![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
([email protected]) B.Sc. in EEE from BUET আমার নামে ২০০০ আছে, কারণ, আমার জীবনের সেই সময়টাতেই আমার সর্বশেষ ভার্সন মুক্তি পায়। এরপরে আমার আর কোনো উন্নতি দেখি নাই। তবে চেষ্টা করতেছি।
আবু বকর সিদ্দীক সাহেবের অপহরণে আমাদের এলিট গোষ্ঠী প্রতিবাদ করেছে, মেইনস্ট্রীম মিডিয়ায় লীড নিউজ হয়েছে, ফেসবুকে প্রতিবাদের ঝড় উঠেছে, অবশেষে কাংক্ষিত মুক্তি মিলেছে। উনি আর সব নিখোঁজ সাধারণ মানুষের মত শুধু পরিসংখ্যানের খাতায় একটা সংখ্যা হিসেবে থেকে গেলে এত সহজে হয়ত মুক্তি মিলত না। এই ঘটনায় অপহরণকারীরা কেউ ধরা পড়েনি। কিছু জানাও যায়নি। ভাগ্য ভাল, উনি সুখরঞ্জন বালীর মত ভারতের কারাগারে উদয় হননি। ভারতের আলো পত্রিকার ভাষায় বলতে হয়, "কারিকুরি" করে কেউ তাকে ভারতে নিয়ে যায়নি। আমাদের ইমিগ্রেশনের হাতে ধরা পড়ার পরেও একজন মানুষকে দেশের আইন-কানুন উপেক্ষা করে র যেভাবে মুখ ঢেকে নিয়ে গেল, এভাবে আমাদের মত সাধারণ মানুষদের কেউ ক্ষমতাশীল কারো স্বার্থের কারণে ভ্যানিশ হয়ে গেলে এই রাষ্ট্র কি তা ঠেকাবে? একবার শুনেছিলাম, এক মাতাল বলেছিল, সীমান্তে হত্যাকান্ড নাকি স্বাভাবিক ব্যাপার না কি যেন। মাতালের কথা কে মনে রাখে! তিস্তা নদী নিয়ে দায়িত্বে থাকা একজন বারবার আমাদের আশ্বস্ত করেছিলেন, তিস্তা নদীতে আমরা পানির ন্যায্য ভাগ পাব, বারবার বলেছিলেন। বেশি কথা লিখব না, তাহলে আপনারা আবার অভিযোগ করবেন বড় লেখা বলে পড়তে পারেন না। শুধু আশা করব, তিস্তা নদী, র আর বিএসএফ কর্তৃক আমাদের সার্বভৌমত্ব ক্ষুণ্ন হবার জন্য আমাদের এলিট গোষ্ঠী যেন নড়েচড়ে বসে, মেইনস্ট্রীম মিডিয়ায় যেন লীড নিউজ হয়, ফেসবুকে প্রতিবাদের ঝড় যেন উঠে। তাহলেই সম্ভব সামনে আগানো। নয়ত পিছন দিকে উল্টো দৌড় একসময় আমাদের খাদে ফেলে দিবে।
©somewhere in net ltd.
১|
১৮ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১২:২৬
বোকা_ছেলে বলেছেন: dada apne dekhi muktijudder chetonay aghat korar chesta korchen !!!!
joy bangla
joy varot mata
jayo he...jayo he...