নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কবি। কবিতা লিখি আর মানুষের সুন্দর কবিতা গুলো দেখে হিংসায় জ্বলে পুড়ে ছাই হই।

রুবাইয়াত নেওয়াজ

কবিতা লিখি গান গাই মাঝে মাঝে গীটার বাজাই

রুবাইয়াত নেওয়াজ › বিস্তারিত পোস্টঃ

ভালোলাগা তোমাকে

২৭ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৫০

জানি তুমি ভাব

তোমাকে ভালোলাগা অর্থ শুধু

তোমার কথা ভালো লাগা।

হয়তো এটাও ভাব তোমার হাসিটাই শুধু

ভালো লাগে খুব।

এটা কী জানো? ভালো লাগার কোনোও নিয়ম নেই।

কোনোও সূত্র নেই। নেই কোনও উত্তর

ঐ প্রশ্নের "আমাকে ভালো লাগে কেন?"

ভালোলাগা শুধু ভালো লাগা।

সবকিছু ভালোলাগা। তোমার দোষ, তোমার গুন সব।

ভালো লাগা তোমার স্পর্শ।

অথবা তার ইচ্ছে পোষন।

ভালো লাগা তোমার ঠোটের রং।

তোমার গালের ভাজ, আকা বাকা ভ্রু।

ভালোলাগা তোমায় সাদা শাড়ি

লাল পেরে সাজে, রক্তিম ঠোট।

হ্যা কেন নয়? ভালো লাগা

বৃষ্টি স্নাত সবুজ শাড়িতে দেখা

তোমার ভেজা তনু।

সবকিছু মিলে ভালোলাগা।

সব কিছু মিশে ভালোবাসা।





মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৭ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৫৮

গৃহত্যাগী পূর্ণিমার আলো বলেছেন: সবকিছু মিলে ভালোলাগা :)
সব কিছু মিশে ভালোবাসা :) :)
এখানে দেখতে পারেন

২৭ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৪:০৫

রুবাইয়াত নেওয়াজ বলেছেন: :)

২| ২৮ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১:০৯

কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: ভালো লাগলো

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.