নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সমস্থ প্রশংশা আল্লাহর জন্য, যিনি বিশ্ব যাহানের প্রতিপালক

বিশ্বাস অনেক বড় জিনিস..........

~মাইনাচ~

আপনি ছোটদের স্নেহমমতা দিন, বড়রা আপনাকে স্নেহ উজাড় করে দেবে, আপনি বড়দের সম্মান দিন, ছোটরা আপনাকে অবশ্যই সম্মান করবে। আমরা অহঙ্কার পরিত্যাগ করি

~মাইনাচ~ › বিস্তারিত পোস্টঃ

সাম্প্রদায়িক সম্প্রীতি এবং আমার ভাবনা।

২৯ শে মার্চ, ২০১২ রাত ১০:৪৩





অনেক ছোটবেলার কথা। তখন আমরা সকালবেলায় মহল্লার মকতবে আরবী পড়তে যেতাম। রাস্তার পাশে সেই ছোট বেলা হতেই দেখে আসছি ছোট্ট উচুঁ পাকা একটা ঘর। লতা পাতা, আর বিভিন্ন গাছপালায় ছেয়ে থাকা ছোট ঘরটাতে ছোট একটা সুন্দর দরজাও ছিলো। আমরা কারণে অকারণে বিভিন্ন সময়ে কৌতুহল বসত সেখানটায় উকিঁঝুকি মারতাম ভয়ে ভয়ে। পরে যখন জানলাম সেটাতে নাকি অনেক আগে হিন্দুরা মৃত ব্যক্তিকে পুড়ত, তখন থেকেই ভীষণ ভয়ে আর ওটার ধারে কাছেও যেতামনা।



হিন্দুদের হওয়ায় সেটার প্রতি আমাদের অল্পস্বল্প ঘৃণারও জন্ম নিলো আমাদের ছোট্ট মনে। সে ঘৃণার ফলেই হোক আর দুষ্টুমীরই ফসল হোক একদিন কি ভেবে একটা ছেলে সেখানটায় হিসু করে দিল। সে খবর কিভাবে জানি হুজুরের কানেও চলে গেল। হুজুর সে ছেলেটিকে আচ্ছামতো পিটালো। এবং সবাইকে পরবর্তীতে এরকমটি না করতে উপদেশ দিলেন এ বলেযে, সেটা হিন্দুদের জন্য পবিত্র জায়গা, আমাদের জন্য যেমন মসজিদ, মাদ্রাসা ও মকতব। হোকনা সেটা অনেক পুরানো, অব্যবহৃত এবং পরিত্যক্ত। তারপর থেকে সেখানে আমরা কেউ আর ঢিল ছোড়া, প্রস্রাব করা থেকে সম্পুর্নভাবে বিরত থাকতাম। সেটা ভয়ে নয়, ছোট্ট মনে ওটার প্রতি সম্মানবোধ জন্মানোয়।



আরেকটু বড় হয়ে স্কুলে গেলাম। আমার প্রাইমারী স্কুলের সবচেয়ে ভাল বন্ধু ছিলো একজন বিধর্মী, নাম বিকাশ বড়ুয়া। সে আমাকে ছেড়ে, আমি তাকে ছেড়ে কখনোই ক্লাসে বসতামনা। এমনকি আইসক্রীম খাওয়া থেকে শুরু করে আচার খাওয়াও একসাথেই। এখনো তার সাথে দেখা হলেই তাকে জড়িয়ে ধরি।



তখন প্রাইমারীতে পড়ি। যখন হিন্দু স্যার কোন সমস্যার কারনে স্কুলে আসতে পারতেন না, তখন আমাদের হুজুর স্যারই একসাথে হিন্দু আর ইসলামিয়াত ক্লাস করাতেন। প্রথমে ইসলামিয়াত পরে হিন্দু ধর্ম।



ছোট বেলা হতেই দেখে আসছি। টিভির অনুষ্ঠান শুরুর সময় কোরআন তেলাওয়াত করা হয়। তারপর গীতা পাঠ। কোরআন তেলাওয়াত শোনার পর আমরা ছেলেপুলেরা গীতা পাঠ নিয়ে কতো ঠাট্টাটাইনা করতাম। মাঝে মাঝে টিভি বন্ধ করে দিতাম। সাউন্ড অফ করে দিতাম। কিন্তু একজন মুরব্বি একদিন বল্লেন কেন গীতাতে কি সমস্যা? দেখো কি বলে। আমাদের যেমন কোরান তেমনি ওদের গীতাও পবিত্র গ্রন্থ। তখন থেকে কেন জানি সেই ছোট্ট মনে একটু অপরাধবোধ আর সেটার প্রতি সম্মানবোধও জন্মাতে লাগলো। এর পর থেকে আর গীতা পাঠের সময় টিভি বন্ধ করতামইনা, মন দিয়ে শুনতাম।



আমার এক বান্ধবী, তাকে একবার কৌতূহল বশত জিজ্ঞেস করলাম। আচ্ছা টিভিতে যখন কোরআন তেলাওয়াত হয়, আযান দেয় তখন তোরা কি করিস? সে নির্ভয়ে উত্তর দেয়, প্রথম প্রথম আমি টিভি বন্ধ করে দিতাম, কিন্তু আম্মু বকা দিতেন। বলেন এটা ঠিক না। শুনতে না চাইলে অন্য কাজ কর, এভাবে একটা চলমান জিনিসকে বিধর্মীও বলেই থামিয়ে দেয়াটা ঠিক না, এতে অসম্মান হয়। এখন আর টিভি বন্ধ করিনা। শুনতে ভালই লাগে। যদি শুনতে ইচ্ছে না হয় ওই সময়ের পরেই টিভি অন করি।



আমাদের স্কুলের একজন হিন্দু স্যার, তিনি ক্লাস চলাকালীনবস্থায় আযান হলে তিনি পাঠদান বন্ধ রাখতেন। এও বলতেন যারা নামায পড়তে ইচ্ছুক তারা নামায পড়তে যেতে পারে। ক্লাসের গুটি কয়েক ছাত্র নামায পড়তে গেলেও দু'একজন এ সুযোগটাকে কাজে লাগিয়ে ক্লাস ফাঁকি দেয়ার মতলব করতো। একদিন সেটা স্যারের কানেও গেল। স্যারের এমন মেজাজ খারাপ হয়েছিলো যে ছেলে দুটোকে পরদিন এ্যাসেম্বলী থেকে শুরু করে দুপুর পর্যন্ত রোদের মাঝেই মাঠে দাঁড় করিয়ে রেখেছিলেন।



আমাদের গ্রামে বেশ ক’টি হিন্দু, বৌদ্ধ মহল্লা আছে। ওদের সাথে মুসলিমদের এতো সহনশীল সম্পর্ক যে মনেই হয়না আমরা অন্য ধর্মের। কেবল ধর্মীয় আচার অনুষ্ঠানেই সেটা বুঝা যেত। আমাদের ধর্মীয় আচার অনুষ্ঠানে বিরক্ত হওয়াতো দূরে থাক, উনারা বরং সেটা আনন্দ চিত্তেই উপভোগ করতো। ওদেরগুলোও আমরা। ওদের পুজোগুলোতে আমরা যে যাই তারা সেটা দেখে আলাদা মিস্টি এনে রাখতো মুসলমান বন্ধুদের জন্য। আমাদের যেকোন অনুষ্ঠানেই (বিয়ে, পিকনিক, ঈদ, কোরবানী) তারা কোন প্রকার সঙ্কোচ ছাড়াই এসে উপভোগ করতো।



আমাদের গ্রামে দু’জন খুবই প্রসিদ্ধ ডাক্তার ছিলেন, এখনো আছেন, একজন চিত্তরঞ্জন আরেকজন মিলন বাবু। এতো অমায়িক, শান্ত মেজাজের মানুষ আমি আর দেখিনি। উনাদের হাতের চিকিৎসা পায়নি এমন কোন নারী পুরুষ, ছেলে বুড়ো, শিশু বৃদ্ধা আমি মনে হয় আমাদের গ্রামে খুঁজে পাবোনা।



ছোট বেলা থেকেই দেখে আসছি আমাদের বাড়ীতে একজন হিন্দু বৃদ্ধা আসতেন সবসময়। অনেক বয়স্কা, কিন্তু এখনো সেকি শক্ত। পায়ে হেঁটেই গ্রামের এপাশ হতে ওপাশ ঘুরে বেড়ান। সর্বদা সাদা শাড়ি পরা সে বৃদ্ধাকে সবাই বীনার মা বলেই জানতো। অমায়িক ব্যবহার, সর্বদা হাসিখুশি ওই মহিলাটির আসল নামটা জানা হয়নি কখনো। উনাকে এতো সম্মান দেয়ার হেতু বুঝতাম না তখন। যখনি কারো ঘরে কোন মহিলা (মা) অসুস্থ হতেন উনাকে ডাকা হতো। গ্রামে এত ভাল ভাল মুসলিম ডাক্তার থাকতে উনাকে ডাকার কারণ কি বুঝে উঠতে পারতামনা। বড় হওয়ার সাথে সাথে তা একটু একটু করে বুঝে গেলাম। উনি ছিলেন একজন দাই। উনার কাজ এতো নিখুঁত ছিল যে উনার হাতে আজ পর্যন্ত কোন মা কিংবা শিশু প্রাণ হারিয়েছে এমন খুব কমই শোনা যায়। উনার একটা গুন ছিলো উনি যতবারই কোন কাজে যেতেন ততবারই নাকি গোসল করেই পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে তারপর যেতেন। উনার নিখুঁত কাজ, আর সুন্দর ব্যবহারের কারণে উনি আমাদের গ্রাম ছাড়িয়ে পরের গ্রামেও সমান সম্মানিত ছিলেন। আমাদের আশপাশের বাড়ির প্রায় ৭০% ছেলে মেয়ে উনার হাতেই জন্ম।





উপরের কথাগুলো বলার কারণ একটাই। সাম্প্রদায়িক সম্প্রীতি। একই সাথে একই গ্রামে, পাশাপাশি দুটো ধর্মের মানুষ কি ভাবে মিলেমিশে থাকতে পারে, একে অপরের সহযোগীতার হাত বাড়িয়ে সহাবস্থান করতে পারে সেটা তারই প্রমান। কেউ কেউ ব্লগেও মুর্খের মতো অসাম্প্রদায়িকতার ধোয়া তুলে আমাদের সুস্থ মস্তিস্কে বিভ্রান্তির সৃষ্টি করার বৃথা চেষ্টা করে। দুয়েকটি বিচ্ছিন্ন ঘটনা দিয়ে পুরো সমাজের সুস্থ পরিবেশকে প্রশ্নবিদ্ধ করাটা কতো যে বোকামী তা তাদের দেখলেই বোঝা যায়।



আজ পর্যন্ত অন্তত আমাদের গ্রামে দেখিনি যে, হিন্দুদের পুজোর কারনে কোন মুসলিমকে বিরক্ত প্রকাশ করতে। আবার এমন কোন হিন্দুকেও দেখিনিযে মুসলিমদের ধর্মীয় আচার আচরণে কোন প্রকার তিক্ততা প্রকাশ করতে। যারা বলে হিন্দু পূজার কারণে মুসলমানদের ঘুম হারাম হয়, যারা বলে মুসলমানদের আযানের কারনে হিন্দুদের ঘুমের সমস্যা হয় তারা মুর্খ, বোকা ছাড়া আর কিছুই নয়।



মসজিদ, মন্দির, প্যাগোডা ও গীর্জা সবই যার যেটা, সে মতে প্রত্যেক ধর্মাবলম্বীদের জন্য পবিত্র ও শান্তির স্থান। এবং সেখানটায় যে যার মতো করে শান্তি খুঁজে নিতেই যার যার নিয়ম মতোই ধর্ম পালন করে থাকেন। এবং সেটার আনুসঙ্গিক কিছু কর্মের কারণে ভিন্নধর্মীদের জীবন চলায় শান্তি বিঘ্নীত হয়, সেটা মনে করাটাই বোকামী। যারা এরকমটি মনে করে তাদের মানসিক চিকিৎসা প্রয়োজন।



আমার ছোট্ট মনে সেই ছোট্ট ঘরটির প্রতি সম্মান জন্মানোয় আমি ধর্মহীন হয়ে যাই নি। হিন্দু বন্ধুর সাথে এক বেঞ্চে বসে আচার ও আইসক্রীম খাওয়ায় আমার ধর্মত্ব চলে যায়নি। হিন্দু শিক্ষকের কাছে সুশিক্ষায় শিক্ষিত হয়ে উঠায় আমি অমানুষ হয়ে বেড়ে উঠিনি। টিভিতে আযান কিংবা কোরআনের তেলাওয়াত শুনে সেই বান্ধবীর হিন্দুত্ব চলে যায়নি। আমার গীতা পাঠ শুনে কোরআনের অপমান হয়নি। ক্লাসে আযানের সময় পাঠদান বন্ধ রাখায় সেই স্যারের নিজ ধর্মের অপমান হয়নি। একসাথে হিন্দু আর ইসলামিয়াত পড়ানোয় হুজুর স্যারের মুসলমানিত্ব হারিয়ে যায়নি। চিত্তরঞ্জন আর মিলনবাবুর চিকিৎসায় কোন মুসলমানের রক্ত অপবিত্র হয়ে যায়নি। সব শেষে একজন হিন্দু দাইয়ের হাতে জন্মানোয় আমি আমার মুসলমানিত্ব হারাইনি।





অনেককেই দেখা যায় নিজ নিজ ধর্মকেও হেয় করতে বিন্দুমাত্র চিন্তা করেনা। আপনি ধর্ম পালনে অপারগ, অক্ষম সেটা যে কারনেই হোক , ইচ্ছা অনিচ্ছাকৃত যেকারণেই হোকনা কেন, সেটার দায়ভার আমার/ আপনার নিজ নিজ। ধর্ম পালনটা মনের ব্যাপার, বিশ্বাসের ব্যাপার। পালন করতে না পারি/করি, কিন্তু আমি ধর্মকে আঘাততো করতে পারিনা, হেয় করতে পারিনা, অপমান করতে পারিনা, ঘৃণা করতে পারিনা। সে যে ধর্মই হোক। হোক নিজ ধর্ম কিংবা অন্য কোন ধর্ম।



আমার ধর্ম আমার কাছে সবসময়ই সর্বোত্তম, পবিত্র ও শান্তিময় । তার মানে এ না যে অন্য ধর্মগুলোকে হেয় করা, অপমান করা, ঘৃণা করার ধৃষ্টতা দেখাতে যাবো। এটা কখনোই উচিত না। হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রীস্টান সবাই আমার দেশে মিলে মিশেই থাকুক সে কামনাই করি। আমার দেশ হবে সাম্প্রদায়িক সম্প্রীতির শ্রেষ্ট উদাহারন।



সকলের মঙ্গলময় জীবন কামনায়.. ...............................................







পোষ্টটি ব্লগের সকল হিন্দু, বৌদ্ধ ও খ্রীষ্টান ভাইদের জন্য উৎসর্গিত।

মন্তব্য ১২৬ টি রেটিং +৩৮/-০

মন্তব্য (১২৬) মন্তব্য লিখুন

১| ২৯ শে মার্চ, ২০১২ রাত ১০:৫০

রাহি বলেছেন: ভাল লিখেছেন। সবার মাঝেই সম্প্রীতি বজায় থাকুক। পিলাচ

২৯ শে মার্চ, ২০১২ রাত ১০:৫৩

~মাইনাচ~ বলেছেন: সবার মাঝেই সম্প্রীতি বজায় থাকুক।



ধন্যবাদ রাহি ভাই

শুভকামনা

২| ২৯ শে মার্চ, ২০১২ রাত ১০:৫০

আরজু পনি বলেছেন:

শিরোনাম দেখে লগ ইন হলাম....দেখি কি লিখলেন :)

২৯ শে মার্চ, ২০১২ রাত ১০:৫৭

~মাইনাচ~ বলেছেন: আরজুপানি আপু তাড়াতাড়ি পড়েন :)


না পড়ে কমেন্ট?? X((


;)

৩| ২৯ শে মার্চ, ২০১২ রাত ১০:৫৪

শিংগারা বলেছেন: সবার মাঝেই সম্প্রীতি বজায় থাকুক

২৯ শে মার্চ, ২০১২ রাত ১০:৫৮

~মাইনাচ~ বলেছেন: সবার মাঝেই সম্প্রীতি বজায় থাকুক

এটাই কামনা সবসময় সবার মাঝেই

শুভ কামনা

৪| ২৯ শে মার্চ, ২০১২ রাত ১০:৫৫

চেয়ারম্যান বলেছেন: খুব খুব ভালো লাগলো ভাই লেখাটা।বোল্ড করা লেখাগুলির পর নতুন করে আর কোন উদাহরন দিতে চাইনা।শুধু সব ভাইদের বলতে চাই আসুন সবাই মিলে মিশে আমাদের দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাই,কোন স্বার্থান্বেষী মহল যাতে আমাদের এক ভাইকে আরেক ভাইয়ের বুকে ছুরি চালাতে প্ররোচিত করতে না পারে।
+++++++++++++++++++++++++++++++++++++++++++

২৯ শে মার্চ, ২০১২ রাত ১১:০০

~মাইনাচ~ বলেছেন: আসুন সবাই মিলে মিশে আমাদের দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাই,কোন স্বার্থান্বেষী মহল যাতে আমাদের এক ভাইকে আরেক ভাইয়ের বুকে ছুরি চালাতে প্ররোচিত করতে না পারে।


সুন্দর বলছো চেয়ারম্যান


শুভ কামনা নিও ছোট B-)

৫| ২৯ শে মার্চ, ২০১২ রাত ১০:৫৫

পড়শী বলেছেন: ++++ অনেক সুন্দর।

২৯ শে মার্চ, ২০১২ রাত ১১:০২

~মাইনাচ~ বলেছেন: সবার মাঝেই সম্প্রীতি বজায় থাকুক


ধন্যবাদ আপনাকে পোষ্ট পড়ার জন্য

শুভ কামনা

৬| ২৯ শে মার্চ, ২০১২ রাত ১০:৫৭

শায়মা বলেছেন: গাহি সাম্যের গান
যেখানে আসিয়া এক হয়ে গেছে
সব বাঁধা ব্যাবধান

যেখানে মিশেছে হিন্দু বৌদ্ধ
মুসলিম ক্রিষ্টান

২৯ শে মার্চ, ২০১২ রাত ১১:০৭

~মাইনাচ~ বলেছেন: ধন্যবাদ শায়মা আপু , পোষ্ট পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ

ভাল থাকুন সবসময়

গাহি সাম্যের গান
যেখানে আসিয়া এক হয়ে গেছে
সব বাঁধা ব্যাবধান

যেখানে মিশেছে হিন্দু বৌদ্ধ
মুসলিম ক্রিষ্টান



সুন্দর কথাগুলো

৭| ২৯ শে মার্চ, ২০১২ রাত ১১:০০

দূর্যোধন বলেছেন: আপনার অনুভুতির প্রতি শ্রদ্ধা জানালাম।

সর্বত্র সাম্প্রদায়িক সম্প্রীতি টিকে থাকুক,কামনা করি।

২৯ শে মার্চ, ২০১২ রাত ১১:১৫

~মাইনাচ~ বলেছেন: ধন্যবাদ দূর্যোধন ভাই, সাথে থাকার জন্য ও ধন্যবাদ।


পড়ার জন্যও


সর্বত্র সাম্প্রদায়িক সম্প্রীতি টিকে থাকুক,কামনা করি।


শুভ কামনা আপনার জন্য :)

৮| ২৯ শে মার্চ, ২০১২ রাত ১১:১৪

আরজু পনি বলেছেন:

আপনে মিয়া আসলেই ভেজাইল্লা...কমেন্ট করে ক্লিক করে দেখি লগ আউট :| X(

২৯ শে মার্চ, ২০১২ রাত ১১:১৭

~মাইনাচ~ বলেছেন: আমি কি করবো????

আমাকে বকা দেন কেন? /:) :((



X((

৯| ২৯ শে মার্চ, ২০১২ রাত ১১:১৫

আমি তানভীর বলেছেন: আমাদের এলাকায় সবচেয়ে বড় মসজিদ এবং সবচেয়ে বড় পূজা মন্ডপ কাছাকাছি অবস্থিত । পূজার সময় হলে হিন্দুরা আনন্দ করে । গান বাজনা বা নাচের আয়োজন করে । কিন্তু আজানের সময় সবকিছু বন্ধ থাকে । আজান শেষ হলে আবার তারা তাদের মত আনন্দ করে । কখনোই কেউ আমরা কারো ধর্মের প্রতি অসম্মান করি না ।

কোরবানী ঈদেও আমার হিন্দু বন্ধুরা বাসায় বেড়াতে আসে । তাদের জন্য আলাদা মুরগীর মাংশ রান্না হয় । আবার আমি একটা হিন্দু বিয়ে গেছিলাম যেখানে মুসলমান বাবুর্চী দিয়ে গরুর মাংশ রান্না হয়েছিল । আমরা সবাই একসাথে একজায়গায় থাকি । সবার ধর্মকে শ্রদ্ধা করি । আমি কখনো শুনি নাই কোন হিন্দু আজান অথবা মুসলমান ধর্ম সম্পর্কে বা কোন মুসলমান হিন্দু ধর্ম সম্পর্কে বাজে মন্তব্য করছে । আমি এমন একজন বয়স্ক হিন্দুকে চিনি যিনি কোন মসজিদের পাশ দিয়ে যাবার সময় জুতা হাতে নিয়ে যান ।

এত কিছুর পরে কিভাবে বলি যে আমরা সাম্প্রদায়িক । আমরা সবাই মানুষ । সবারই অধিকার আছে যার যার ধর্ম পালন করার । আজ পর্যন্ত আমি কোন হিন্দু বা মুসলমান কে একে অপরের ধর্ম নিয়ে কটুক্তি করতে শুনি নি ।

২৯ শে মার্চ, ২০১২ রাত ১১:২৫

~মাইনাচ~ বলেছেন: এত কিছুর পরে কিভাবে বলি যে আমরা সাম্প্রদায়িক । আমরা সবাই মানুষ । সবারই অধিকার আছে যার যার ধর্ম পালন করার । আজ পর্যন্ত আমি কোন হিন্দু বা মুসলমান কে একে অপরের ধর্ম নিয়ে কটুক্তি করতে শুনি নি ।


কটুক্তি যারা করে তারা মানুষ না। কোন ধর্মের সত্যিকারের অনুসারীও না।


ধন্যবাদ তানভীর ভাই,

১০| ২৯ শে মার্চ, ২০১২ রাত ১১:৪০

মাথা খারপ মানুষ বলেছেন: ভালো লিখেছেন ++

সাম্প্রদায়িক সম্প্রীতি সবাই চায় একমাত্র ধর্ম ব্যাবসায়ি ছাড়া।

শেষ দিকে এসে মনে হয় ব্লগের নাস্তিকদের কথা বললেন। এরাও আরেক প্রকার ধর্ম বাবসায়ি। জামাতী ছাগু আর তাদের মাঝে কোন ব্যাবধান নাই। দুজনই ধর্ম বিক্রি করে পেট চালায়। এদের লাথির উপর রাখুন।

২৯ শে মার্চ, ২০১২ রাত ১১:৫০

~মাইনাচ~ বলেছেন: ধর্ম ব্যাবসায়িরা নিপাত যাক


সর্বত্র সাম্প্রদায়িক সম্প্রীতি টিকে থাকুক


পড়ার জন্য ধন্যবাদ

১১| ৩০ শে মার্চ, ২০১২ রাত ১২:১৭

ইশতিয়াক আহমেদ চয়ন বলেছেন: ভালো লিখেছেন, মাইনাচ স্বরুপ প্লাস :)

শুভকামনা !!

৩০ শে মার্চ, ২০১২ রাত ১২:২০

~মাইনাচ~ বলেছেন: ধন্যবাদ চয়ন ভাই


পড়েছেন জেনে ভাল লাগল।


শুভকামনা আপনার জন্যও :)

১২| ৩০ শে মার্চ, ২০১২ রাত ১২:২৬

আরজু পনি বলেছেন:

ছোটবেলায় লাল পিপঁড়াকে হিন্দু পিঁপড়া বলে মেরে ফেলা হতো, পুকুরে কানপোনা নামে একধরণের মাছকেও হিন্দু বলে খাওয়া হতো না /:)
বিখ্যাতজনদের বইতেও এমনটি দেখেছি :|

বড় হওয়ার পরে আমাদের সবচেয়ে কাছের বন্ধুটি হিন্দু, সবচেয়ে ঘনিষ্ঠ পড়শি বৌদ্ধ! এতে কিন্তু আমাদের ধর্ম চর্চার কোন সমস্যা হয় না।

মানবিকতাই হলো সবচেয়ে বড় ধর্ম...

কোথায় স্বর্গ কোথায় নরক
কে বলেছে তা বহুদূর
মানুষেরই মাঝে স্বর্গ-নরক
মানুষেতে সুরাসুর

এমন সুন্দর সব পোস্ট আশা করছি সামনে আরো পাবো,শুভকামনা :)

৩০ শে মার্চ, ২০১২ দুপুর ১:৫৩

~মাইনাচ~ বলেছেন: লাল পিপঁড়ার ব্যাপারটা আমরাও করতাম। মার খেতাম সে জন্য /:)

ধর্মের জন্য মানুষ নয়, মানুষের জন্যই ধর্ম


মানবিকতাই হলো সবচেয়ে বড় ধর্ম...

কোথায় স্বর্গ কোথায় নরক
কে বলেছে তা বহুদূর
মানুষেরই মাঝে স্বর্গ-নরক
মানুষেতে সুরাসুর


আপনার সুন্দর কমেন্টের জন্য অনেক অনেক ধন্যবাদ আপু

ভালো থাকুন সবসময় :)

১৩| ৩০ শে মার্চ, ২০১২ রাত ১২:৩৭

রাতুল_শাহ বলেছেন: আপনার লেখাটা খুব মন দিয়ে পড়লাম।

অনেক সুন্দর লেখা।

আমার দেশ সাম্প্রদায়িক সম্প্রীতির শ্রেষ্ট উদাহারণ।

সহমত

৩০ শে মার্চ, ২০১২ দুপুর ১:৫৫

~মাইনাচ~ বলেছেন: অবশ্যই আমার দেশ সাম্প্রদায়িক সম্প্রীতির শ্রেষ্ট উদাহারণ।


গুটি কয়েক অনাহুত ঘটনাকে কেন্দ্র করে যারা শান্তিপ্রিয় মানুষকে বিব্রত করতে অপচেষ্টা করে তারা মানুষ না, বোকা মানব।


পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ রাতুল ভাই।


শুভ কামনা রইলো :)

১৪| ৩০ শে মার্চ, ২০১২ রাত ১২:৩৮

ঈষাম বলেছেন: সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই..

৩০ শে মার্চ, ২০১২ দুপুর ২:১০

~মাইনাচ~ বলেছেন: সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই..


ঠিক


শুভ কামনা ঈষাম ভাই। ভাল থাকুন

১৫| ৩০ শে মার্চ, ২০১২ রাত ১২:৩৮

স্বপ্নডানা বলেছেন: খুবই সুন্দর লিখেছেন ভাই! অনেক শ্রদ্ধা!

৩০ শে মার্চ, ২০১২ রাত ১০:২৮

~মাইনাচ~ বলেছেন: ধন্যবাদ স্বপ্নডানা


ভাল থাকুন

১৬| ৩০ শে মার্চ, ২০১২ রাত ১২:৩৯

কামরুল হাসান শািহ বলেছেন: সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই

ভালো লাগা রইলো

৩০ শে মার্চ, ২০১২ রাত ১০:২৯

~মাইনাচ~ বলেছেন: সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই


ধর্মের জন্য মানুষ নয়, মানুষের জন্যই ধর্ম


শুভকামনা রইলো কামরুল ভাই। ভাল থাকুন

১৭| ৩০ শে মার্চ, ২০১২ রাত ১২:৫৫

নীরব 009 বলেছেন: সুন্দর পোস্ট। এটাই হওয়া উচিত। যারা মানুষে মানুষে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টায় রত তাদের সব সময় এড়িয়ে চলা উচিত। ১৪তম প্লাস রইলো :)




আরজুপনি বলেছেন:

আপনে মিয়া আসলেই ভেজাইল্লা...কমেন্ট করে ক্লিক করে দেখি লগ আউট :P :P :P

৩০ শে মার্চ, ২০১২ রাত ১০:৩১

~মাইনাচ~ বলেছেন: যারা মানুষে মানুষে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টায় রত তাদের সব সময় এড়িয়ে চলা উচিত

তাদের বুঝানোও দরকার।

লেখাটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ নীরব ভাইয়া


আপনাকেও মাইনাচ আরজুপানিকেও X((

১৮| ৩০ শে মার্চ, ২০১২ রাত ৩:৫১

মুনসী১৬১২ বলেছেন: আমি একটা শেয়ার করি--- হাদিস বা আয়াত ভুলে গেছি--

সেটা ঞলো .. ভরা হয়েছে তোমরা অপরের উপাস্যদের গালি দিও না তারাও তাহলে তোমার উপাস্য কে কটু কথা বলবে,,,,,,,,,

৩০ শে মার্চ, ২০১২ রাত ১০:৩৮

~মাইনাচ~ বলেছেন: তোমরা অপরের উপাস্যদের গালি দিও না তারাও তাহলে তোমার উপাস্য কে কটু কথা বলবে,,


এটা সবারই মনে রাখা উচিত


ধন্যবাদ মুনসী ভাই পোষ্টটি পড়ার জন্য

১৯| ৩০ শে মার্চ, ২০১২ ভোর ৫:৪১

ফারিয়া বলেছেন: অনেক সুন্দর করে কথাগুলো বলেছেন, আপনার প্রতি শুভেচ্ছা রইল!

আপনাকে মাইনাস প্লাস মাইনাস দিলাম, পরে দেখি প্লাস হয়ে গেছে! :D B-))

৩০ শে মার্চ, ২০১২ রাত ১০:৪১

~মাইনাচ~ বলেছেন: হা হা হা মাইনাচ প্লাস এসব বড় না, পোষ্ট পড়েছেন, ভালো লেগেছে সেটাই বড় কথা।


শুভকামনা আপনার জন্য, ভালো থাকুন ফারিয়া আপু

২০| ৩০ শে মার্চ, ২০১২ সকাল ৯:১৩

গেমার বয় বলেছেন: কিছু বলবো না, শুধু + দিলাম। :|

৩০ শে মার্চ, ২০১২ রাত ১০:৪৬

~মাইনাচ~ বলেছেন: ওকে বয় ;)


ভালো থেকোগো

২১| ৩০ শে মার্চ, ২০১২ সকাল ১০:০৯

ইকরাম উল্যাহ বলেছেন: হুম।

চমতকার ভাবনা। আমার বড় হওয়াটা এরকম পরিবেশেই।

৩০ শে মার্চ, ২০১২ রাত ১০:৪৮

~মাইনাচ~ বলেছেন: আমরা কম বেশি সবাইই এ ধরনের পরিবেশের ভিতর দিয়েই বেড়ে উঠছি। এটাকে স্বাভাবিক ভাবে গ্রহন করেই একে অপরের প্রতি সহনশীল হয়েই, একে আপরে শুভাখাঙ্খি হয়েই অবস্থান করতে হবে।

ধন্যবাদ ইকরাম ভাই পোষ্ট কষ্ট করে পড়ার জন্য।

২২| ৩০ শে মার্চ, ২০১২ সকাল ১০:৪৮

জুল ভার্ন বলেছেন: চমৎকার অনুভূতি সেই সংগে আদর্শীক চেতনা।

আমি স্কুল জীবনে মিশনারী স্কুলের আবাসিক ছাত্র হওয়ায় বেশীর ভাগ বন্ধুর সংখ্যা ভিন্ন ধর্মী। কিন্তু কখোনোই অনূভব করিনি আমাদের ধর্মীয় ব্যাবধান। বরং সম্প্রীতিটাকেই বেশী পেয়েছি সব সময়-যা এখনও অটুট রয়েছে।

পোস্টে ২০তম প্লাস।

৩০ শে মার্চ, ২০১২ রাত ১০:৫১

~মাইনাচ~ বলেছেন: আদর্শীক চেতনা শুধু মুখেই বলে বলে ফেনা তোল্লেতো হবেনা, তা মনেও লালন করতে হয়, সেটা আমাদের কিছু সুবিধাবাদীরা জেনেও পালন করেনা।


এত দীর্ঘ লেখাটি কষ্ট করে পড়ার জন্য অনেক ধন্যবাদ জুল ভার্ন ভাইয়া।


ভালো থাকুন, শুভ কামনা রইলো।

২৩| ৩০ শে মার্চ, ২০১২ দুপুর ১২:১২

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
আমার এখন পর্যন্ত সব চাইতে ভালো বন্ধুদের কয়েকজন ভিন ধর্মের।
আমার বিভিন্ন কাজে তারা কিংবা তাদের জন্য আমার সামান্য প্রচেষ্ঠায় কখনো এসব ভাবি না, আমরা ভিন ধর্মের। বন্ধু এটাই সব চাইতে বড় পরিচয়।
সাম্প্রদায়িকতা কখনো সুফল আনেনা। প্রত্যেকের আলাদা বিশ্বাস থাকুক, তা বাইরে রেখে ও শত শত কারণে আমরা পাশাপাশি চলতে পারি। যা ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের জন্য কল্যানজনক।

একটু আমার বাবার কথা বলি।
সারা জীবন গ্রামে কাটিয়ে দেওয়া আমার বাবা খুবই ধার্মিক ছিলেন। প্রত্যহ নামাজ, এবাদাত। হজ্ব করেছেন, তাবলীগ ও কিছুদিন।
বাবার খুব ভালো বন্ধুদের কয়েকজন ই ছিলেন অন্য ধর্মের। আমি তাদের ও দেখেছি তারা কতোটা আন্তরিক ছিলেন। সাম্প্রদায়িক ভেদাভেদ টা থাকলে নিশ্চয় অনেক সুখ হারিয়ে যেত।

পোস্টে ভালো লাগা।

৩০ শে মার্চ, ২০১২ রাত ১০:৫৮

~মাইনাচ~ বলেছেন: সাম্প্রদায়িক ভেদাভেদ টা থাকলে নিশ্চয় অনেক সুখ হারিয়ে যেত।

ঠিক

আপনার বাবার প্রতি শ্রদ্ধা রইলো।


ধন্যবাদ দূর্জয় ভাই এতো দীর্ঘ লেখাটি কষ্ট করে পড়ার জন্য।

২৪| ৩০ শে মার্চ, ২০১২ দুপুর ১২:৪৪

মামুন হতভাগা বলেছেন: আসলে ধর্ম নিয়ে অনেক মানুষ এত বাড়াবাড়ি করে যে ধর্ম নিয়েই শংকিত হয়ে যেতে হয় অথচ ধর্ম নিয়ে বাড়াবাড়ি করতে ইসলাম ধর্মেই নিষেধ আছে।
ধর্ম হোক যারা যার,সম্পর্ক হোক মানবতার :)

৩০ শে মার্চ, ২০১২ রাত ১১:০৪

~মাইনাচ~ বলেছেন: ধর্ম হোক যারা যার,সম্পর্ক হোক মানবতার



সুন্দর বলেছেন মামুন ভাই

আপনি হতভাগা হলেও কথা বলেন সুন্দর সুন্দর ;)

ধন্যবাদ পড়ার জন্য

২৫| ৩০ শে মার্চ, ২০১২ দুপুর ১২:৫৪

ইনকগনিটো বলেছেন: পোস্টে শ্রদ্ধা রেখে গেলাম।

৩০ শে মার্চ, ২০১২ রাত ১১:০৭

~মাইনাচ~ বলেছেন: ধন্যবাদ ইনকগনিটো

আপনার নামটা এতো কঠিনযে পড়তে দাঁত ভেঙ্গে যেতে চায় /:)

২৬| ৩০ শে মার্চ, ২০১২ দুপুর ১:১১

নাফিজ মুনতাসির বলেছেন:
দারুণ একটা লেখা.......পোষ্টের প্রতি অনেক শ্রদ্ধা রইলো....

আমরা মুসলমান, হিন্দু, বৌদ্ধ ও খ্রীষ্টান সবাই একে অপরের ভাইবোন........সবার সাথে আজিবন সম্প্রিতী বজায় থাকুক এই কামনা রইলো..........

৩০ শে মার্চ, ২০১২ রাত ১১:১৪

~মাইনাচ~ বলেছেন: আমরা মুসলমান, হিন্দু, বৌদ্ধ ও খ্রীষ্টান সবাই একে অপরের ভাইবোন........সবার সাথে আজিবন সম্প্রিতী বজায় থাকুক এই কামনা রইলো........


আমারও


ধন্যবাদ এতো লম্বা লেখাটি পড়ে যাবার জন্য, ভালো থাকুন

২৭| ৩০ শে মার্চ, ২০১২ দুপুর ২:০১

চলতি নিয়ম বলেছেন: অসাধারন লেখা। সামুতে পড়া সেরা লেখা।। আমাদের আসল ব্যাপার কিন্তু এমনটাই।। মাঝেমাঝে সামুতে কিছু লেখা দেখে অবাক হয়েযাই যে এরাই কি আমাদের আশেপাশের মানুষ??


+++++

৩০ শে মার্চ, ২০১২ রাত ১১:১৬

~মাইনাচ~ বলেছেন: আমিও অবাক হয়ে যাই মাঝেমাঝে। এইতো সেদিনও কিছু ব্লগার ভাই অবুঝের মতোই পোষ্ট দেয়া আরম্ভ করলো। লজ্জা হয় তাদের দেখে



+ এর জন্য ধন্যবাদ

২৮| ৩০ শে মার্চ, ২০১২ দুপুর ২:২৩

চাঁপাডাঙার চান্দু বলেছেন: অসাধারণ সুন্দর করে সব তুলে ধরেছেন। এইটাই তো প্রকৃত বাঙ্গালী সমাজ, যা আমরা ছোটবেলা থেকেই দেখে আসছি।

বাঙ্গালী শিক্ষিত হয়েছে ৫০-৬০বছর আগে এর আগে কি হিন্দু-মুসলিম একসাথে এদেশে শান্তিপূর্ণ সহবস্থান করে আসেনি? ইতিহাস ঘাঁটলেও কোথাও বাংলার ইতিহাসে হিন্দু মুসলিম ভেদাভেদের কোন উদাহরণ পাবেন না। এখনো গ্রাম বাংলা আর মধ্যবিত্ত সমাজে কোন সাম্প্রদায়িকতা বাসা বাঁধতে পারেনি।

মাত্র দু'যুগ ধরে সাম্প্রদায়িকতা নামে একটি উগ্র শব্দ বাংলাদেশীদের কানে প্রতিনিয়ত প্রবেশ করানো হচ্ছে; যার উৎস হচ্ছে অল্প কিছু ধর্মান্ধ উগ্র পন্ডিত ব্যক্তি আর বিপরীতে তথাকথিত অসাম্প্রদায়িক বুদ্ধিজীবী নামধারী কিছু দালাল। আমরা যা নই, তাই প্রমাণ করার চেষ্টায় এরা লিপ্ত; চুরি-ডাকাতি, ধর্ষণের মত সামাজিক ব্যাধিগুলো সুযোগ পেলেই সাম্প্রদায়িকতার রং মাখানোর চেষ্টা করে।
এই প্রকৃত সাম্প্রদায়িক কীটগুলোকে দমন করতে পারলেই আমাদের শান্তিময়, অসাম্প্রদায়িক বাংলাদেশের গৌরব ধরে রাখতে পারব।
আমরা মুসলমান, হিন্দু, বৌদ্ধ ও খ্রীষ্টান সবাই একে অপরের ভাইবোন........সবার সাথে আজিবন সম্প্রিতী বজায় থাকুক এই কামনা রইলো..........

৩০ শে মার্চ, ২০১২ রাত ১১:১৮

~মাইনাচ~ বলেছেন: মাত্র দু'যুগ ধরে সাম্প্রদায়িকতা নামে একটি উগ্র শব্দ বাংলাদেশীদের কানে প্রতিনিয়ত প্রবেশ করানো হচ্ছে; যার উৎস হচ্ছে অল্প কিছু ধর্মান্ধ উগ্র পন্ডিত ব্যক্তি আর বিপরীতে তথাকথিত অসাম্প্রদায়িক বুদ্ধিজীবী নামধারী কিছু দালাল -- এবং কিছু শুশীল।

আমরা মুসলমান, হিন্দু, বৌদ্ধ ও খ্রীষ্টান সবাই একে অপরের ভাইবোন........সবার সাথে আজিবন সম্প্রিতী বজায় থাকুক এই কামনা রইলো..........


সহমত

আপনার সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ

২৯| ৩০ শে মার্চ, ২০১২ দুপুর ২:৩৬

শায়মা বলেছেন: গাহি সাম্যের গান!
কে তুমি?- পার্সী? জৈন? ইহুদী? সাঁওতাল, ভীল, গারো?
কন্‌ফুসিয়াস্‌? চার্বআখ চেলা? ব’লে যাও, বলো আরো!
বন্ধু, যা-খুশি হও,
পেটে পিঠে কাঁধে মগজে যা-খুশি পুঁথি ও কেতাব বও,
কোরান-পুরাণ-বেদ-বেদান্ত-বাইবেল-ত্রিপিটক-
জেন্দাবেস্তা-গ্রন্থসাহেব প’ড়ে যাও, য্ত সখ-

৩০ শে মার্চ, ২০১২ রাত ১১:৩৮

~মাইনাচ~ বলেছেন: গাহি সাম্যের গান-
মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান্‌ । নাই দেশ-কাল-পাত্রের ভেদ, অভেদ ধর্মজাতি,
সব দেশে সব কালে ঘরে-ঘরে তিনি মানুষের জ্ঞাতি।-
‘পূজারী দুয়ার খোলো,
ক্ষুধার ঠাকুর দাঁড়ায়ে দুয়ারে পূজার সময় হ’ল!’
স্বপন দেখিয়া আকুল পূজারী খুলিল ভজনালয়,
দেবতার বরে আজ রাজা-টাজা হ’য়ে যাবে নিশ্চয়!

৩০| ৩০ শে মার্চ, ২০১২ দুপুর ২:৩৬

শায়মা বলেছেন: তোমাতে রয়েছে সকল কেতাব সকল কালের জ্ঞান,
সকল শাস্র খুঁজে পাবে সখা, খুলে দেখ নিজ প্রাণ!
তোমাতে রয়েছে সকল ধর্ম, সকল যুগাবতার,
তোমার হৃষয় বিশ্ব-দেউল সকল দেবতার।
কেন খুঁজে ফের’ দেবতা ঠাকুর মৃত পুঁথি -কঙ্কালে?
হাসিছেন তিনি অমৃত-হিয়ার নিভৃত অন্তরালে!

৩০ শে মার্চ, ২০১২ রাত ১১:৪১

~মাইনাচ~ বলেছেন: কবিতাটি আসলেই সুন্দর

৩১| ৩০ শে মার্চ, ২০১২ দুপুর ২:৩৭

শায়মা বলেছেন: এইখানে এসে লুটাইয়া পড়ে সকল রাজমুকুট।
এই হৃদ্য়ই সে নীলাচল, কাশী, মথুরা, বৃন্দাবন,
বুদ্ধ-গয়া এ, জেরুজালেম্‌ এ, মদিনা, কাবা-ভবন,
মস্‌জিদ এই, মন্দির এই, গির্জা এই হৃদয়,
এইখানে ব’সে ঈসা মুসা পেল সত্যের পরিচয়।
এই রণ-ভূমে বাঁশীর কিশোর গাহিলেন মহা-গীতা,
এই মাঠে হ’ল মেষের রাখাল নবীরা খোদার মিতা।
এই হৃদয়ের ধ্যান-গুহা-মাঝে বসিয়া শাক্যমুনি
ত্যজিল রাজ্য মানবের মহা-বেদনার ডাক শুনি’।
এই কন্দরে আরব-দুলাল শুনিতেন আহবান,
এইখানে বসি’ গাহিলেন তিনি কোরানের সাম-গান!
মিথ্যা শুনিনি ভাই,
এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির-কাবা নাই।

৩০ শে মার্চ, ২০১২ রাত ১১:৪৮

~মাইনাচ~ বলেছেন: গাহি সাম্যের গান-
যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা-ব্যবধান
যেখানে মিশছে হিন্দু-বৌদ্ধ-মুস্‌লিম-ক্রীশ্চান।
গাহি সাম্যের গান!
কে তুমি?- পার্সী? জৈন? ইহুদী? সাঁওতাল, ভীল, গারো?
কন্‌ফুসিয়াস্‌? চার্বআখ চেলা? ব’লে যাও, বলো আরো!
বন্ধু, যা-খুশি হও,
পেটে পিঠে কাঁধে মগজে যা-খুশি পুঁথি ও কেতাব বও,
কোরান-পুরাণ-বেদ-বেদান্ত-বাইবেল-ত্রিপিটক-
জেন্দাবেস্তা-গ্রন্থসাহেব প’ড়ে যাও, য্ত সখ-
কিন্তু, কেন এ পন্ডশ্রম, মগজে হানিছ শূল?
দোকানে কেন এ দর কষাকষি? -পথে ফুটে তাজা ফুল!
তোমাতে রয়েছে সকল কেতাব সকল কালের জ্ঞান,
সকল শাস্র খুঁজে পাবে সখা, খুলে দেখ নিজ প্রাণ!
তোমাতে রয়েছে সকল ধর্ম, সকল যুগাবতার,
তোমার হৃষয় বিশ্ব-দেউল সকল দেবতার।
কেন খুঁজে ফের’ দেবতা ঠাকুর মৃত পুঁথি -কঙ্কালে?
হাসিছেন তিনি অমৃত-হিয়ার নিভৃত অন্তরালে!

৩২| ৩০ শে মার্চ, ২০১২ দুপুর ২:৩৮

শায়মা বলেছেন: গাহি সাম্যের গান-
মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান্‌ ।
নাই দেশ-কাল-পাত্রের ভেদ, অভেদ ধর্মজাতি,
সব দেশে সব কালে ঘরে-ঘরে তিনি মানুষের জ্ঞাতি।-

৩০ শে মার্চ, ২০১২ রাত ১১:৫০

~মাইনাচ~ বলেছেন: মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান ।



আসলেইতো।


সুন্দর কবিতাটি পুনরায় মনে করিয়ে দিলেন আপনি।


ধন্যবাদ নানী (আপু ;) )

৩৩| ৩০ শে মার্চ, ২০১২ বিকাল ৩:১৩

নাআমি বলেছেন: নিজ ধর্ম মেনে চলবো ঠিকই তাই বলে অন্য ধর্মকে নীচু করে দেখবারতো প্র্রশ্নই ওঠেনা। আর মানুষের মনুষ্যত্ববোধ অনেক বড় ব্যাপার ........ মানবিকতা, মনুষ্যত্ব অনেক বড় ধর্ম .....

" সবার ওপরে মানুষ সত্য তাহার ওপরে নাই "

সুন্দর পোস্টের জন্য অজস্র ধন্যবাদ, শরুটার মত শেষটাও বেশ চমৎকার !!

সকলের মঙ্গলময় জীবন কামনায়..

শুভকামনা রইল......

৩০ শে মার্চ, ২০১২ রাত ১১:৫৮

~মাইনাচ~ বলেছেন: নিজ ধর্ম মেনে চলবো ঠিকই তাই বলে অন্য ধর্মকে নীচু করে দেখবারতো প্র্রশ্নই ওঠেনা। আর মানুষের মনুষ্যত্ববোধ অনেক বড় ব্যাপার ........ মানবিকতা, মনুষ্যত্ব অনেক বড় ধর্ম .....


অনেক ধন্যবাদ লেখাটি পড়ার জন্য।

ভালো থাকুন, শুভকামনা

৩৪| ৩০ শে মার্চ, ২০১২ বিকাল ৩:২৪

সামু এবং আমি বলেছেন: খুব ভালো লিখছো মাইনাচ +++ :)

৩০ শে মার্চ, ২০১২ রাত ১১:৫৯

~মাইনাচ~ বলেছেন: ওই তুমি পড়ছো নাকি ফাঁকিবাজি দিলা ;) =p~



টেঙকু B-)

৩৫| ৩০ শে মার্চ, ২০১২ বিকাল ৫:৩৫

নোমান নমি বলেছেন: আমার যা মনে হচ্ছে সাম্প্রদায়িকতার বেশীর ভাগই ব্লগের হা হুতাশ।ছোট বেলা থেকে যখন সবার সাথে মিশছি হিন্দু বা মুসলমান দেখেতো মিশিনি।
বড় হয়ে বন্ধু বান্ধবী যাদের সাথেই মিশছিা আমরা কি জিজ্ঞেস করেছি "তুমি হিন্দু না মুসলিম"?
এক সাথেইতো চলছি,ভাবিও না যে সে হিন্দু অথবা মুসলিম।

সাম্প্রদায়িকতা শব্দটা হল একটা রাজনৈতিক উছিলা এবং কিছু জ্ঞানপাপীর কলমের পাপ।

ভাল লিখেছেন।

৩১ শে মার্চ, ২০১২ রাত ১২:১৪

~মাইনাচ~ বলেছেন: আমার যা মনে হচ্ছে সাম্প্রদায়িকতার বেশীর ভাগই ব্লগের হা হুতাশ।

সাম্প্রদায়িকতা শব্দটা হল একটা রাজনৈতিক উছিলা এবং কিছু জ্ঞানপাপীর কলমের পাপ।

একদম খাটি কথা।


ধন্যবাদ নোমান ভাই লেখাটি পড়ার জন্য

৩৬| ৩০ শে মার্চ, ২০১২ রাত ১০:৪৩

রবিন মিলফোর্ড বলেছেন: অসাধারন দারুন লিখেছেন ।


আমি এই কথাটা বিশ্বাস করি ..

ধর্মের জন্য মানুষ নয়, মানুষের জন্যই ধর্ম




আমিও এই আশা করি আমার দেশ হবে সাম্প্রদায়িক সম্প্রীতির শ্রেষ্ট উদাহারন। মঙ্গলময় হোক সবার জীবন।

৩১ শে মার্চ, ২০১২ রাত ১২:১৫

~মাইনাচ~ বলেছেন: ধর্মের জন্য মানুষ নয়, মানুষের জন্যই ধর্ম


অবশ্যই আমার দেশ হবে সাম্প্রদায়িক সম্প্রীতির শ্রেষ্ট উদাহারন।



ধন্যবাদ রবিন, শুভকামনা রইলো

৩৭| ৩০ শে মার্চ, ২০১২ রাত ১০:৪৪

অসামাজিক ০০৭০০৭ বলেছেন: ২৬তম ভালো লাগা জানিয়ে গেলাম মাইনাচকে :)
বেশ ভালো লাগলো আপনার লেখাটি
+++

৩১ শে মার্চ, ২০১২ রাত ১২:৫৯

~মাইনাচ~ বলেছেন: ধন্যবাদ অসামাজিক ভাই


কি যে নাম নিলেন, ডাকতেই লজ্জা করে।

সামাজিক হয়ে যান। ;)


শুভকামনা রইলো।

৩৮| ৩০ শে মার্চ, ২০১২ রাত ১১:০৫

প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: সুন্দর পোস্ট।

৩১ শে মার্চ, ২০১২ রাত ১:০১

~মাইনাচ~ বলেছেন: আপনার নাম নিতেই আমার দাঁত ভাঙ্গার অবস্থা , নাম পাল্টান X(( পড়তেই পারিনা /:)



ধন্যবাদ গ্নিসারিনম্নিলিসারিন ;) =p~

৩৯| ৩১ শে মার্চ, ২০১২ রাত ১:০২

প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: গ্নিসারিনম্নিলিসারিন! এইডা কিছু হৈলো! :||

৩১ শে মার্চ, ২০১২ রাত ১:২১

~মাইনাচ~ বলেছেন: আমি পড়তে পারিনা, নামটা দেখলেতো মাথাটাই আউলায়া যায় :-& :-0


আমি এটাই পড়তে পারছি ;) =p~

৪০| ৩১ শে মার্চ, ২০১২ রাত ১:১৩

ফেলুদার চারমিনার বলেছেন: এই সময়ে এমন চমৎকার পোস্টের খুবই দরকার ছিলো, অনেক অনেক ধন্যবাদ মাইনাচ।

আপনাকে স্যালুট দিলাম।

৩১ শে মার্চ, ২০১২ রাত ১:২৩

~মাইনাচ~ বলেছেন: ধন্যবাদ চারমিনার ভাই ধর্য্য ধরে এতো দীর্ঘ পোষ্টটা পড়ার জন্য।


স্যালুট? হাহা আপনার আন্তরীকতায় খুশি হলাম।



অনেক শুভ কামনা।

৪১| ৩১ শে মার্চ, ২০১২ রাত ১:৩৩

মাথা খারপ মানুষ বলেছেন: মার্চ মাসের পাঠোচিত মাইনাচীয় পোষ্ট কই?

৩১ শে মার্চ, ২০১২ সকাল ১০:৪১

~মাইনাচ~ বলেছেন: এখনো সময় হয়নিতো,


দেখি কি করা যায় /:)

৪২| ৩১ শে মার্চ, ২০১২ রাত ২:১৮

সাইফুলহাসানসিপাত বলেছেন: ভাইয়া খুব সুন্দরভাবে উদাহরন দিয়ে লিখেছ । আসলে আমাদের মত বেশিরভাগ মানুষই ভেজাইল্যা না ।

যারা ভেজাল করার তারা ঘুরে ফিরে ভেজালই করে। তাদের কোনভাবে থামানো যাবেনা ।

৩১ শে মার্চ, ২০১২ সকাল ১০:৪৫

~মাইনাচ~ বলেছেন: উদারাহন না দিয়ে না বুঝালেতো মুর্খরা বুঝতে চাইবেনা। এত সহজ, এত সোহার্দপূর্ন বিষয় তারা বুঝেনা। ও্ইযে বল্লেনা, যারা ভেজাল করার তারা ঘুরে ফিরে ভেজালই করে। তাদের কোনভাবে থামানো যাবেনা ।


ধন্যবাদ এতো কষ্ট করে দীর্ঘ পোষ্টটি পড়ার জন্য, শুভ কামনা রইলো।

৪৩| ৩১ শে মার্চ, ২০১২ সকাল ৭:১২

ঘুমন্ত আমি বলেছেন: ভালো লাগলো ।আচ্ছা হিন্দু ,মুসলমানদের মধ্যে এই বিদ্বেষ কে ছড়িয়েছে নিশ্চয় কোন হুজুর কিংবা পন্ডিত ছড়ায় নি ছড়িয়েছে স্বার্থনেষী রাজনৈতিক দলগুলো ।কিছু স্বার্থনেষী মানুষ যারা নিজেদের ব্যাক্তিগত স্বার্থ হাসিলের জন্য মোক্ষম উপায় হিসাবে ধর্মকে ব্যাবহার করে থাকে ।

৩১ শে মার্চ, ২০১২ দুপুর ১:৩৯

~মাইনাচ~ বলেছেন: কিছু স্বার্থনেষী মানুষ যারা নিজেদের ব্যাক্তিগত স্বার্থ হাসিলের জন্য মোক্ষম উপায় হিসাবে ধর্মকে ব্যাবহার করে থাকে ।


এটাই। কুচক্রীরা নিজ স্বার্থের জন্য কতো কিই না করে তার কোন হিসেব আছে???


ধন্যবাদ আপনাকে।

৪৪| ৩১ শে মার্চ, ২০১২ দুপুর ১:২২

আবু সালেহ বলেছেন: সবার মাঝেই সম্প্রীতি বজায় থাকুক...ধর্ম বর্ণ নির্বিশেষে...........++

৩১ শে মার্চ, ২০১২ দুপুর ১:৫৮

~মাইনাচ~ বলেছেন: সবার মাঝেই সম্প্রীতি বজায় থাকুক...ধর্ম বর্ণ নির্বিশেষে


সে কামনায় রইলো।


সালেহ ভাই পোষ্টটি পড়ার জন্য ধন্যবাদ

৪৫| ৩১ শে মার্চ, ২০১২ রাত ১১:২৩

হানিফ রাশেদীন বলেছেন: আমাদের গ্রামেও হিন্দু মুসলমানদের ভেতরে পার্থক্য নেই। পার্থক্য আমরা করি না। পরস্পরের অনুষ্ঠানে আমরা যাই।এবং পরস্পরকে পেয়ে খুশি হই। গরুর বদলে হিন্দুদের জন্য স্পেশাল মুরগির ব্যবস্থাও করি, ধর্মিয় অনুষ্ঠানেও।

সর্বত্র সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকুক

০১ লা এপ্রিল, ২০১২ রাত ১২:০৩

~মাইনাচ~ বলেছেন: সর্বত্র সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকুক


হানিফ ভাই অনেক ধন্যবাদ পোষ্টটা পড়ার জন্য

৪৬| ০১ লা এপ্রিল, ২০১২ সকাল ১১:২১

নীল-দর্পণ বলেছেন: চমৎকার লাগল

০১ লা এপ্রিল, ২০১২ দুপুর ১:১২

~মাইনাচ~ বলেছেন: ধন্যবাদ দর্পন কষ্ট করে পড়ার জন্য

:)

শুভ কামনা রইলো

৪৭| ০১ লা এপ্রিল, ২০১২ রাত ১০:৫২

নিশাচর ভবঘুরে বলেছেন: আমরাই ভেদাভেদ করি :(

পোষ্টে +++++++

০৫ ই এপ্রিল, ২০১২ রাত ১১:৩৪

~মাইনাচ~ বলেছেন: ধন্যবাদ নিশাচর ভাই, পড়েছেন দেখে ভাল লাগল।


শুভ কামনা রইলো।

৪৮| ০২ রা এপ্রিল, ২০১২ ভোর ৫:৩৩

অন্তরন্তর বলেছেন: চমৎকার করে সাম্প্রদায়িক সম্প্রীতির কথা লিখেছেন নিজের মত করে।
আসলে সব ধর্মের কিছু ধর্ম বেবসায়ি(আমি তাদের তাই বলি) এই অসম্প্রদায়িকতার জন্য দায়ী।
জগতে যত বড় বড় মনিষী এসেছেন তারা সবাই মানবতার কথা বলেছেন। বলেছেন মানুষ মানুষের জন্য। আসলেই মানুষকে ধর্ম, বর্ণ নির্বিশেষে ভালবাসলেই মানব জীবন সার্থক।
পোস্টে অনেকগুলো প্লাস। এই রকম পোস্টই আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি আরও মজবুত করতে পারে। ভাল থাকুন অনেক অনেক। মানবতার জয় হউক।

০৬ ই এপ্রিল, ২০১২ রাত ১:০৬

~মাইনাচ~ বলেছেন: পড়ার আর সুন্দর কমেন্টের জন্য ধন্যবাদ।

শুভ কামনা

৪৯| ০৫ ই এপ্রিল, ২০১২ রাত ১১:২৯

কাউন্সেলর বলেছেন: ওয়েলকাম ব্যাক ব্রো। খুব ভালো লাগছে আপনার ফিরে আসা দেখে। এ্যা ট্রু ব্লগার উইল নেভার ওয়াক এলোন... আমার খুব প্রিয় একজন ব্লগার এই কথাটা আমায় বলেছিলেন।
ভালো থাকুন সর্বদা।

০৬ ই এপ্রিল, ২০১২ রাত ১:০৭

~মাইনাচ~ বলেছেন: ধন্যবাদ কাউন্সেলর ভাই


আপনি প্রথম আমার ব্লগে, ভাল লাগল দেখে আপনাকে।


শুভ কামনা আপনার জন্য

৫০| ০৬ ই এপ্রিল, ২০১২ রাত ১২:৩১

গেমার বয় বলেছেন: আপনার সব পোস্টগুলা কই...!!! X( X( X( X( X(( X(( X(( X((

০৬ ই এপ্রিল, ২০১২ রাত ১:০৮

~মাইনাচ~ বলেছেন: আলমারীতে


গোস্সা দেখান কেন? বাহির করতেছিতো /:) :(( :((

৫১| ০৬ ই এপ্রিল, ২০১২ রাত ১২:৪৯

রবিন মিলফোর্ড বলেছেন: কি হৈছে ! সব পোস্ট ড্রাফটে নিলেন কেন ভাই ? :| :(


সামুর উপর রাগ করেছেন নাকি !


আশা করি সব পোস্টগুলো আবার ফিরিয়ে আনবেন । :)

ভাল থাকুন । :)

০৬ ই এপ্রিল, ২০১২ রাত ১:১০

~মাইনাচ~ বলেছেন: রাগ করে লাভ কি? তেমন কিছু হয়নিযে রাগ করবো।


এমনি ভাল লাগছিলোনা তাই । আর একটু ব্যস্থও ছিলাম অনেক।


ওকে , ফিরিয়ে আনবো অবশ্যই :)



শুভ কামনা পিচ্চি তোমাকেও B-) (দেখতে পিচ্ছি লাগে তাই ডাকলাম , আদৌ পিচ্চি কিনা জানিনা। )

৫২| ০৬ ই এপ্রিল, ২০১২ রাত ১:০৮

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
পোস্ট ফিরিয়ে আনুন।
অপেক্ষায় থাকলাম।

০৬ ই এপ্রিল, ২০১২ রাত ১:১৪

~মাইনাচ~ বলেছেন: স্যরি ভাই এমনটা করারজন্য

একটু সময় দেন আমাকে। ফিরিয়ে আনবো।


শুভ কামনা আপনার জন্য

৫৩| ০৬ ই এপ্রিল, ২০১২ রাত ১:১০

দেশী পোলা বলেছেন: ভাল লেখা, ৩৪ নং প্লাস

০৬ ই এপ্রিল, ২০১২ রাত ১:১৬

~মাইনাচ~ বলেছেন: ধন্যবাদ দেশী পোলা ভাই



ধর্য্য ধরে এত দীর্ঘ লেখাটি পড়েছেন জেনে ভাল লাগল।

সর্বত্র সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকুক


শুভ কামনা আপনার জন্য

৫৪| ০৬ ই এপ্রিল, ২০১২ রাত ১:১৮

রবিন মিলফোর্ড বলেছেন: হে হে......... এইবার ব্যাচেলর ফাস্র্ট ইয়ারে B-)) B-)


পিচ্চি নাতো /:) :((

০৬ ই এপ্রিল, ২০১২ রাত ১:২৫

~মাইনাচ~ বলেছেন: পিচ্ছিইতো ;)

ব্যাচেলর ফাস্র্ট ইয়ারে হলেতো একেবারে পিচকা =p~



তোমার চেহারাটা কেন জানি আমার ছোট ভাইয়ে পুরানো ছবির সাথে মিলে যায় :#) মানে সে বেশ কয়েক বছর আগে দেখতে এমনটাই চিলো

৫৫| ০৬ ই এপ্রিল, ২০১২ সকাল ৯:২৭

শায়মা বলেছেন: হায় হায় মাইনাচভাইয়া!!!


একটা মাতর পোস্ট কেনো???

০৬ ই এপ্রিল, ২০১২ রাত ১১:০৯

~মাইনাচ~ বলেছেন: খেয়ে ফেলেছি, ক্ষিধা লাগছিলো তাই।

/:)

৫৬| ০৬ ই এপ্রিল, ২০১২ সকাল ১০:৩৮

আরজু পনি বলেছেন:

সব পোস্ট আনড্রাফট করুন, নইলে মাইর একটাও পিঠের বাইরে পড়বে না! X(( X((

অনেক অনেক অভিনন্দন , ফিরে এসেছেন দেখে খুব ভালো লাগছে :D :D

০৬ ই এপ্রিল, ২০১২ রাত ১১:৩০

~মাইনাচ~ বলেছেন: এত চোখ লাল দেখান কেন? /:)



আপা কোন বেত দিয়ে পিঠাবেন? একটু নরম থেকে নিয়েন, শক্ত হলে ব্যথা পাবোতো :( হাত দিয়ে মারলে আরো ভালো হয় =p~



এসে পড়লাম। না এসে কি উপায় আছে? আসলে ক'দিন ব্যস্থতো ছিলামও, মনটাও খারাপ ছিলো

৫৭| ০৬ ই এপ্রিল, ২০১২ বিকাল ৪:০৬

ফারজুল আরেফিন বলেছেন: ড্রাফট কেন? কি হয়েছে? B:-)

০৬ ই এপ্রিল, ২০১২ রাত ১১:৩৫

~মাইনাচ~ বলেছেন: মাথা আউলায়া গেছিলো একটু।


মনে হয় পাবনা যাওয়া লাগবে ;)



এইতো ঠিক করে দেবো একটু সময় নিয়ে

৫৮| ০৬ ই এপ্রিল, ২০১২ রাত ৯:৫৭

বিরোধী দল বলেছেন: মাইনাস ভাই তোমার আর পোস্ট কই? X(( X(( X((

০৬ ই এপ্রিল, ২০১২ রাত ১১:৪২

~মাইনাচ~ বলেছেন: ওই চোখ লাল দেখতে ডর লাগে, বন্ধ করো




আরে ফিরায় আনবো সবুর করেন X((

৫৯| ০৬ ই এপ্রিল, ২০১২ রাত ১১:১৪

বেঈমান আমি বলেছেন: পড়ছিলাম কমেন্ট করা হয়নাই।৩৫তম ভালো লাগা :P

০৬ ই এপ্রিল, ২০১২ রাত ১১:৪৩

~মাইনাচ~ বলেছেন: মাইর একটাও পিঠে পড়বেনা মিছা বল্লে X(



ধন্যবাদ ঈমান ভাই পড়ার জন্য

৬০| ০৮ ই এপ্রিল, ২০১২ বিকাল ৪:০১

জলঝিরি বলেছেন: প্রতিবছর ঈদ, শবে বরাত বা মিলাদে তো অন্য ধর্মীয় বন্ধুরা তো আসেই । আমি নিজেও মন্দির , গির্জা, প্যাগোডা , ছাড়াও রামকৃষ্ণ মিশনে গিয়ে কীর্তন শুনেছি, বিহারে গিয়ে তাদের প্রার্থনা দেখেছি । কখনও মনে হয়নি এতে আমার মুসলিমসত্তার কোনও ক্ষতি হয়েছে। আমার আর আমার প্রভুর মাঝে তো কখনও কেউ আসতে পারেনি । ভালবাসা বরং বেড়েই চলেছে ।

অসম্ভব সুন্দর পোস্ট। এইরকম মনে হয় কেবল আমরা বাংলাদেশীরাই বলতে পারি.। সম্প্রীতির এত উদাহরন আর কোথাও পাওয়া যায় বলে জানা নেই।

ভাল থাকবেন।

০৮ ই এপ্রিল, ২০১২ রাত ৮:৩০

~মাইনাচ~ বলেছেন: এইরকম মনে হয় কেবল আমরা বাংলাদেশীরাই বলতে পারি.। সম্প্রীতির এত উদাহরন আর কোথাও পাওয়া যায় বলে জানা নেই।


আপনার সুন্দর মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ।

ভাল থাকুন সবসময় :)

৬১| ১২ ই এপ্রিল, ২০১২ বিকাল ৩:৫৮

কলম.বিডি বলেছেন: পোস্টে প্লাস। আমার এই কথাটা সবসময় মনে হয়ঃ একজন মানুষ যদি নিজের ধর্মকে শ্রদ্ধা করে আর পালন করে সে কখনো অন্য ধর্মের মানুষের সাথে অন্যায় করবে না, কারণ দুনিয়ার কোন ধর্মে অন্যায় বা অনাচার অনুমোদিত না। খেয়াল করে দেখবেন যারা মালাউন মালাউন করে চিৎকার করে তাদের হাতে ইসলামও নিরাপদ না!! আমার একটা ফ্রেন্ড কোন হিন্দু মেয়ের সাথে মিশত না, ওদের গা থেকে নাকি গন্ধ আসে!!! আর নিজে শবে বরাত ছাড়া আর কোন নামাজই পড়তো না, বুঝেন...

১২ ই এপ্রিল, ২০১২ বিকাল ৪:০৯

~মাইনাচ~ বলেছেন: একজন মানুষ যদি নিজের ধর্মকে শ্রদ্ধা করে আর পালন করে সে কখনো অন্য ধর্মের মানুষের সাথে অন্যায় করবে না, কারণ দুনিয়ার কোন ধর্মে অন্যায় বা অনাচার অনুমোদিত না।



আপনার সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ।


আপনি দেখি একসাথেই আমার সব পোস্ট পড়া শুরু করেছেন। হাহা ধন্যবাদ ভাই।

৬২| ১২ ই এপ্রিল, ২০১২ রাত ৮:৩৩

কলম.বিডি বলেছেন: সাম্প্রতিকগুলা দেখে সবগুলাতেই ঢুঁ দিলাম আর কি!! ব্লগ পড়তে তো আর পয়সা লাগে না!!

১২ ই এপ্রিল, ২০১২ রাত ৮:৪৩

~মাইনাচ~ বলেছেন: ব্লগ পড়তে পয়সা লাগেনা কে বল্লো??? নেটের পয়সা, কম্পিউটারের পয়সা এসব কি ফ্রি আসে নাকি? X(( ;)


ধন্যবাদ ভাই , শুভকামনা রইলো

৬৩| ২১ শে এপ্রিল, ২০১২ রাত ৯:৪০

আহমাদ জাদীদ বলেছেন: আমার এক হুজুরের কাছে ছোটবেলায় হিন্দুদের সাথে মেশার ব্যাপারে কথা হয়েছিল.........উনি বলেছিলেন......"সমস্যা কি?? মিল্যা-মিশ্যা থাকবা......" :) :) :)

পোস্টে ভালো লাগা......এবং প্রিয়তে...... :) :) :)

২১ শে এপ্রিল, ২০১২ রাত ১০:৪৯

~মাইনাচ~ বলেছেন: এই পোষ্ট প্রিয়তে??


ধন্য হলাম জাদীদ ভাই।
সর্বত্র সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকুক

অনেক অনেক শুভ কামনা রইলো

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.