নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কবি। কবিতা লিখি আর মানুষের সুন্দর কবিতা গুলো দেখে হিংসায় জ্বলে পুড়ে ছাই হই।

রুবাইয়াত নেওয়াজ

কবিতা লিখি গান গাই মাঝে মাঝে গীটার বাজাই

রুবাইয়াত নেওয়াজ › বিস্তারিত পোস্টঃ

দেবী - ৪

১১ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:০৭

দেবী বল তো তোমার নীল শাড়ি কী পারবে ?

ঢেকে রাখতে তোমার রূপ ঐ সুতোর চাদরে?

অথবা বাড়িয়ে দিতে পারবে তোমার ঐ রূপকে এক কণা?



তোমার ঐ চোখের কাজল একই ভাবে কি

নিষ্প্রয়োজন নয়। এ কী তোমার ঠোটে রঙ?

কী অনর্থক ব্যাবহার। এতটুকু বাড়াতে পেরেছে কী

তোমার রূপ ? না পারবে অন্য কিছু।



পারবে না। পারবে না কারণ অসীমের বৃদ্ধি নেই।

নেই ক্ষয়। ওকে দিয়ে হয় না গুন ভাগ করা অথবা যোগ বিয়োগ।

ও স্থীর। ও ধ্রূব। ওকে নিয়ে কেউ ঘাটায় না ওভাবে।



তোমার রূপতো তেমনি। অসীমের মত সীমাহিন।

এতটুকু কমে না, বাড়ে কীনা জানি না,

আমার শুধু মনে হয়, সে একদম স্থীর।

ঠিক যেন মহাকাশ অথবা মহাকালের মত।

তাতে আমি ভেসে যাচ্ছি তো যাচ্ছি।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১১ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:১২

সুমন কর বলেছেন: ভাল হয়েছে।

১১ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:০১

রুবাইয়াত নেওয়াজ বলেছেন: ধন্যবাদ।

২| ১১ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:২১

এম এ কাশেম বলেছেন: দেবী সিরিজ ভাল লাগলো

শেষের ২টো লাইন অন্য ভাবে হতে পারতো



কারণ তলাহীন কুয়ো শব্দটা নেতিবাচক,

শুভ কামনা।

১১ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:০৯

রুবাইয়াত নেওয়াজ বলেছেন: কাশেম ভাই ধন্যবাদ। একটু পরিবর্তন করে দিলাম। কেমন হল?

৩| ১১ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:২৩

নাজমুল হাসান মজুমদার বলেছেন: অপেক্ষায়

১১ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:১২

রুবাইয়াত নেওয়াজ বলেছেন: হাসান ভাই। কিসের অপেক্ষায় ???

৪| ১১ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:২৬

নাজমুল হাসান মজুমদার বলেছেন: সিরিজের বাকি পোসটের

১১ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৫৫

রুবাইয়াত নেওয়াজ বলেছেন: Click This Link

দেখেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.