![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কবিতা লিখি গান গাই মাঝে মাঝে গীটার বাজাই
তোমার স্পর্শে অদ্ভুত ভালো লাগা
ছুয়ে দেয়া তোমার ত্বক
তোমার চুলের মাঝে হাত রেখে
অনুভব করা তোমায়।
এ যেন স্বপ্ন আমার,
যেন এক মায়া।
তোমার গায়ের মিষ্টি গন্ধ
আমার নেশার কারণ আজ।
নেশাসক্ত আমি আজ নেশায় বিভোর।
নাহ তোমাকে ভালোবাসি কি না
জানিনা।
ভালোবাসা বড় কঠিন, মস্তিষ্কের তীব্র ক্ষয়।
তোমাকে ভালো লাগে, ভালো লাগে
তোমার কথা, তোমার কন্ঠস্বর।
হ্যা আর সব কিছু যত টুকু দেখেছি
যতটুকু অনুভব করেছি, এবং তার বাইরে সব।
২৩ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:৩৬
রুবাইয়াত নেওয়াজ বলেছেন: ধন্যবাদ কায়েস ভাই।
২| ২১ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:১৩
কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: ভালোবাসা বড় কঠিন, মস্তিষ্কের তীব্র ক্ষয়।
রোমান্টিক কবিতা ভালো লাগলো
২৩ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:৩৭
রুবাইয়াত নেওয়াজ বলেছেন: হ্যা রোমান্টিক কবিতা লিখা সহজ। ধন্যবাদ রাসেল ভাই।
©somewhere in net ltd.
১|
২১ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:২৮
এস এম কায়েস বলেছেন: ভাল লাগল।