নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কবি। কবিতা লিখি আর মানুষের সুন্দর কবিতা গুলো দেখে হিংসায় জ্বলে পুড়ে ছাই হই।

রুবাইয়াত নেওয়াজ

কবিতা লিখি গান গাই মাঝে মাঝে গীটার বাজাই

রুবাইয়াত নেওয়াজ › বিস্তারিত পোস্টঃ

শোরগোল

১৬ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:২৫

আজ শুধু ভুল বোঝার দিন

প্রতিটি কথাকে কাটা দিয়ে ধরে

নিজের মনের মত আকাবাকা করে

ভাববার দিন আজ।



না আজ কোন আলোচনা নয়,

নয় মুঠোফোন সংলাপ

অথবা কোন পাগলের প্রলাপ নয়।

শুধু রাগানোর দিন আজ

রাগবার দিন।



আজ শুধু আঘাত দেয়ার দিন

যুদ্ধের ডামাডোল, চারিদিকে শোরগোল

আজ হরতাল, আজ বিক্ষোভ

নিজেকে নিয়ে ভাববার দিন আজ।।



X(X(X(X(X(



মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১৮ ই নভেম্বর, ২০১৩ দুপুর ২:৩৭

মায়াবী ছায়া বলেছেন: এত অভিমান কার তরে আপ্পিমনি :)
কবিতায় ভাল লাগা ।।

২০ শে নভেম্বর, ২০১৩ সকাল ৯:৪৯

রুবাইয়াত নেওয়াজ বলেছেন: আপ্পিমনি??? হাহাহা।। মায়াবী ছায়া আমি আপ্পিমনি না। :-D আমি আপ্পিমনির ভাই।

২| ২০ শে নভেম্বর, ২০১৩ সকাল ৯:২২

কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: কবিতায় ভালো লাগা

ঠিক বলছেন নিজেকে নিয়ে ভাববার দিন আজ :)

কবিতা পড়ে মনে হচ্ছে আপনি কারো উপর এমন কি নিজের উপরও খুব বিরক্ত :D :) :)

ভালো থাকুন

২০ শে নভেম্বর, ২০১৩ সকাল ৯:৪৮

রুবাইয়াত নেওয়াজ বলেছেন: ঠিক রাসেল ভাই। নিজের উপর প্রচন্ড বিরক্ত লাগতেছিল ঐ দিন। লিখে দিছি মনের কথা। 8-

৩| ২০ শে নভেম্বর, ২০১৩ সকাল ৯:৫৬

কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: তাহলে মিলে গেল :)

শুভ সকাল
ভালো থাকুন সবসময় :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.