে আজকাল যাত্রার সময় ওয়াজ মাহফিলের ভিডিও বা অডিও ছেড়ে দেয়। এই বাসে আরো যাত্রী আছে অনেক যারা ভিন্ন ধর্মের কিংবা এই ওয়াজ মাহফিলের শীতকার চিৎকার শুনতে আগ্রহী নয়, কিন্তু আজতক কোন মোমিন কে বলতে বা এসবের প্রতিবাদ করতে দেখবেন না কারন?? কারন- আমাদের শিক্ষার অভাব।

এই যে চেক এন্ডঃ ব্যালেন্স এর অভাব এই জন্যই আমাদের সরকার ও ক্ষমতাশালী রা আমাদের কে এভাবে অত্যাচার করে যায় যুগের পর যুগ। কারন- প্রতিবাদ করতে হয় এটাই তো আমরা শিখিনাই।

২১ শে ফেব্রুয়ারি, ২০২২ সকাল ৯:৪৭

কলাবাগান১ বলেছেন: এত দিন আমেরিকায়, একদিন এর জন্য ও মনে হয় নাই যে এই দেশ টা বিদেশ আমার জন্য...... সাধারন পাবলিক এর মানবিকতা মনে হয় সার্বজনীন...।

ব্রেকে বাসায় আছি, তাই অনেক ভিডিও দেখছি.... ইন্ডিয়ান এক ভ্লগার বাংলাদেশ থেকে তার ট্যুর দেখাচ্ছে (যত ভাবে বাংলাদেশ কে ছোট করে দেখানো যায়), পয়সার অভাবে থাকে সস্তা হোটেলে, তার পর বদনাম করে...। আর সাথে দেখুন রুমানিয়ার কাপল (যার গুলশান না সিংগাপুর ভিডিও আমি সামু তে শেয়ার করেছি) দের ভ্লগিং...এখানেই দেখবেন মানসিকতা/মানবিকতার প্রকাশ। তারা নেগেটিভ টা কেও কেমন মানবিক ভাবে দেখায়.....

২| ২১ শে ফেব্রুয়ারি, ২০২২ সকাল ৯:৫৪

সাসুম বলেছেন: কলাবাগান ভাই, এই যে আবার স্ববিরোধীতা নিয়ে হাজির হলেন-

আমি আপনি আলাপ করছি মানবিকতার, শিক্ষার, মননের এবং মেধায় সর্বোপরি মানুষ হিসেবে তাদের মানবিক গুণের , মানুষ হিসেবে তাদের উন্নত সফট ডেভেলপমেন্টের ,
আর আপনি সেটার সাথে তাল মিলাতে নিয়ে আসলেন বাংলাদেশের হার্ড ডেভেলপমেন্ট বা ইনফ্রাস্ট্রাকচার কে! এটা মানা যায় না ভাই।

যে ইন্ডিয়ান ছাগল বাংলাদশ কে ছোট করে দেখায় তাতেও আমাদের কিছু আসবে যাবেনা, কিংবা যে রোমানিয়ান কাপল আমাদের গুলশান বনানী কে সিংগাপুর ভাবে তাতেও আমাদের কিছু আসবে যাবেনা।

যতদিন আমার দেশে আমি ধর্ম বর্ণ কালচার পলিটিকাল পরিচয় এবং লিংগ নির্বিশেষে বাক স্বাধীনতার সুযোগ, অন্যায়ের প্রতিবাদ করার সুযোগ এবং অপশাসনের বিরুদ্ধে রুখে দাড়ানোর সুযোগ না পাব ততদিন যতই ইনফ্রাস্ট্রকচার এর উন্নতি করা হোক না কেন, আমাদের আসল উন্নতি হবেনা। কারন আমি আপনি সবাই জানি- দৃশ্যমান ইনফ্রাস্ট্রাক্কচার উন্নয়ন কখনোই প্রকৃত উন্নয়ন নয়।

আসল উন্নয়ন শিক্ষা, মানবতা আর মানসিকতায়

২১ শে ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১০:০০

কলাবাগান১ বলেছেন: একই বিষয় কে দুইজন দুইভাবে দেখে কেননা আপনার কথা মত "আসল উন্নয়ন শিক্ষা, মানবতা আর মানসিকতায়"
কার শিক্ষা, মানবতা, মানসিকতা 'উন্নত' সেটা তাদের কথাবার্তায়ই বুঝা যায় বলেই এই উদাহরন টা দিয়েছি। একটা নেগেটিভ কে ও কিভাবে মানবিক ভাবে ট্ীট করা যায়, সেটা বুঝানোর জন্যই বলা।

আমি এখানে দাবী করি নাই যে বাংলাদেশ সিংগাপুর হয়ে গিয়েছে।

৩| ২১ শে ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১১:০৬

সোবুজ বলেছেন: মানুষ মানবিক না হলে সে মানুষই না।তখন হয়ে যায় সে অমানুষ।

২১ শে ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১১:১৫

কলাবাগান১ বলেছেন: আমাদের উপমহাদেশে মানবিকতা সবই ধর্ম ভিত্তিক..। আমার সেইম ধর্ম হলে মানবিকতা আছে, আর বিধর্ম হলেই মানবিকতা নাই

৪| ২১ শে ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৪:২৮

শেরজা তপন বলেছেন: ওরা এদেশ ভাগ করেনি-দেয়নি কোথাও খড়ির দাগ
নেতারা সব ঝগড়া করেন- জলে কুমিড় ডাঙ্গায় বাঘ!!!!!!


দারুন ভিডিও- শেয়ার করার জন্য ধন্যবাদ। আমেরিকার ওসব সাধারন অথচ অসাধারন মানুষদের জন্য শ্রদ্ধা

২১ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ১১:০৭

কলাবাগান১ বলেছেন: সুন্দর বলেছেন।
"আমেরিকার ওসব সাধারন অথচ অসাধারন মানুষদের জন্য শ্রদ্ধা"

৫| ২১ শে ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৫:৪৪

সোনাগাজী বলেছেন:


আমেরিকান সংসৃতি যেখানে আছে, এশিয়ার লোকজন (জাপান, কোরিয়া ও ইসরেয়েল ব্যতিত ) লোকজন সেখানে পৌঁছতে পারবে না।

২১ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ১১:১১

কলাবাগান১ বলেছেন: আমেরিকান এই কালচার টা গড়ে উঠে স্বাধীন ভাবে চিন্তা/চেতনা গঠন করার স্কুল/কলেজের কারিকুলামে। অনেকেই মনে করেন ধার্মিক লোকেরা বেশী মানবিক, কিন্তু.....

৬| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১:৩৬

রাজীব নুর বলেছেন: আর বাংলাদেশের মানুষ গুলো ইতর, অভদ্র, অসভ্য।

০৪ ঠা মার্চ, ২০২২ সকাল ১০:১৫

কলাবাগান১ বলেছেন: আপনিও কিন্তু বাংলাদেশের মানুষ

৭| ০৪ ঠা মার্চ, ২০২২ ভোর ৪:০৭

গরল বলেছেন: উন্নত মানসিকতার জনগণঊন্নত দেশ গড়তে পারে, একারণের ইউএস পৃথিবীর সবচেয়ে উন্নত দেশ। কল্পনা করুন আমাদের দেশের কোন দামি রেষ্টুরেন্টে লুঙ্গি পরে কেউ খেতে গেছে, ঢুকতে পারবে? যদিও বা ঢুকতে পারে অন্য কাষ্টমাররা নিজেরাই এর প্রতিবাদ শুরু করবে যে এতে তাদের মান হানী হয়েছে, তারা আরে এই রেষ্টুরেন্টে খেতে পারবে না।

০৪ ঠা মার্চ, ২০২২ সকাল ১০:১৪

কলাবাগান১ বলেছেন: উন্নত মানসিকতা গড়ে উঠে উন্নত শিক্ষা/রাস্ট্র ব্যবস্হা থেকে..।আমেরিকার সবচেয়ে ভাল দিক হল ধর্মকে রাস্ট্র থেকে সম্পূর্ন আলাদা করা। ধর্ম ধর্মের জায়গায়...রাস্ট্র রাস্ট্রের জায়গায়। শিক্ষার কারিকুলাম ও ছেলে মেয়েদের অনেক উদার এবং মানবিক হয়ে গড়ে উঠতে সাহায্য করে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.