![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কবিতা লিখি গান গাই মাঝে মাঝে গীটার বাজাই
কাল তুমি বাড়ি যাবে ঢাকা ছেড়ে দূরে।
বলছি না তুমি এখনও খুব কাছে আছ ।
কিন্তু কাল আরও দূরে চলে যাবে।
তুমি থাকবে না তবু ঢাকায় দুপুর হবে,
বিকেলের পর সন্ধ্যা আর সন্ধ্যা পেড়িয়ে
হবে রাত। শুধু আমি জানব তুমি নেই এখানে,
পথ পেরিয়ে চলে গেছ অনেকটা দূরে।
যতই পাখি গান গাক, মিষ্টি হোক সকালের রোদ।
দুপুরের গরম ভাত যতই শুভ্র হোক।
কিংবা শীতের সন্ধ্যায় ধোয়া ওঠা চায়ের কাপে চুমুক
মিষ্টি হোক ভারি। আমার ভালো লাগবে না।
কারণ তুমি ঢাকায় থাকবে না জরি। বাড়ি চলে যাবে।
৩১ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:১৫
রুবাইয়াত নেওয়াজ বলেছেন: ধন্যবাদ নজরুল ভাই।
২| ২৬ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৫১
আমিনুর রহমান বলেছেন:
ভালো লাগা রইল রে পিচ্চি
৩১ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:১৬
রুবাইয়াত নেওয়াজ বলেছেন: আমিন ভাই ধন্যবাদ অনেকদিন পর একজন পিচ্চি বল্ল।
৩| ২৬ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:১০
সেলিম আনোয়ার বলেছেন: কষ্ট ভাল হয়েছে।
১৪ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:০৭
রুবাইয়াত নেওয়াজ বলেছেন: আনোয়ার ভাই কষ্ট ছাড়া অথবা তীব্র ভালোলাগা ছাড়া কবিতা আসে না কেন রে ভাই ?
৪| ২৬ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:৪৪
মোঃ নজরুল ইসলাম বলেছেন: অদম্য তারুণ্যতে প্রকাশিত প্রতিটি কবিতার জন্য প্রত্যেক কবিকে শর্তসাপেক্ষে ১৫টি কবিতার বই সরবরাহ করা হবে। তাই এখনো যারা কবিতা পাঠাতে চান পাঠিয়েদিন লেখার সাথে ঠিকানা ও ফোন নাম্বার দিতে ভুলবেন না। লেখা অবশ্যই sutonnyMJ ফন্টটি ব্যবহার করবেন। সর্বশেষ তথ্য জানার জন্য আমাদের পেইজের সাথে থাকুন। https://www.facebook.com/SristyProkashony
©somewhere in net ltd.
১|
২৬ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৫৫
:: নজরুল বলেছেন:
""মনে পড়ে যায়,
তোমাকে ভুলি কিভাবে হায়?""
সুন্দর লিখেছেন... ভালো থাকবেন ।