![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কবিতা লিখি গান গাই মাঝে মাঝে গীটার বাজাই
টিপ টপ মেয়েটা তার হাসি হাসি মুখ
দেখলেই মনে জাগে ঢিপ ঢিপ সুখ।
কাছে গেলে মনে হয় ছুয়ে দেই গাল,
যেন লজ্জা মেখে হয় টক টকে লাল।
দুর থেকে মিটি মিটি সে যে কেন হাসে,
হাসি দেখে ভ্রম হয় বুঝি ভালোবাসে।
কাছে এসে পাশে বসে ভালো লাগে খুবি,
যদি হয় নদী সে আমি তার জলে ডুবি।
আকা বাকা চুল তার ঘাড়ে পরে রয়,
চুলে তার বিলি দিতে ইচ্ছে তো হয়।
ইচ্ছেরা চাপা মনে জোর করে ঠাঁসা,
কবিতায় তাকে তাই শুধু ভালোবাসা।
তাকে নিয়ে কবিতায় হাত ধরে পথ চলা,
তার চোখে চোখ রেখে কত কথা বলা।
২৮ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩৫
রুবাইয়াত নেওয়াজ বলেছেন: ধন্যবাদ। কিন্তু জা এর পর যে কেমন লাগছে না?
২| ২৮ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১:১৬
এম এ কাশেম বলেছেন:
সুন্দর কবিতা, সনেটের কাছাকাছি, তাই একটু এদিক সেদিক করে
নীচে ১৪ মত্রার সনেটে রূপান্তর করে দিলাম, ভাল লাগে কিনা দেখুন।এটা একটা স্বতন্ত্র সনেট।
টিপ টপ মেয়ে - তার হাসি হাসি মুখ
দেখলেই মনে জাগে ঢিপ ঢিপ সুখ।
কাছে গেলে মনে হয় ছুয়ে দেই গাল,
লজ্জা মেখে হয় যেন টক টকে লাল।
দুর থেকে মিটি মিটি কেন সে হাসে,
হাসি দেখে ভ্রম হয় বুঝি ভালোবাসে।
কাছে এসে পাশে বসে ভালো লাগে সবি,
সে যেন নদী, আমি তার জলেতে ডুবি।
আকা বাকা চুল তার ঘাড়ে পরে রয়,
চুলে তার বিলি কেঠে দিতে ইচ্ছে হয়।
ইচ্ছেরা মনের তলে জোরে চাপা ঠাঁসা,
কবিতায় তাকে তাই শুধু ভালোবাসা।
তাকে নিয়ে কবিতায় হাত ধরে চলা,
তার চোখে চোখ রেখে শত কথা বলা।
২৮ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩২
রুবাইয়াত নেওয়াজ বলেছেন: ধন্যবাদ। সে যেন নদী, আমি তার জলেতে ডুবি।
লাইনটা আমারটার থেকে ভালো হয়েছে। এই লাইনটা নিয়ে একটু বিপদে ছিলাম।
৩| ২৮ শে নভেম্বর, ২০১৩ দুপুর ২:০৭
ভিটামিন সি বলেছেন: ইভ টিজিংএর গন্ধ পাচ্ছি।
গালে ছুঁয়ে দেখেন, নিশ্চিত পুলিশ ডাকবে। আপনি যে ভালবেসে ছুঁয়েছেন, সেটা গালধারিনী বোঝবে না।
২৯ শে নভেম্বর, ২০১৩ রাত ১২:২৬
রুবাইয়াত নেওয়াজ বলেছেন: ইভ টিজিং হবে কেন? এটা হল ভালোবাসা। আর ছেলে শেয়ানা সে কবিতার উপর দিয়েই চালিয়ে দেয় সব কিছু।
৪| ২৮ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:৫৫
এম এ কাশেম বলেছেন: কবিতা যখন লিখছেন ভাই , তখন সাহিত্য ব্লগে ও লিখতে পারেন:
নীচে নির্ভেজাল একটি সাহিত্য ব্লগের আ্যড্রেস দিলাম:
৫| ২৮ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:৫৭
এম এ কাশেম বলেছেন: cholontika.com
৬| ২৯ শে নভেম্বর, ২০১৩ রাত ১২:২২
রুবাইয়াত নেওয়াজ বলেছেন: কাশেম ভাই। আপনি এই অভাজনের লিখাকে কবিতা বলে সম্মান দিয়েছেন। নিজে ওটাকে আরও সুন্দর করে বানর থেকে মানুষ করেছেন। আপনি যখন বলছেন নিশ্চয় লিখব ভাই।
©somewhere in net ltd.
১|
২৮ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১:০৮
কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: টিপ টপ মেয়েটা হাসি হাসি মুখ

দেখলেই মনে জাগে ঢিপ ঢিপ সুখ।
কাছে গেলে মনে হয় ছুয়ে দেই গাল,
লজ্জা যেন মেখে হয় টক টকে লাল।
দুর থেকে মিটি মিটি সে যে কেন হাসে,
হাসি দেখে ভ্রম হয় বুঝি ভালোবাসে।
কাছে এসে পাশে বসে ভালো লাগে খুবি,
যদি হয় নদী সে আমি জলে ডুবি।
আকা বাকা চুল তার ঘাড়ে পরে রয়,
চুলে তার বিলি দিতে ইচ্ছে তো হয়।
ইচ্ছেরা চাপা মনে জোর করে ঠাঁসা,
কবিতায় তাকে তাই শুধু ভালোবাসা।
তাকে নিয়ে কবিতায় হাত ধরে পথ চলা,
তার চোখে চোখ রেখে কত কথা বলা।
একটু rearrange করলাম
সুন্দর কবিতা
ভালো লাগলো